বিছমিল্লাহির রাহমানির রাহীম
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম
মর্ডান হারবাল কোং লিঃ মিরসরাই চট্টগ্রাম
ভূঁইয়া ন্যাচরাল এন্ড মর্ডান হারবাল কোং মিরসরাই
ইতি কথা ,
প্রাকৃতিক গাছ গাছালি সহ আমাদের চার পাশে যা কিছু আছে এতে ঔষধি গুনে ভরা কিন্তু আমরা জানিনা।আর জানলেও কেয়ার করিনা।অথচ এ সব গাছ গাছালিতে রয়েছে মানব জীবনের অনেক রোগের শেফা।
পূর্বেকার মানব এ সব গাছ গাছালী ব্যবহার করে রোগ মুক্ত হয়েছেন।
এখনও সারা পৃথিবীতে অনেক মানব আছেন যারা বিভিন্ন গবেষনার করে আজ আমাদের সামনে নতুন নতুন তথ্য দিয়ে বিভিন্ন ঔষধ তৈরী করছেন।আর মানুষ ও যথেষ্ট উপকৃত হচ্ছেন। আয়ুর্বেদিক বা হারবাল চিকিৎসা ৫০০০ বছরের পুরনো আদী আসল চিকিৎসা
'আয়ু' শব্দের অর্থ 'জীবন' এবং 'র্বেদ' শব্দের অর্থ 'জ্ঞান বা বিদ্যা'।'আয়ুর্বেদ' শব্দের অর্থ 'জীবনজ্ঞান বা জীববিদ্যা'। অর্থাৎ যে জ্ঞানের মাধ্যমে জীবের কল্যাণ সাধন হয় তাকে আয়ুর্বেদ বা জীববিদ্যা বলা হয়। আয়ুর্বেদ চিকিত্সা বলতে ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে যে চিকিৎসা দেয়া হয় তাকে বুঝানো হয়। এই চিকিৎসা ৫০০০ বছরের পুরাতন। এটাই আদী আসল চিকিৎসা।
আদি যুগে গাছপালার মাধ্যমেই মানুষের রোগের চিকিৎসা করা হতো। এই চিকিৎসা বর্তমানে 'হারবাল চিকিৎসা' তথা 'অলটারনেটিভ ট্রিটমেন্ট' নামে পরিচিতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই চিকিৎসা বেশী প্রচলিত। পাশাপাশি উন্নত বিশ্বেও এই চিকিৎসা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কারন মর্ডান এলোপ্যাথি অনেক ঔষধেরই SIDE EFFECT বা পার্শ প্রতিক্রিয়া রয়েছে। যেমনঃ Antibiotic ঔষধ সিপ্রোফ্লক্রাসিন, ফ্লুক্লক্রাসিলিন, মেট্রোনিডাজল, ক্লক্রাসিলিন প্রভৃতি ঔষধ রোগ সারানোর পাশাপাশি মানব শরীরকে দুবর্ল করে ফেলে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে স্মৃতিশক্তি, যৌনশক্তি, কর্মক্ষমতা কমে যাওয়ার ইতিহাস পাওয়া যায়
তাই আমরা তাদেরই গবেষনাকৃত তথ্য উপাথ্ অনুস্বরণ করে চিকিৎসা করে থাকি ও বিনা মূল্যে পরামর্শ দিয়ে থাকি একমাত্র মানব সেবার নিয়তে।আসুন আপনাদের যে কোন জটিল কঠিন সমস্যায় আমাদের পরামর্শ ও চিকিৎসা নিন।
সুস্হ ও সুন্দর জীবন গঠন করুন।
বাংলাদেশে ইউনানী ভেষজ তথা হারবাল চিকিৎসার জনক ডাঃ আলমগীর মতি এ দেশের গর্ব আমরা এ পর্যন্ত যত সব বড বড আয়ুর্বেদীক কোং সম্পর্কে জানি তারা সকলেই ভারত/পাকিস্তানের কিন্তু ডাঃ আলমগীর মতিই একমাত্র বাংলাদেশী যিনি এ শাস্রকে বিভিন্ন গবেষনার মাধ্যমে আমাদের দেশের মানব সেবায় আত্ননিয়োগ করেছেন।
আমরা
MxN মডার্ণ হারবাল গ্রুপ তথা বাংলাদেশের সর্বপ্রথম ও ১ নং এ লাইসেন্স প্রাপ্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী। ডাঃআলমগির মতি স্যার এর প্রতিষ্ঠিত ও গবেষণাকৃত ঔষুধ / পথ্য সহ প্রাকৃতিক পথ্য দিয়ে যৌন চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসা /ও ফ্রি পরামর্শ দিয়ে থাকি।
তাছাডা আবস্হা ভেদে বিভিন্ন দেশি- বিদেশী ঔষধ সেবনের মাধমে ও চিকিৎসা সেবা দিয়ে থাকি।অত এব আপনাদের যে কোন সমস্যা যোগাযোগ করতে পারেন।
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
যোগাযোগ
০০৯৬৬-৫০৪৯৬৭৮৬৩ ওয়াতসাফ/ ইমু
+০১৮২৯৩১৮১১৪
+০১৮৭৪৩৮৯২৫৮
আমরা এখানে যে কোন জটিল কঠিন রোগের প্রাথমিক / ও স্হায়ী যা অত্যন্ত কার্যকরী, সে চিকিৎসা সম্পর্কে আলেচনা করবো।
ঘন ঘন বা অধিক প্রস্রাব, জালাপোডা, মূত্র নালীর সমস্যা,পেশাব ধারনে অক্ষমতা সমাধান।
কারণঃ-
ডায়াবেটিস ছাড়া অন্য যেসব কারণে ঘন ঘন প্রস্রাব হয়, তা হলো: মূত্রনালি বা মূত্রথলির সংক্রমণ।গর্ভকালীন প্রথম ও শেষ দিকে।বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থির সমস্যায়।স্ট্রোক ও অন্যান্য স্নায়ুরোগ, মূত্রথলির স্নায়ুবিকলতা, মূত্রথলির ক্যানসার ইত্যাদি।মস্তিষ্কের টিউমার, বিকিরণ, সার্জারি, আঘাত, কিডনি রোগ ইত্যাদি কারণে মূত্র নিয়ন্ত্রক এডিএউচ হরমোনের অভাব বা অকার্যকারিতা দেখা দেয়।থাইরয়েড হরমোন বা করটিসল হরমোনের আধিক্য।রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পেশাবের নালীতে সংক্রমনের কারনে ও ঘন ঘন পেশাব ইত্যাদি।
ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণ প্রস্রাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গমাত্র। এর কারণে শরীরে পানিশূন্যতা, পানির ভারসাম্যহীনতা, লবণের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।আসুন জেনে নিই লক্ষণগুলো ঘন ঘন প্রস্রাব হওয়া এবং পিপাসা লাগা ক্লান্তি ও অবসাদগ্রস্ত ভাব মাত্রাতিরিক্ত ওজন হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ঘন ঘন ইনফেকশন প্রস্রাবের সময় জ্বালা পোড়া, ঘন ঘন অল্প অল্প প্রসাব, প্রস্রাব করার পরও প্রস্রাবের ইচ্ছে থাকা,বিশেষ করে ১৫ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত এই সংক্রমণের প্রকোপ বেশি দেখা যায়।
চিকিৎসা - ঘন ঘন প্রসাব মানবদেহের জন্য খুবই মারাত্মক এবং ভয়াবহ রোগ হিসাবে বিবেচিত, বিশেষ করে আমাদের দেশের তরুন সমাজ এই রোগে অধিক বেশী ভুক্তভোগী হয়ে থাকে । আর যে সকল যুবক এবং বিবাহিত ভাইয়েরা উক্ত মারাত্মক সমস্যায় আক্রান্ত রয়েছেন, তাদের উপযুক্ত সমাধান এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক শারীরিক শক্তি এবং সক্ষমতা ফিরিয়ে দিতে
মর্ডান হারবাল কোং চিকিৎসা,
১,ঘন ঘন পেশাব,সিপিলিস গনোরিয়া, পেশাব ধারনে অক্ষমতা,ডায়বেটিস, পেসাবে দূর্গন্ধ, প্রোস্টেট গ্লান্ডের সমস্যায় ও লিভারে , এর জন্য
"সিজিজিয়াম জ্যাম্ব " ৫০ট্যাব ৬০৳ ( হোমিও) কার্যকরী। মর্ডান হারবাল কোং।
তাছাডা
2," হিপার সালফ ক্লাভাটাম ( হারবাল এন্টিবায়োটিক) তথা ইনফেকশন কিউর ক্যাপ)
পেসাবে জালাপোডা সিপিলিস,গনোরিয়া, পেশাবে পূজ, ব্রংকাইটিস নিরসনে হারবাল এন্টিবায়োটিক হিসাবে কাজ করে।
(হোমিও ২০ কেপসুল ১৬০) মর্ডান হারবাল কোং।
১-৩-৬ মাস নিয়মিত সেবনে আল্লাহর রহমতে সুস্থ হবেন ইনশাআল্লাহ।( মূল্য পরিবর্তন যোগ্য)
কুরিয়ার, পোস্ট অফিস মারফত বিকাশ পেমেন্টের মাধ্যমে দেশের যে কোন স্হানে পাঠানো হয়।
প্রসাবে ক্ষয় / ধাতু ক্ষয় / ধাতু দুর্বলতা/ ঘন ঘন প্রসাব ?/
জেনে নিন কারণ, লক্ষন ও উপযুক্ত সমাধান !!
আমাদের দেশের পুরুষদের মাঝে যৌনতা বিষয়ক তেমন কোন বিশেষ জ্ঞান না থাকার কারনে এবং যৌবনকালের শুরুতে নিজেদের কতৃক কিছু ভুলত্রুটির কারনে আমাদের সমাজের অধিকাংশ পুরুষদের মাঝেই যৌবনকালেরমধ্যবর্তী বয়সে প্রসাবে ক্ষয় ( semen with urine ) নামক একটি রোগের উদ্রেক হয়, যা ধাতু দুর্বলতা ( Spermatorrhoea) / ধাতুক্ষয় ( Semen Leakage ) / প্রদর রোগ নামেও পরিচিত ।
এই রোগটি সরাসরি / তৎক্ষণাৎ শরীরের উপর কোন প্রকার প্রভাব তৈরি করে না বিধায় এই রোগটির সৃষ্টি সম্পর্কে আক্রান্ত পুরুষ মানবদেহটি অনুভবও পারে না, বরংচ উক্ত রোগটি খুব ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয় । এক কথায় বলতে গেলে - ইহা নিজে কোন রোগ নয় কিন্তু ইহা অন্যান্য অনেক শারীরিক রোগ ও সমস্যা সৃষ্টির প্রধান এবং অন্যতম কারন হল, যেমনটি ডায়াবেটিস।
যৌবনকালের শুরুতে অধিক বেশী হস্তমৈথুন করা । এছাড়া অল্প বয়সে অতিরিক্ত যৌন মিলন করা । পাশাপাশি অধিক বেশী পর্ণ দেখা, খারাপ চিন্তা করা।স্বাভাবিক ভাবে হরমোনের অভাবে অথবা কৃত্রিম অতিরিক্ত মৈথন বা অস্বাভাবিক শুক্রপাত করতে থাকলে স্পারম্যাটোরিয়া সৃষ্টি হতে পারে। আবার অনেক সময় অপুষ্টি বা ভিটামিন প্রভৃতির অভাবে অথবা দীর্ঘদিন রক্তশূন্যতা বা নানা প্রকার রোগে ভোগার ফলে ইহা দেখা দিতে পারে। এমন কি অন কোন ঔষধের পার্শ্ব পতিকিয়ার কারনে হতে পারে।
ইহার ফলে তাদের শুক্র নির্গত হলে দেখা যায় তাদের শুক্রে ঘনত্ব (viscosity) কম এবং তা দেখতে বেশ তরল। ইহাতে রোগীর ভয়ানক দুর্বলতা সৃষ্টি হয়।
লক্ষণসমূহ :- উক্ত রোগে আক্রান্ত রোগীর শুক্র অত্যন্ত তরল হয়, রোগী ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং দেহের এবং চেহারার সৌন্দর্য নষ্ট হয়, চেহারার লাবণ্যতা কমে যায়, মুখ মলিন এবং চক্ষু কোঠরাগত হয়ে পরে । দেহে প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিনের প্রবল অভাব পরিলক্ষিত হয়, রোগীর জীবনীশক্তি দুর্বল হয়ে পড়ে এবং নানা প্রকার রোগে অতি সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ,দেহে যৌন হরমোন বা পিটুইটারি এড্রিনাল প্রভৃতি গ্রন্থির হরমোন কম নিঃসৃত হয়, যার ফলে দেহে যৌন ক্ষমতা কমে যায় এবং শুক্র ধীরে ধীরে পাতলা হতে থাকে, দৈহিক এবং মানসিক দুর্বলতা বৃদ্ধি পায়, মাথার যন্ত্রণা দেখা যায়, আক্রান্ত ব্যক্তি সর্বদাই অস্থির বোধ করে, বসা থেকে উঠলেই মাথা ঘোরে এবং ক্ষুধা হীনতা ভাব দেখা দেয়, ইহাতে পেনিস বা জননেদ্রীয় এতটাই দুর্বল হয়ে যায় যে, তার শুক্রের ধারণ শক্তি একেবারে কমে যায়, রাত্রে স্বপ্ন দেখে শুক্র ক্ষয় হয়, আবার দিনের বেলায়ও নিদ্রাকালীন স্বপ্ন দেখে শুক্রপাত হয় । প্রসাবের আগে-পরে আঠালো জাতীয় ধাতু নির্গত হয়, সমস্যা ধীরে ধীরে কঠিন আকার ধারণ করলে সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়, স্ত্রীলোক দর্শনে বা স্পর্শে শুক্রপাত ঘটে,পায়খানার সময় কুন্থন দিলে শুক্রপাত হয়, স্মরণশক্তি কমে যায়, বুদ্ধিবৃত্তি কমে যায়, অকাল বার্ধক্য এবং ধ্বজভঙ্গ রোগের লক্ষণ দেখা ।
1 চিকিৎসাঃ৷ প্রসাবে ক্ষয়, ধাতু দুর্বলতা, ধাতুক্ষয়
পুরুষ মানবদেহের জন্য খুবই মারাত্মক এবং ভয়াবহ রোগ হিসাবে বিবেচিত, বিশেষ করে আমাদের দেশের তরুন সমাজ এই রোগে অধিক বেশী ভুক্তভোগী হয়ে থাকে । আর যে সকল যুবক এবং বিবাহিত ভাইয়েরা উক্ত মারাত্মক সমস্যায় আক্রান্ত রয়েছেন, তাদের উপযুক্ত সমাধান এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক শারীরিক শক্তি এবং সক্ষমতা ফিরিয়ে দিতে প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরিকৃত hormo ghout tb সেবনে আপনি এ রোগ থেকে মুক্তি পেতে পারেন
যা আপনার প্রসাবে ক্ষয় / ধাতু ক্ষয় / ধাতু দুর্বলতা সমস্যার প্রয়োজনীয় সমাধান দিতে শতভাগ কার্যকারী।
ক্রিয়া :- প্রসাবে ক্ষয় বন্ধকরন, প্রসাবের আগে-পরে ধাতু ক্ষয় বন্ধকরন, , স্মৃতিশক্তি বর্ধক , শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ সমূহের কার্যক্ষমতা বর্ধক , যৌনশক্তি বর্ধক , প্রফুল্লকারক, চেহারা ও ত্বকে লাবণ্য আনায়ন, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি সহ সার্বিক শারীরিক ও মানসিক ভাবে সক্ষমতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্জকরি । সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত ।উক্ত প্রোডাক্টটি যুবক এবং বিবাহিত ভাইদের তথা পুরুষের প্রসাবে ক্ষয় / ধাতু দুর্বলতা / ধাতু ক্ষয় নামক সমস্যা সমাধানে শতভাগ কার্যকারী আমাদের এই ঔষধটি
যে কোন ধাতুক্ষয় প্রমেহ, সমাধান ঃঃ-
অল্প উত্তজনায় লিঙ্গের মাথায় আঠালো পানি আসা,যৌন কল্পনা করা বা কোন ছবি দেখা বা জীবন সঙ্গীনির সাথে ফোনালাপের সময় ও লিঙ্গ দিয়ে তরল পানি বের হয়ে আসা,পেশাব করার সময় ঝাকুনি দিয়ে কিছু বের হওয়া, পেশাবে সাথে বা আগে পরে সাদা আঠালো জাতীয় ধাতু নির্গত হওয়া সহ যে কোন ক্ষয় জনিত সমস্যায়
বিশেষ উপকারী।
"হরমোঘট" Hormo Ghout " tb আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরী। পাশ্ব পতিক্রিয়া মুক্ত। দাম মাত্র ৯০০ টাকা।
আল্লাহর রহমত হলে রোগ নতুন হলে১ /২ ফাইল আর পুরনো হলে ৪ ফাইল যথেষ্ট ইনশাআল্লাহ।
বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার নিকটস্থ যে কোন কুরিয়া, পোস্ট অফিস মারফত আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
সার্ভিস সার্জ ১৫০ টাকা।
তাছাডা
1 শরবত এ্যালকুলি শানতারা
2 কুশতাকলয়ী
3 স্পার্মিটিন
ইত্যাদি খুব কার্যকরী ঔষধ ।
ঘন ঘন প্রস্রাব, জালাপোডা, মূত্র নালীর সমস্যা সিপিলিস, প্রস্রাবের ধারণ ক্ষমতা কম
কারণঃ-
ডায়াবেটিস ছাড়া অন্য যেসব কারণে ঘন ঘন প্রস্রাব হয়, তা হলো: মূত্রনালি বা মূত্রথলির সংক্রমণ।গর্ভকালীন প্রথম ও শেষ দিকে।বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থির সমস্যায়।স্ট্রোক ও অন্যান্য স্নায়ুরোগ, মূত্রথলির স্নায়ুবিকলতা, মূত্রথলির ক্যানসার ইত্যাদি।মস্তিষ্কের টিউমার, বিকিরণ, সার্জারি, আঘাত, কিডনি রোগ ইত্যাদি কারণে মূত্র নিয়ন্ত্রক এডিএউচ হরমোনের অভাব বা অকার্যকারিতা দেখা দেয়।থাইরয়েড হরমোন বা করটিসল হরমোনের আধিক্য।রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য।ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণ প্রস্রাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গমাত্র। এর কারণে শরীরেপানিশূন্যতা, পানির ভারসাম্যহীনতা, লবণের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।আসুন জেনে নিই লক্ষণগুলো ঘন ঘন প্রস্রাব হওয়া এবং পিপাসা লাগা ক্লান্তি ও অবসাদগ্রস্ত ভাব মাত্রাতিরিক্ত ওজন হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ঘন ঘন ইনফেকশন প্রস্রাবের সময় জ্বালা পোড়া, ঘন ঘন অল্প অল্প প্রসাব, প্রস্রাব করার পরও প্রস্রাবের ইচ্ছে থাকা,বিশেষ করে ১৫ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত এই সংক্রমণের প্রকোপ বেশি দেখা যায়।
চিকিৎসা - ঘন ঘন প্রসাব মানবদেহের জন্য খুবই মারাত্মক এবং ভয়াবহ রোগ হিসাবে বিবেচিত, বিশেষ করে আমাদের দেশের তরুন সমাজ এই রোগে অধিক বেশী ভুক্তভোগী হয়ে থাকে । আর যে সকল যুবক এবং বিবাহিত ভাইয়েরা উক্ত মারাত্মক সমস্যায় আক্রান্ত রয়েছেন, তাদের উপযুক্ত সমাধান এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক শারীরিক শক্তি এবং সক্ষমতা ফিরিয়ে দিতে
যা আপনার ঘন ঘন প্রসাব সমস্যার প্রয়োজনীয় সমাধান দিতে শতভাগ কার্যকারী।
ক্রিয়া :-ঘন ঘন প্রসাব বন্ধকরন, ফোটা ফোটা প্রসাব,প্রস্রাবের সময় ব্যাথা, জ্বালাপোড়া রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি সহ সার্বিক শারীরিক ও মানসিক ভাবে সক্ষমতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্জকরি ।
সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত,উক্ত প্রোডাক্টটি যুবক এবং বিবাহিত ভাইদের তথা পুরুষের ঘন ঘন প্রসাব বন্ধকরন/ ফোটা ফোটা প্রসাব, নামক সমস্যা সমাধানে শতভাগ কার্যকারী আমাদের এই
মর্ডান পন্য
1, সিজিজিয়াম জ্যাম্ব tab
2 হিপার সালফ ক্লাভাটোম
3 সানতারা ক্যাপ
4 এ্যালকুলি
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এবং উপযুক্ত নিয়ম অনুসরন করে তৈরিকৃত বিধায় আমাদের প্রোডাক্টগুলোতে কোন প্রকার পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে আমরা উল্লেখ করতে পারি ।
3 ধাতুক্ষয় ও যৌন সমস্যার স্হায়ী সমাধান
আমাদের যুব সমাজের অনেকই কমন একটি সমস্যায় ভূগে থাকেন ১৮-হতে৩৫-৪০ বছর বয়স পর্যন্ত এটি যেমন অবিবাহিতদের হয়ে থাকে তেমনি বিবাহিতদের ও হয়ে থাকে বিশেষত যারা প্রবাসে বা ফ্যামেলি থেকে দূরে থাকেন তাহল ধাতু ক্ষয় । এ রোগটি সাধারণত কোন জটিল সমস্যা না হলেও কিন্তু দীর্ঘ মেয়াদী ভুগতে থাককে শারীরিক মানসিক অনেক সমস্যা দেখা দিতে পারে। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে।
১,যে কোন ধাতুক্ষয় প্রমেহ, সমাধান ঃঃ-
অল্প উত্তজনায় লিঙ্গের মাথায় আঠালো পানি আসা,যৌন কল্পনা করা বা কোন ছবি দেখা বা জীবন সঙ্গীনির সাথে ফোনালাপের সময় ও লিঙ্গ দিয়ে তরল পানি বের হয়ে আসা,পেশাব করার সময় ঝাকুনি দিয়ে কিছু বের হওয়া, পেশাবে সাথে বা আগে পরে সাদা আঠালো জাতীয় ধাতু নির্গত হওয়া সহ যে কোন ক্ষয় জনিত সমস্যায়
বিশেষ উপকারী।
"হরমোঘট" Hormo Ghout " tb আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরী। পাশ্ব পতিক্রিয়া মুক্ত। দাম মাত্র ৯০০ টাকা।
আল্লাহর রহমত হলে রোগ নতুন হলে১ /২ ফাইল আর পুরনো হলে ৪ ফাইল যথেষ্ট ইনশাআল্লাহ।
বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার নিকটস্থ যে কোন কুরিয়া, পোস্ট অফিস মারফত আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
সার্ভিস সার্জ ১৫০ টাকা।
তাছাডা
1 শরবত এ্যালকুলি শানতারা
2 কুশতাকলয়ী
3 স্পার্মিটিন
ইত্যাদি খুব কার্যকরী ঔষধ
স্হায়ী ভাবে যৌন চিকিৎসা
4 " Jinsin" জিনসিং USA তৈরী-
এটা স্হায়ী ভাবেযৌন শক্তিবর্ধক হিসাবে কাজ করে, যারা অতিরিক্ত মাস্টারবেশন,স্বপ্ন দোষ বা অন্য কারণ যৌন শক্তি হারিয়ে ফেলছেন, মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারনে পেনিসের টিসু ডেমেজ হয়ে পেনিস নরম হয়ে গেছে ঠিকমত শক্ত হয়না, টাইমিং কম পান তাদের জন্য বিশেষ কার্যকর।
এটা সেবনে সাধারন দুর্বলতা, যৌন দুর্বলতা,উদ্দিপনা বাডাবে,স্হায়ীত্ব বা টাইমিং বাডাবে,বীর্য উতপাদন শুক্রানু বৃদ্ধি ও শক্তিশালী করবে, রক্ত সন্চালনের কারনে পেনিস শক্তিশালী হবে ক্রমান্নয়ে।
jinsin এর আরও উপকারিতা –
1-শক্তি বর্ধক হিসেবে জিনসেং দারুন কার্যকরী।
2-পুরুষের #যৌন সমস্যার একমাত্র সমাধান।
3-শারিরিক শক্তি বাড়ায় এবং দুশ্চিন্তা ও হতাশা দূর করে।
4-মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
5-মনযোগ, স্মৃতিশক্তি, কথা শোনার সাথে সাথে বুঝতে পারার ক্ষমতা,শেখার ক্ষমতা,কল্পনাশক্তি, বিচারবুদ্ধি, চিন্তা শক্তি ও সমস্যা সমাধান করে কোন একটা সিদ্ধান্তে পৌছানোর ক্ষমতা বৃদ্ধি করে।
6-কোলেস্টেরল এর মাত্রা কমাতে সহায়তা করে।
7-অনিদ্রা জনিত কারনে শারীরিক ও মানসিক সৃষ্ট রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
8-অস্থিরতা দূর করে মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে সাহায্য করে।
মূল্য ২৫০০৳, পুল কোর্স ৩ ফাইল।
5 . sex pills এ যাবতকালের সর্ব শ্রেষ্ঠ ও নিরাপদ পার্শপ্রতিক্রিয়াহীন সেক্সুয়াল হারবাল usa মেডিসিন
" Sex pills,"
এ যাবত কালের সর্ব শ্রেষ্ঠ usa তৈরী সেক্সীয়াল সমস্যায় স্হায়ী সমাধানে কার্যকরী হারবাল প্রোাক্ট হিসাবে পরিচিতি লাভ করে।ইহা বীর্য স্তবক টাইমিং উত্তেজনা শক্ত মজবুত দীর্ঘ স্হায়ীত্ব সহ হস্তমৈথুন জনিত যাবতীয় সমস্যায় কার্যকরী। শুধু মাত্র প্রাপ্ত বয়স্ক ও বয়স্ক ও বিবাহিত রুগিদের জন্য কার্যকরী । এ ঔষধটি এক ফাইল সেবনে দীর্ঘ দিন সুস্হ থাকা যায় ।পার্শপ্রতী ক্রিয়া মূক্ত সম্পুর্ণ ন্যাচরাল /হারবাল /আয়ুর্বেদিক প্রোডাক্ট।
তাছাডা যে সকল রুগি যৌবন কালে শারীররর উপর অকল্পনীয় অত্যাচার করে নারবাচ্ হয়ে বিবাহ করতে ভয় পান এমনকি বিবাহ পরবর্তি দাম্পত্য জীবন সুখকর হচ্ছেনা। বিবাহ পরবর্তি স্ত্রী চলে যাওয়ার মত এমন অকল্পনীয় ঘটনাও ঘটেছে তাদের জন্য এ ঔষধটি লাগাতার কমাজকম ৪-৬ ফাইল সেবনে স্হায়ী সমাধান হবে বলে আশা করি।
তাছাডা
"MAX MAN " ( men Enlarging gel)
থাইল্যান্ড এর তৈরী এটা জেলী শুধু মাত্র লিঙ্গে মালিশ হিসাবে ব্যবহার,
এটা হস্তমৈথুনের কারনে পেনিসের টিসু ডেমেজ হয়ে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে লিঙ্গ ছোট হয়ে গেলে লিঙ্গকে পুনঃ শক্তিশালী মোটা তাজা করতে কার্যকর।
মূল্য ৩০০০৳।
সতর্কতা ঃ- কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই,
শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য।
7 , VigRX Made in Canada 60,Capsule
ভিগরেক্স গোপনাঙ্গ বড় মোটা ও শক্ত দ্রতপতন রোধ করার ঔষধ।
--------------------------------------------------------------------------(কানাডার তৈরী) সম্পুর্ণ হারবাল প্রোডাক্ট,১০০% ন্যাচরাল।
অনেকেই অতিরিক্ত হস্তমৈথুন এর ফলে লিঙ্গ ছোট ও নিস্তেজ করে ফেলেছেন।
আগের মত শক্ত হয়না। আকারে ছোট।
উত্তেজিত অবস্থায় হঠাৎ লিঙ্গ নেতিয়ে পড়ে।
১ বার সহবাস করলে দ্বিতীয়বার সহজে শক্ত হতে চায়না।
এই সমস্যার সমাধান পেতে ( ভিগরেক্স ) ব্যাবহার করে আপনি আপনার গোপনাঙ্গকে স্থায়ীভাবে শক্ত মোটা ও লম্বা করতে পারবেন।
ভিগরেক্স যে যে কাজ করে
১, গোপনাঙ্গ বড় করে
২, গোপনাঙ্গ মোটা করে
৩, গোপনাঙ্গ শক্ত করে
৪, সেক্স টাইম বাড়ায়
৫, উত্তেজনা বাড়ায়
৬, বীর্য উৎপাদন করে
-----------------------------------------------------
ভিগরেক্স এর বর্তমান মূল্য: 5000 টাকা মাত্র ।
আমরা দেশের যে কোন জায়গায় কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি,তবে কুরিয়ার ও বিকাশ সার্জ প্রযোজ্য
আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য। ধন্যবাদ।
এখন থেকে আমরা দেশী বিদেশী বেশ কয়েকটি ঔষধ যা অত্যধিক কার্যকরী ব্যবহারীত ও শংকামুক্ত, রুগিদের দেয়ার চিন্তা করেছি আরও ভাল ফলাফলের জন্য।
হাকিম জসিম উদ্দিন কর্তৃক আমদানীকৃত
বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ফোন করুন ।
মোবাইল- +966504967863 ওয়াতসাফ/ ইমু
বিঃ দ্রষ্টব্য
বিকাশ পেমেন্টের মাধ্যমে বাংলাদেশের যে কোন স্হানে বসে পন্য সংগ্রহ করতে পারবেন । পোষ্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের ঠিকানায় পৌছে যাবে।
সৌজন্যে
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম
যোগাযোগ ০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩ ওয়াসাফ ও ইমু
ধাতুক্ষয় ও যৌন সমস্যা সমাধান
আমাদের যুব সমাজের অনেকই কমন একটি সমস্যায় ভূগে থাকেন ১৮-হতে৩৫-৪০ বছর বয়স পর্যন্ত এটি যেমন অবিবাহিতদের হয়ে থাকে তেমনি বিবাহিতদের ও হয়ে থাকে বিশেষত যারা প্রবাসে বা ফ্যামেলি থেকে দূরে থাকেন তাহল ধাতু ক্ষয় । এ রোগটি সাধারণত কোন জটিল সমস্যা না হলেও কিন্তু দীর্ঘ মেয়াদী ভুগতে থাককে শারীরিক মানসিক অনেক সমস্যা দেখা দিতে পারে। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে।
১,যে কোন ধাতুক্ষয় প্রমেহ, সমাধান ঃঃ-
অল্প উত্তজনায় লিঙ্গের মাথায় আঠালো পানি আসা,যৌন কল্পনা করা বা কোন ছবি দেখা বা জীবন সঙ্গীনির সাথে ফোনালাপের সময় ও লিঙ্গ দিয়ে তরল পানি বের হয়ে আসা,পেশাব করার সময় ঝাকুনি দিয়ে কিছু বের হওয়া, পেশাবে সাথে বা আগে পরে সাদা আঠালো জাতীয় ধাতু নির্গত হওয়া সহ যে কোন ক্ষয় জনিত সমস্যায়
বিশেষ উপকারী।
"হরমোঘট" Hormo Ghout " tb আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরী। পাশ্ব পতিক্রিয়া মুক্ত। দাম মাত্র ৯০০ টাকা।
আল্লাহর রহমত হলে রোগ নতুন হলে১ /২ ফাইল আর পুরনো হলে ৪ ফাইল যথেষ্ট ইনশাআল্লাহ।
বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার নিকটস্থ যে কোন কুরিয়া, পোস্ট অফিস মারফত আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
হাপানী চিকিতসা
হাপানী একটি মরন ব্যধি খুব কষ্টকর যা ২০% বিভিন্ন চিকিৎসার দ্বারা সুস্হতা লাভ করা যায় আর ৮০% রুগি বিভিন্ন ঔষধ পথ্য ব্যববহারের দ্বারা নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
নীচে আমি বিভিন্ন ডাক্তার গবেষকদের বই পুস্তক ইত্যাদি থেকে ছিডিয়ে ছিটিয়ে থাকা সব তথ্য গুলোকে সুবিধার জন্য একত্র প্রকাশ করলাম, আশা করি উপকৃত হবেন। নীচের যে কোন পথ্য বা ফর্মুলা মোতাবেক আপনি ব্যবহার করতে পারেন যা আপনার জন্য সহজলভ্য হয়।
১/ জটিল হাপানি রোগের জন্য ৫/৭ ফোটা কালোজিরার তৈল, ১ চামচ খাঁটি মধু সহ নিয়মিত সেবনে যথেষ্ট উপকার পাবেন।
২/ অথবা ৫/৭ ফোটা কালোজিরার তেল যে কোন হালকা গরম খাবারের সাথে যেমন গরম ভাত বা রং চা এর মিশিয়ে ও খেতে পারেন। এতে
ইনশাআল্লাহ রুগি আরাম পাবে।.
তাছাডা পরিমান মত তৈল বুকে পিঠে মালিশ ও করতে পারেন।
৩/দৈনিক হাপানী রুগিদের আদা চা পান করা অত্যন্ত জরুরী
৪/ হাপানী রুগিদের পকেটে বালিশের পাশে অফিসে বা কর্ম স্হলে সর্বদা আদা রাখতে পারেন, বেশী সমস্যা হলে কাশি বা টান ভাব লাগার সাথে সাথে একটু আদা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন কিছুক্ষণের হাপানী/ কাশি কমে যাবে।বিশ্বাস নাহলে পরীক্ষা করুন, যা আমার পরীক্ষিত।
৫/ যাদের গৃহে সর্দিকাশি ও হাপানী রুগি আছে তাদের বাডিতে তুলশি গাছ ও বাসকপাতার গাছ লাগানো অত্যন্ত জরুরী।
(ক)কারণ তুলশি পাতা বাসক পাতা,আদা ও পিপুল একত্র করে ১৫ গ্রাম পরিমান নিয়ে জাল দিয়ে চা'র মত করে নিয়মিত সেবন করলে হাপানী উপশম হয়।
(খ)অথবা তুলশি পাতা পুদিনা পাতা, আদা, পরিমান মত নিয়ে ভর্তা করে খেলেও কফ্ কাশি হাপানীর রোগের উপশম হয়।
গ) ১ চামচ তুলশি পাতার রস, ১ চামচ মধু সহ সেবন করে, সর্দিকাশি হাপানীকে বিদায় জানাতে পারেন,নিয়মিত সেবনে।
(ঘ) বাসক পাতা শুকিয়ে চুর্ণ করে ৩ গ্রাম পরিমান বা চা চামচ ১ চামচ চুর্নের সাথে ২/৩ চামচ মধু ও সামান্য পরিমান পিপুল চুর্ণ মিশিয়ে দৈনিক ৩/৪ বার জিহবা দিয়ে ছেটে ছেটে সেবন করলে শ্বাস কষ্ট ও কফ রুগি আরোগ্য লাভ করবে।
(ঙ) ৪/৫ চামচ বাসক পাতার রস অথবা ছালের রসের সাথে ৩ চামচ মধু মিশিয়ে দৈনিক ৩/৪ বার সেবন করতে হবে।
৬/লোবান জকর্ (এরাবিক নাম) বয়স্কদের কফ্ কাশ হাপানীর জন্য অত্যান্ত উপকারী। ৪/৫ টুকরা লোবান ১ গ্লাস পানিতে রাতে ভিজিয়ে সকালে খালি পেটে শুধু পানি টুকু সেব্য। অবশিষ্ট লুবান ফেলে দিন।
অথবা ১৫-২০ টুকরা লুবান জকর্ ১ কেজি পরিমান পানিতে ভিজিয়ে রেখে ২ দিন পর্যন্ত সেবন ও করতে পারেন।
অথবা পরিমান মত লুবান জকর দিয়ে গরম পানিতে জাল দিয়ে ও সেবন করা যায়।
এটা সৌদিআরব সহ আরব দেশের " মহল্ আত্তার " তথা পাশারী দোকান এ পাওয়া যায়।
৭/ ১ গ্রাম পিপুল চুর্নেরর সাথে পরিমান মত মধু মিশিয়ে চেটে চেটে দৈনিক ২/৩ বার সেব্য।
৮/ ৫ গ্রাম আধা চুর্ণ তিল ১ কাপ পরিমান পানিতে হালকা জালে জাল দিয়ে আধা কাপ থাকতে নামিয়ে ছেকে সমপরিমান তুকশি পাতার রস ও ৩/৪ চামচ মধু মিশিয়ে দৈনিক ২/৩ বার সেবন নিয়মিত ২০/২৫ দিন।
তাছাডা
চিকিৎসা মর্ডান হারবাল পথ্য
১/ কালোজিরার তৈল
২/ একোনাইট ন্যাপিলাস ( ডি কোল্ড)
৩/ শরবত এযাজ
৪/এ্যাজমালিন সিরাপ
৫/ এজমালিন ট্যাব
৬/ এজমালিন ক্যাপ ইত্যাদি।
৯/ এজমার সহায়ক চিকিৎসা যা খুব কার্যকরী
(ক) কালোজিরা মিহি চূর্ণ ১৫ গ্রাম,ও ৫০ গ্রাম পরিমান মধু মিশিয়ে প্রতিদিন আধা চা চামচ করে ৩-৪ বার সেব্য।
(খ) আধার রস ১ চা চামচ হালকা গরম করে তার সাথে ১ চা চামচ মধু মিশিয়ে রাতে শোয়ার পুর্বে সেব্য।
( গ) নীম পাতার কলি ১২ টি ১২০ মিঃ পানিতে সিদ্ধ করে ছেকে রাতে সেব্য।
সূত্র:-
ডাঃ হেকিম ফয়জুল হক
"বাংলাদেশ ইউনানী বোর্ড কর্তৃক গাইডবুক" থেকে।
উপরোক্ত সকল ঔষধ গুলো এজমার রোগের সহায়ক হিসাবে ব্যবহার করলে উপকার পাবেন।
তার সাথে অন্যান্য ঔষধ ও সেবন করতে পারবে।
তবে উপরোক্ত টিপস গুলো ব্যবহারেরর ফলে অন্যান্য ঔষধ ব্যবহারে কিছু টা হলেও স্বস্হি পাবেন ইনশাআল্লাহ।,
১০/ অর্জুন চাল চূর্ণ ১২ গ্রাম পরিমান দুধের ক্ষীর বা পায়েষের সাথে মিশিয়ে খেলে হাপানী আরোগ্য হবেই।
মনে রাখতে হবে হাপানী পুরোপরী ভাল না হলেও এ সকল পথ্য গুলো সেবনে নিয়ন্ত্রণ রাখা সম্ভব।
তা ন্যাচরাল কোন প্রকারের সাইড এপেক্টছাডা।
এবার আলোচনা করব
শিশুদের( ৩-১০ বাছর) হাপানীতে ভেষজের ব্যবহার নিয়ে ====[
১/ শুন্ঠি, পিপুল,ও গোলমরিচ,
এ তিনটি উপাদান এক চা চামচ পরিমান নিয়ে তার সাথে আধা চা চামচ মধু মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।
২/ বাসক পাতার রস, =
১ চা চামচ বাসক পাতার রস আধা চামচ মধুর সাথে মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।
৩/ তুলশি পাতা=
১ চা চামচ তুলশি পাতার রস, আধা চামচ যষ্টি মধু ও আধা চা চামচ মধু মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।
সূত্র "--
১/ মা ও শিশু চিকিৎসা গাইড
২/ প্রাথমিক চিকিৎসায় ভেষজ
৩/ সুস্হ থাকার সোনালী উপায়
ডাঃ আলমগীরমতি হারবাল গবেষক।
ইউনানী চিকিৎসা গাইড ডাঃ ফয়জুল হক।
ও বিভিন্ন ডাক্তারী চিকিৎসা বিষয়ক ওয়েবসাইড
সংকলক
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
২০১৮/১৪৩৯
ধাতুদুর্বলতা শুক্র তারল্ ও স্বপ্ন দোষ সমাধান
পুরুষের একটা কমন সমস্যা হল ক্ষয় রোগ এ রোগটি অনেক রোগের কারন ও বটে।তাই এর চিকিৎসা জরুরী।এ রোগটি প্রাপ্ত বয়স্ক যে কোন বয়সে হতে পারে। তবে এটি অবিবাহিত বা বিবাহিত হলেও যারা প্রবাসে বা ফ্যামেলী থেকে দূরে থাকেন তাদের বেলায় বেশি হয়।
অল্প উত্তজনায় লিঙ্গের মাথায় আঠালো পানি আসা,যৌন কল্পনা করা বা কোন ছবি দেখা বা জীবন সঙ্গীনির সাথে ফোনালাপের সময় লিঙ্গ দিয়ে তরল পানি বের হয়ে আসা,পেশাব করার সময় ঝাকুনি দিয়ে কিছু বের হওয়া, পায়খানার সময় কোথ দিলে লিঙ্গে তরল কিছু বের হওয়া, এমন কি কোন কোন ঔষধের পার্শপ্রতিক্রিয়ার কারনে ধাতু ক্ষয় সমস্যা সহ যে কোন ক্ষয় জনিত সমস্যায় বিশেষ উপকারী।
(১) "হরমোঘট" Hormo Ghout" tb আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরী। পাশ্ব পতিক্রিয়া মুক্ত। দাম মাত্র ৯০০ টাকা। আল্লাহর রহমততে রোগ নতুন হলে ১/২ ফাইল (১৫+১৫ টি ট্যাব)
আর পুরনো হলে ৪ ফাইল যথেষ্ট হবে। ইনশাআল্লাহ।
(২) আথবা
"কুশতা কলয়ী " ট্যাব ৬৫ ৳
শুক্র মেহ,শুক্র তারল্,স্বপ্ন দোষ,,ধাতু ক্ষয়রোগ, সাদা স্রাবে কার্যকরী,
নিয়মিত ৩/৬ মাস সেবন।
(৩) মাজুন আরদে খোরমা ৫০০ ৳।
মাজুন আরদে খোরমার কার্যকরীতাঃ-
যৌন দূর্বলতা,শুক্রানু বৃদ্ধি, শুক্র তার ল্, শুক্র স্বল্পতা,স্নায়বিক দূর্বলতা,স্বপ্ন দোষ,মেহ প্রমেহ ও শারীরিক দ্রুত শক্তি যোগাতে,লিঙ্গে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে কার্যকরী।
মর্ডান হারবাল কোং
এটি নিয়মিত সেবন যোগ্য একটি খাদ্য /পথ্য /ঔষধ।
তাছাডা শারীরিক আবস্হা ভেদে রোগের জটিলতা বুঝে সাথে অন্যান্য ঔষধ ও সেবন করতে হবে।
(৪) দীনার সীরাপ
প্রয়োজনে আবস্হা ভেদে ডাক্তার অন্য ঔষধ ও দিবেন।
বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার নিকটস্থ যে কোন কুরিয়া, পোস্ট অফিস মারফত আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
স্হায়ী ভাবে যৌন চিকিৎসা
1 " Jinsin" জিনসিং USA তৈরী-
এটা স্হায়ী ভাবেযৌন শক্তিবর্ধক হিসাবে কাজ করে, যারা অতিরিক্ত মাস্টারবেশন,স্বপ্ন দোষ বা অন্য কারণ যৌন শক্তি হারিয়ে ফেলছেন, মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারনে পেনিসের টিসু ডেমেজ হয়ে পেনিস নরম হয়ে গেছে ঠিকমত শক্ত হয়না, টাইমিং কম পান তাদের জন্য বিশেষ কার্যকর।
এটা সেবনে সাধারন দুর্বলতা, যৌন দুর্বলতা,উদ্দিপনা বাডাবে,স্হায়ীত্ব বা টাইমিং বাডাবে,বীর্য উতপাদন শুক্রানু বৃদ্ধি ও শক্তিশালী করবে, রক্ত সন্চালনের কারনে পেনিস শক্তিশালী হবে ক্রমান্নয়ে।
jinsin এর আরও উপকারিতা –
1-শক্তি বর্ধক হিসেবে জিনসেং দারুন কার্যকরী।
2-পুরুষের #যৌন সমস্যার একমাত্র সমাধান।
3-শারিরিক শক্তি বাড়ায় এবং দুশ্চিন্তা ও হতাশা দূর করে।
4-মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
5-মনযোগ, স্মৃতিশক্তি, কথা শোনার সাথে সাথে বুঝতে পারার ক্ষমতা,শেখার ক্ষমতা,কল্পনাশক্তি, বিচারবুদ্ধি, চিন্তা শক্তি ও সমস্যা সমাধান করে কোন একটা সিদ্ধান্তে পৌছানোর ক্ষমতা বৃদ্ধি করে।
6-কোলেস্টেরল এর মাত্রা কমাতে সহায়তা করে।
7-অনিদ্রা জনিত কারনে শারীরিক ও মানসিক সৃষ্ট রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
8-অস্থিরতা দূর করে মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে সাহায্য করে।
মূল্য 1 ফাইল ২৫০০৳, পুল কোর্স ৩ ফাইল ৭৫০০ ৳
(২) "MAX MAN " ( men Enlarging gel)
থাইল্যান্ড এর তৈরী এটা জেলী শুধু মাত্র লিঙ্গে মালিশ হিসাবে ব্যবহার,
এটা হস্তমৈথুনের কারনে পেনিসের টিসু ডেমেজ হয়ে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে লিঙ্গ ছোট হয়ে গেলে লিঙ্গকে পুনঃ শক্তিশালী মোটা তাজা করতে কার্যকর।
মূল্য ৩০০০৳।
সতর্কতা ঃ- কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই,
শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য।
বিকাশ পেমেন্টের মাধ্যমে দেশের যে কোন জায়গায় কুরিয়ার, পোস্ট অফিস, এস এ পরিবহন মাধ্যমে পাঠানো হয়ে থাকে।
সার্ভিস সার্জ ১৫০ টাকা।
মাসিকের বেদনা সাদা স্রাব চিকিৎসা ঃ-
মহিলাদের সাদা স্রাব বা লিকোরায়া ও মাসিকের সময় বেদনা একটি অসস্থিকর সমস্যা এর থেকে মুক্তি পেতে মর্ডান হারবাল কোং কর্তৃক
"পালসেটিলা " ঃ ৫০ ট্যাবলেট
উপকারীতা ঃ সাদা স্রাব, বাদক বেদনা,অনিয়মিত মাসিক, মাই গ্রেসন,রক্ত স্বল্পতা, জরায়ুতে ব্যথা,ডেলীভারীর পর সমস্যায় কার্যকর, ১০০৳ ফাইল
"ম্যানোস্রোজ " ঃ- ৫০ ট্যাবলেট
কার্যকরীতাঃ- সাদা স্রাব বাদক বেদনা,জরায়ু থেকে অস্বাভাবিক রক্ত স্রাব সহ বেদনা, ও শারীরিক দূর্বলতায় অত্যন্ত কার্যকরী । ১০০৳ ফাইল।
পুল কোর্স ৪ ফাইল করে। পরে প্রয়োজন মনে করলে আরও খেতে পারবেন।
বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার নিকটস্থ যে কোন কুরিয়া, পোস্ট অফিস মারফত আপনার ঠিকানায় পৌঁছে যাবে। সার্ভিস সার্জ ১৫০ টাকা।
গাইনেকোমাস্টিয়াঃ পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি কি ?
গাইনেকোমাস্টিয়া হলো পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি । গ্রিক শব্দথেকে গাইনেকোমাস্টিয়া শব্দটি এসেছে । ‘গাইনি’ শব্দের অর্থ ‘মহিলা’ এবং ‘মাস্টোস’ শব্দের অর্থ স্তন। অস্বাভাবিক স্তন বৃদ্ধি নবজাতক, বয়ঃসন্ধিকালে ও বৃদ্ধবয়সে শরীরবৃত্তীয় কারণে হতে পারে। বয়ঃসন্ধি কালে অনেক ছেলেদের এ অবস্থা হতে পারে , তবে অনেক ছেলের স্তনের বৃদ্ধি দু’বছরের মধ্যে ছোট হয় বা মিলিয়ে যায়।নয়। গাইনেকোমাস্টিয়া হলো এমন একটি অবস্থা যেখানে পুরুষের শক্ত স্তন টিস্যু গঠিত হয়। এই স্তন টিস্যু সাধারণত দেড় ইঞ্চির ছোট হয় এবং সরাসরি এটা স্তনবৃত্তের নিচে অবস্থান করে। গাইনেকোমাস্টিয়া এক পাশে বা দু’পাশেই হতে পারে। এ অবস্থা স্তনে ব্যথা সৃষ্টি করতে পারে।
কারন কি ?
@ সাধারণভাবে সেক্স হরমোনের বৈষম্যকে এর জন্য দায়ী করা হয়।
@ স্তন টিস্যুর বৃদ্ধির কারণেও স্তন বড় হতে পারে। অনেক সময় স্তনে অতিরিক্ত চর্বি জমলে স্তন বড় দেখায়, তবে এটা গাইনেকোমাস্টিয়া না ।
@ শারীরবৃত্তীয় গাইনেকোমাস্টিয়া নবজাতক, বয়ঃসন্ধিকালে বা বয়ঃসন্ধিকালের আগে এবং বয়স বাড়ার সাথে সাথে হতে পারে।
@ অনেক গাইনেকোমাস্টিয়ার কারণ অজানা, অর্থাৎ এদের নির্দিষ্ট কারণ জানা যায় না। ২৫% ক্ষেত্রে গাইনেকোমাস্টিয়ার কারণ জানা যায় নি।
@ হরমোনসহ বিভিন্ন ওষুধ গ্রহণ, সিরাম ইন্ট্রোজেনের বৃদ্ধি,
@ টেস্টোস্টেরনের উৎপাদন কমে যাওয়া,
@ অ্যানড্রোজেন রিসেপ্টরের ত্রুটি,
@ দীর্ঘস্থায়ী কিডনি রোগ,
@ দীর্ঘস্থায় লিভারের রোগ, লিভার সিরোসিস অসুখে গাইনেকোমাস্টিয়া হতে পারে।
@ এইচআইভি এবং অন্যান্য দীর্ঘ মেয়াদি রোগ।
@ স্পাইনাল কর্ডে আঘাতের কারণে এবং দীর্ঘদিন অভুক থাকার পর খাওয়ার পরে গাইনেকোমাস্টিয়া হতে পারে।
@ বয়ঃসন্ধিকালের পরবর্তী পুরুষদের বিভিন্ন এলোপ্যাথিক ওষুধ ১০-২০% ক্ষেত্রে গাইনেকোমাস্টিয়া ঘটায়। এসব ওষুদের মধ্যে রয়েছে সিমেটিডিন, ওমিপ্রাজল, স্পাইরোনোল্যঅকটন, ইমাটিনিব মিসাইলেট, ফিনাস্টেরাইড এবং কিছু নির্দিষ্ট অ্যান্টি সাইকোটিক ওষুধ।
@ কিছু ওষুধ সরাসরি স্তন টিস্যুর উপর কাজ করে আবার কিছু এলোপ্যাথিক ওষুধ ডোপামিনের কাজ বন্ধ করার মাধ্যমে পিটুইটারি থেকে প্রোলাকটিনের নিঃসরণ বাড়িয়ে দেয়। উল্লেখ্য যে, প্রোলাকটিক হলো স্তন তৈরির হরমোন।
@ শক্তিবৃদ্ধিকারী ফুডসাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত অ্যাড্রোসটেনেডিওন ইস্ট্রোজেনের অতিরিক্ত কারযকারিতার মাধ্যমে স্তনের বৃদ্ধি ঘটাতে পারে।
@ প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত এলোপ্যাথিক ওষুধ যেমন অ্যান্টি অ্যানড্রোজেন এবং ডিএনআরএইচ অ্যানালগগুলো গাইনেকোমাস্টিয়া ঘটাতে পারে।
@ মারিজুয়ানা গাইনেকোমাস্টিয়া একটি কারণ, অবশ্য এ নিয়ে মতভেদ আছে।
@ কিছু নির্দিষ্ট অন্ডকোষের টিউমার এবং হাইপারথাইরয়েডিজম রোগে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। কিছু অ্যাড্রেনাল টিউমার অ্যান্ড্রোসটেনেডিওনের মাত্রা বাড়ায়। এই অ্যান্ড্রোসটোনডিওন অ্যারোম্যাটেজ নামক এনজাইম দ্বারা ইস্ট্রোন-এ রূপান্তরিত হয়। এই ইস্ট্রোন হলো ইস্ট্রোজেনের একটি ধরন। অন্যান্য যেসব টিউমার এইচসিজি নিঃসরণ করে, তা ইস্ট্রোজেনের পরিমাণ বাড়াতে পারে।
@ মোটা মানুষের গাইনেকোমাস্টিয়ার প্রবণতা থাকে।
@ পুরুষ হরমোন টেস্টোস্টেরনের উৎপাদনের মাত্রা কমে গেলে গাইনেকোমাস্টিয়া হতে পারে। এই টেস্টেস্টেরনের উৎপাদনের মাত্রা কমে যেতে পারে। জন্মগত বা অর্জিত অন্ডকোষের সমস্যার কারণে। হাইপোথ্যালামাস কিংবা পিটুইটারির রোগও টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে। অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডের অপব্যবহারও একই প্রভাব ফেলে।
@ ধারণা করা হয় যে এসব তেল বা লোশন তাদের ইস্ট্রোজেন ও অ্যান্টি অ্যান্ড্রোজেন জনিত ক্রিয়াকলাপ বাড়িয়ে দেয়।
চিকিৎসাঃ
উল্ল্যেখিত ওষুধ গ্রহনকরলে , তা বন্ধ করে দেওয়া উচিত ।এলোপ্যাথিক একমাত্র চিকিৎসা হলো অপারেশন । হোমিওচিকিৎসায় অপারেশনের ঝুকি এড়ানো যায় । একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করলে গাইনেকোমাস্টিয়ার লজ্জা থেকে মুক্তি পাওয়া সম্ভব ।
প্রিয় পাঠক এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।
সংকলিত।
ঃ - একটি ভূল ধারণা নিরসন ঃ-
যৌন সমস্যার সমাধান কি ১ সাপ্তাহে সম্ভব??????
অনেকে মনে করেন যৌন সমস্যার সমাধান ১ সাপ্তাহে বা ১ মাসেই সম্ভব আসলে কি তাই! আসলে কিন্ত তা সম্পূর্ণ ভূল ধারণা,
কারণ কারো যৌন সমস্যা ১ দিনে বা ১ মাসের সমস্যার কারণে হয়না বরং দীর্ঘ দিনের বিভিন্ন শারিরীক মানসিক সমস্যা রোগ- শোক অনিয়ম,,হস্তমৈথুন, স্বপ্নদোষ ও শরীরের উপর অপকল্পনীয় অত্যাচার সহ অপুষ্টি ইত্যাদির কারনে হয়ে থাকে । আর তার সমাধান ১ সাপ্তাহ বা ১ মাসের চিকিৎসায় স্হায়ী চিকিৎসা কোন দিন সম্ভব না, তবে হতে পারে তা সাময়িক মাত্র।
স্হায়ী চিকিৎসা নিতে হলে বা স্হায়ী সমাধান পেতে হলে দীর্ঘ স্হায়ী নিয়মিত চিকিৎসার সাথে বিভিন্ন পুষ্টিকর খাদ্য -পথ্য সেবনের বিকল্প নেই। বাস্তব অভিগ্গতা তাই বলে।১/৩/৬ মাস সহ আবস্হা ভেদে ১ বছরও সময় লেগে যেতে পারে।
তাছাডা রাস্তার পাশে গাডিতে বা বাজারে বিভিন্ন হেন্ডবিল বা কেম্বাচারদের লিকচার শুনে কেউ প্রতারিত না হয়ে রেজিষ্টার্ড/হেকিম কবিরাজ/ ডাক্তারদের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেয়া বুদ্ধি মানদের কাজ।
আমরা
MxN মডার্ণ হারবাল গ্রুপ তথা বাংলাদেশের সর্বপ্রথম ও ১ নং এ লাইসেন্স প্রাপ্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী। ডাঃআলমগির মতি স্যার এর প্রতিষ্ঠিত ও গবেষণাকৃত ঔষুধ / পথ্য সহ প্রাকৃতিক পথ্য দিয়ে যৌন চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসা /ও ফ্রি পরামর্শ দিয়ে থাকি।
তাছাডা আবস্হা ভেদে বিভিন্ন দেশি- বিদেশী ঔষধ সেবনের মাধমে ও চিকিৎসা সেবা দিয়ে থাকি।অত এব আপনাদের যে কোন সমস্যা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেইজ ভিজিট করুন।
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম
https://www.facebook.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4%E0%A6%AE-327266534385923/
মুখের গন্ধ হওয়ার কারন ও সমাধান
মুখে বাজে গন্ধ হওয়ার মূল ৭টি কারণ ও সমাধান
মুখে দুর্গন্ধের অস্বস্তিকর সমস্যায় কমবেশি সবাইকেই পড়তে হয়। তবে এটা যদি আপনার দীর্ঘস্থায়ী বা পুরনো সমস্যা হয়ে থাকে, তবে এর মূলোৎপাটন করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রেই ডাক্তার মাউথ ওয়াশ বা এ ধরনের কিছু দিয়ে থাকেন। এতে কিছু সময়ের জন্য দুর্গন্ধ চলে যায়। মুখে দুর্গন্ধ হওয়ার সাতটি মূল কারণ ও এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞরা পরামর্শ জেনে নিন।
১. আপনি দাঁতের যত্ন নিচ্ছেন না
২০১২ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব ওরাল সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, দাঁতের পরিচ্ছন্নতা না থাকার জন্য শতকরা ৮৫ ভাগ দায়ী মানুষের বদ অভ্যাস। আর এর পেছনে কাজ করে মুখের ভেতরে খাদ্যকণা ঠিকমতো পরিষ্কার না করা। এর কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মায়, জানালেন নাক-কান-গলা বিশেষজ্ঞ মার্ক গিবার। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের কনজ্যুমার অ্যাডভাইজার ডেন্টিস্ট রিচার্ড এইচ প্রাইস বলেন, জিহবার নিচে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা এ ব্যাকটেরিয়া সালফার কম্পাউন্ড উৎপাদন করে যার গন্ধ অনেকটা পচা ডিমের মতো। আর এ গন্ধ দূর করতে হলে দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করতে হবে।
২. যথেষ্ট পানি খান না
দেহে পানির অভাবে খুব অল্প পরিমাণ সেলিভা উৎপন্ন হয়। সেলিভা মুখের এসব ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে। পানির অভাবে মুখের ভেতর শুকনো থাকে এবং সেলিভা মরে যায়। এই মৃত সেলিভা কোষ থেকেও বাজে গন্ধ তৈরি হয়।
৩. অ্যালার্জিও দায়ী
অ্যালার্জির কারণে অনেকে নাক দিয়ে শ্বাস নিতে পারেন না। তখন মুখ দিয়ে শ্বাস নিতে হয় এবং এতে মুখের ভিতরটা শুকিয়ে যায়। ফলে সেই একই সমস্যা। নাক-কান-গলা বিশেষজ্ঞ ডেল আমান্ডা টেইলর বলেন, অ্যালার্জির সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হয়। অ্যালার্জির চিকিৎসা নিন।
৪. বাজে গন্ধ @
এটা বলে বোঝাতে হবে না যে, রসুন খেলে মুখে দুর্গন্ধ হবেই। আবার দুধ খুবই ভালো খাদ্য। কিন্তু এ দ্রব্য মুখে এক ধরনের শ্লেষ্মা উৎপন্ন করে যা দুর্গন্ধ তৈরি করে, জানালেন ডেন্টিস্ট মার্থা অ্যান কিলস। এ জাতীয় উচ্চমাত্রার কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার বেশি খেলে বাজে গন্ধের শ্লেষ্মা হয়। তাই এগুলো বেশি পরিমাণ খাবেন না।
৫. সাইনাস অথবা টনসিলে সংক্রমণ থাকলে
সাইনাসে সংক্রমণ ঘটলে বাজে গন্ধ আসে মুখ থেকে। ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক বা নেটি পট থেরাপির মাধ্যমে সাইনাসের বাজে শ্লেষ্মা দূর করা যায়, জানালেন নাক-কান-গলা বিশেষজ্ঞ জেমস এন পালমার। এ ছাড়া টনসিলে সংক্রমণ ঘটলে এক ধরনের ক্যালসিয়াম পাথর জন্মে যা কটু গন্ধ সৃষ্টি করে।
৬. এসিডিটির সমস্যা
এসিডিটির ফলে পাকস্থলীর জ্বালাপোড়া থেকে ভিনেগারের মতো গন্ধ তৈরি হয়। টক জাতীয় ঢেকুর হয়ে তা মুখে বাজে গন্ধ ছড়িয়ে দেয়।
৭. ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে
মুখে খুব বাজে ধরনের গন্ধ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির কারণে হতে পারে। তবে তা কদাচিৎ দেখা যায়। এ গন্ধের বৈশিষ্ট্য অনেকটা টক এবং পনিরের মতো। যে সব মানুষের নানা ব্যাধির কারণে বেশি পরিমাণ তেজক্রিয় রশ্মির পরীক্ষা-নিরীক্ষা করতে হয়, তাদের এমনটি হতে পারে।
সমাধান:
প্রতিদিনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মতো দাতের যত্ন নেয়া ও দাত পরিষ্কার রাখা খুবই জরুরী। তবে উপরোক্ত সমস্যাগুলোর কারণে দাতের সঠিক যত্ন নিলেও বিব্রতকর দূর্গন্ধ এড়ানো যায়না। এসব ক্ষেত্রে মূল সমস্যা অনুধাবণ ও োরাগ নির্নয় করে সঠিক চিকিৎসা নেয়া উচিত। প্রথমে একজন দন্ত চিকিৎসকের সরণাপন্ন হয়ে তার পরামশ্য অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয় যেতে পারে। তবে রোগ নির্মূল হওয়ার আগ পর্যন্ত মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র: কালেরকণ্ঠ
মুখের দুর্গন্ধে করনীয়।
মুখের দুর্গন্ধ দুর করতে ঘরানা টিপস গুলো ব্যবহার করতে পারেন।
তনমধ্যে অধিক কার্যকরি তাহল দৈনিক ৫ ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক ব্যবহার যা সুন্নত ওবটে।যদি পারেন জয়তুনেন ডাল তা নাহলে নিমের ডাল বা অন্য কিছুু। তাছাডা নিচের টিপস গুলো ব্যবহার করতে পারেন।
যেমন-:
১/ খাঁটি মধু ১ চামচ, ১ চামচ কালোজিরার তেল মিশিয়ে সকাল খালি পেটে সেব্য, ১ মাস ( হাকিম অানোয়ার অাবদুল্লাহ) তাছাডা দৈনিক সকালে মধু খেলে মুখের দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ, পায়ের মুজার অযাচিত দুর্গন্ধ হতে মুক্তি পাবেন, পরীক্ষিত( খাঁটি মধু পেতে ০১৮২৯৩১৮১১৪)।
২/ অাম /পেযারা / বা কচি নিম পাতা চিবানো।
৩/ মাশরুম টুথপেষ্ট ব্যবহার
৪/ ভাতের সাথে ইসুব গুল, তিল, খাওয়া।
৫/ সালাদের সাথে জয়তুন তেল
৬/ সকালে মধু চেটে খান ১ মাস
৭/দৈনিক লং বা লবঙ্গ,দারুচিনি এলাচি অাদা চিবাতে পারেন মুখের দুর্গন্ধ সেরে যাবে। অথবা সিদ্ব করে গরম পানি সেবন করতে পারেন।
(ডাঃ অালমগির মতি)
উপরোক্ত টিপস্ থেকে সুবিধা মত ব্যবহার করা যেতে পারে।
সংকলক -:
মাজুন আরদে খোরমার কার্যকরীতাঃ-
যৌন দূর্বলতা,শুক্রানু বৃদ্ধি, শুক্র তার ল্, শুক্র স্বল্পতা,স্নায়বিক দূর্বলতা,স্বপ্ন দোষ,মেহ প্রমেহ ও শারীরিক দ্রুত শক্তি যোগাতে,লিঙ্গে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে কার্যকরী।
মর্ডান হারবাল কোং
মূল্য ৫০০,
৪৫০ গ্রাম।
এটি নিয়মিত সেবন যোগ্য একটি খাদ্য /পথ্য /ঔষধ।
তাছাডা শারীরিক আবস্হা ভেদে রোগের জটিলতা বুঝে সাথে অন্যান্য ঔষধ ও সেবন করতে হবে।
ধাতুদুর্বলতা বা যে কোন ধাতুক্ষয় সমাধান ঃ-
পুরুষের একটা কমন সমস্যা হল ক্ষয় রোগ এ রোগটি অনেক রোগের কারন ও বটে।তাই এর চিকিৎসা জরুরী।এ রোগটি প্রাপ্ত বয়স্ক যে কোন বয়সে হতে পারে। তবে এটি অবিবাহিত বা বিবাহিত হলেও যারা প্রবাসে বা ফ্যামেলী থেকে দূরে থাকেন তাদের বেলায় বেশি হয়।
অল্প উত্তজনায় লিঙ্গের মাথায় আঠালো পানি আসা,যৌন কল্পনা করা বা কোন ছবি দেখা বা জীবন সঙ্গীনির সাথে ফোনালাপের সময় লিঙ্গ দিয়ে তরল পানি বের হয়ে আসা,পেশাব করার সময় ঝাকুনি দিয়ে কিছু বের হওয়া, পায়খানার সময় কোথ দিলে লিঙ্গে তরল কিছু বের হওয়া, এমন কি কোন কোন ঔষধের পার্শপ্রতিক্রিয়ার কারনে ধাতু ক্ষয় সমস্যা সহ যে কোন ক্ষয় জনিত সমস্যায় বিশেষ উপকারী।
"হরমোঘট" Hormo Ghout" tb আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরী। পাশ্ব পতিক্রিয়া মুক্ত। দাম মাত্১০৫০ টাকা। আল্লাহর রহমততে রোগ নতুন হলে ১/২ ফাইল (১৫+১৫ টি ট্যাব)
আর পুরনো হলে ৪ ফাইল যথেষ্ট হবে। ইনশাআল্লাহ।
বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার নিকটস্থ যে কোন কুরিয়া, পোস্ট অফিস মারফত আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
সার্ভিস সার্জ ১৫০ টাকা।
অর্শ, পায়ু পথ ফোলা , পায়ু পথে অর্শের ক্ষত,ব্যথা,জালাপোডা, গেজ, ইত্যাদি নিরাময়ে কার্যকরী ঃ-
১ঃ- হাব্বে বা ওয়াসীর বাদী ক্যাপ্সুল
অর্শ রোগে বিশেষ কার্যকর ঃ
কোষ্ঠকাঠিন্য, বায়ুজনিত অর্শ,পায়ুপথ ফোলা,ব্যথা,জালা যন্ত্রণা ও আন্ত্রিক প্দাহে বিশেষ কার্যকর।
২ঃ- মরহম জাদীদ
ইহা অর্শের ক্ষতে বিশেষ কার্যকর।
অর্শের ব্যথা জালা যন্ত্রনা পায়ু পথ ফোলা, খোসপাচডা ইত্যাদি তে বিশেষ কার্যকরী শুধ মাত্র বাহ্যিক ব্যবহার।
3 পেস্টুলা
অর্শ- গেজ - ভগন্দর- পাইলস-পেস্টুলা নিরাময়ে
যাদের অর্শ,পায়ু পথ ফোলা,ব্যথা,জালাপোডা করে মলদ্বারে গেজ,ভগন্দর, কোষ্ঠকাঠিন্য দূর করতে,আন্ত্রিক প্রদাহ নিরাময়ে কার্যকর
শিশুদের স্বরন শক্তি বৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি, ভূলে যাওয়ার প্রবনতা মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে।
যে সকল ছাত্র -ছাত্রী শতবার পডলেও মনে থাকেনা বা মুখস্থ হয়না তাদের জন্য
"নিউরো কেয়ার"
ভূলে যাওয়ার প্রবনতা রোধ করে,মনোযোগ বাডায়,স্বরনশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, সুনিদ্রিা আনয়ন করে,বারংবার পডা বা শুনার পরও স্বরন না থাকা রোধ করে।
(হোমিও- ৫০ ট্যাব ১০০ ৳)
আবস্হা ভেদ /৩ /৬/৯ মাস ব্যবহার করুন খুব ভাল ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ৮-১৫ বছরের বাচ্ছা সহ ছোট বড সকলে ব্যবহার করতে পারবেন,
তাছাডা প্রাপ্ত বয়স্কদের স্বরন শক্তি বৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি, ভূলে যাওয়ার প্রবনতা মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে। ছাত্র -ছাত্রী দের বেলায় শতবার পডলেও মনে থাকেনা বা মুখস্থ হয়না তাদের জন্য রয়েছে
১, " জিংকো বাইলোবা " আয়র্বেদিক, ব্যবহার করতে পারেন।
বিশেষত পরীক্ষার্থী,অফিসিয়াল কর্মরত,বা ব্যবসা বানিজ্যি নিয়োজিত, দায়িত্বশীল, এমন ব্যক্তিদের জন্য খুব উপকারী টনিক। (৩০ ক্যাপ ৩০০ ৳)।
২, "হাই ড্রোকোটাইন এসিয়াটিকা ক্যাপ বা "( গোটু কোলা)ট্যাব হোমিও,
স্মৃতি শক্তি বৃদ্ধি করে,মনোযোগ বাডাতে,সুনিদ্রা আনতে,মানসিক চাপ কমাতে,হজম শক্তি বাডাতে,কিডনী ত্বক সুরক্ষা করতে কার্যকরী।( ৬০ ক্যাপ ৯০৳)
পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
সার্ভিস সার্জ ১৫০৳ প্রযোজ্,
বিকাশ পেমেন্ট করলে কুরিয়ার / পোস্ট অফিসে আপনার ঠিকানায় পেয়ে যাবেন।
যোগাযোগ ও
সৌজন্যে
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম
00966504967863 ওয়াতসাফ/ইমু 01829318114
মহিলাদের যৌন আকাঙ্খা কমে যাওয়া সহবাসকালীন ব্যথা সমাধান
মহিলাদের যৌন আকাঙ্খা কমে যাওয়া সহবাসকালীন ব্যথা সমাধান +++++++
আমরা প্রায় সময় দেখি যত সব এড্ শুধু মাত্র পুরুষদের যৌন সংক্রান্ত, মনে হয় যেন মহিলাদের কোন যৌন সমস্যাই নেই। আসলে তাই নয় পৃথিবীর অর্ধেক জনসংখ্যাই নারী তাদের ও যৌন সমস্যা আছে কিন্তু লাজ্ শরমের কারণে তারা প্রকাশ করতে পারেনা বা করেন না।
তাই আজকে তাদের কমন কিছু যৌন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব।
১. মহিলাদের যৌন আকাঙ্খা কমে যাওয়া,যৌনরসের স্বল্পতা,সহবাসকালীন ব্যথা ইত্যাদি।
কারণঃ- অপুষ্টি জনিত স্বাস্থ্যহানী,পেটের গোলোযোগ,অতিরিক্ত সাদা/ বা ঋতুস্রাব, সঙ্গীর প্রতি অনিহা বা অপছন্দ,সাংসারিক নিয়ে ঋগডা মনোমালিন্য, ধূমপান, নেশাদ্রব্য পান, জন্মনিয়ন্ত্রণে ফিল ব্যবহার, স্হায়ী ইত্যাদি কমন কিছু সমস্যার কারণে এমনটি হয়ে থাকে।
সর্ব প্রথম ঘরোয়া বা প্রাথমিক চিকিৎসা হিসাবে নিন্মের টিপস গুলো ব্যবহার করতে পারেন। এতে আশানুরুপ ফলাফল পাওয়া না গেলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
১/ শিমুল মুল,শতমুলী অশ্বগন্ধা, দুধ,ডিম, পানিফল খেলে যৌন আকাঙ্খা বেডে যায়,,
শিমুল মুল খালি পেটে,একটাকরে ছিবিয়ে খেয়ে হালকা পানি সেবন।শুকনো হলে ৭-১২ গ্রাম পাউডার সমপরিমান চিনি সহ ২ বার,
শতমুলি পাউডার চর্ণ মধুর সাথে মিশিয়ে,আর কাচা হলে ৩-৪ চামচ রস ২৫০ মিলি দুধ সহ সেবন।অশ্বগন্ধা চুর্ণ মিচরী মধু ও ঘি ১ চামচ করে ৪ চামচ মিশ্রণ করে রেখে ২ চামচ করে সেবন।
দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা হিসাবে mxn মর্ডান পথ্য
এ ঔষধ গুলো সেবন করতে হবে তাও চিকিৎসকের পরামর্শে।
১ / জিংসিং +
২/ টিটানিয়াম
৩/ লিউকোরিয়া
৩/ এযাজ
তাছাডা সহবাসকালীন ব্যথায়
১/ টিটানিয়াম
২/ অশোকা 3 x
3/ হিপার সালফ ক্লাভাটাম
চলবে---
গ্যাস্টিক, আলসার, বদহজম, গ্যাসজনিত ব্যথা অরুচি চিকিৎসা ঃ
- কয়েকটি ঔষধের কার্যকরীতা নিন্মে দেয়া হল ডাক্তারের পরামর্শ ক্রমে ব্যবহার করতে পারেন।
(১) শরবত হাজমিনা সিরাপ ঃ- হজম কারক, বদহজম, পেট ফাঁফা,গেস জনিত পেট ব্যথা,কোষ্ঠকাঠিন্য, রুচি বৃদ্ধি, ক্ষুধা বর্ধক হিসাবে কাজ করে। (ইউনানী 180 ml -90৳)
(2) নৌশদারী ক্যাপ ঃ- (স্টমক কিউর)
গ্যাস্টিক আলসার,পেপটিক আলসার, গ্যাস জনিত বুকব্যথা, বুকজালা,কোষ্ঠকাঠিন্য এবং আইবিএস রোগে কার্যকর।
(ইউনানী ২০ cap -90৳)
(৩)নাক্স ভোমিকা ( গ্যাস্টিক কেয়ার) ক্যাপ,
পেটের গ্যাস, পেট ফাঁফা,বদহজম, চুকা ডেকুর,ও আমাশয় জনিত গ্যাস উপশম করে।
(হোমিওপ্যাথি ৩০ cap 169৳)
(4) আরখ নানখা - সিরাপ ঃ-
পেট ফাঁফা,বদহজম,অর্জীর্ণ,অরুচি,হজমের গোলমাল,পেট ব্যথায় কার্যকরী।
(ইউনানী ৪০০ml 130৳,180ml 65 ৳)
(5) মেথী ক্রাশ ঃ-
অরুচি,ডায়বেটিস,মেলিটাস,জরায়ু সমস্যা, উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য বাত ব্যথা,মেদ কমাতে কার্যকর,
(৬) হাজমোলা ট্যাব ঃ-
বদহজম, পেটের গোলমাল দূর করে রুচি ও ক্ষধা বাডায়,
( আয়ুর্বেদিক ১০০ ট্যাব ১০০৳)
বিকাশ পেমেন্টের মাধ্যমে দেশের যে কোন স্হানে কুরিয়ার বা পোস্ট অফিসে পার্শ্বেরএর মাধ্যমে আপনি
পেতে পারেন।
হাপানী চিকিৎসা ভেষজ দিয়ে নিয়ন্ত্রণে রাখুন
হাপানী চিকিৎসা ভেষজ দিয়ে নিয়ন্ত্রণে রাখুন
#হাপানী #চিকিতসা
হাপানী একটি মরন ব্যধি খুব কষ্টকর যা ২০% বিভিন্ন চিকিৎসার দ্বারা সুস্হতা লাভ করা যায় আর ৮০% রুগি বিভিন্ন ঔষধ পথ্য ব্যববহারের দ্বারা নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
নীচে আমি বিভিন্ন ডাক্তার গবেষকদের বই পুস্তক ইত্যাদি থেকে ছিডিয়ে ছিটিয়ে থাকা সব তথ্য গুলোকে সুবিধার জন্য একত্র প্রকাশ করলাম, আশা করি উপকৃত হবেন। নীচের যে কোন পথ্য বা ফর্মুলা মোতাবেক আপনি ব্যবহার করতে পারেন যা আপনার জন্য সহজলভ্য হয়।
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
১/ জটিল হাপানি রোগের জন্য ৫/৭ ফোটা কালোজিরার তৈল, ১ চামচ খাঁটি মধু সহ নিয়মিত সেবনে যথেষ্ট উপকার পাবেন।
২/ অথবা ৫/৭ ফোটা কালোজিরার তেল যে কোন হালকা গরম খাবারের সাথে যেমন গরম ভাত বা রং চা এর মিশিয়ে ও খেতে পারেন। এতে
ইনশাআল্লাহ রুগি আরাম পাবে।.
তাছাডা পরিমান মত তৈল বুকে পিঠে মালিশ ও করতে পারেন।
৩/দৈনিক হাপানী রুগিদের আদা চা পান করা অত্যন্ত জরুরী
৪/ হাপানী রুগিদের পকেটে বালিশের পাশে অফিসে বা কর্ম স্হলে সর্বদা আদা রাখতে পারেন, বেশী সমস্যা হলে কাশি বা টান ভাব লাগার সাথে সাথে একটু আদা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন কিছুক্ষণের হাপানী/ কাশি কমে যাবে।বিশ্বাস নাহলে পরীক্ষা করুন, যা আমার পরীক্ষিত।
৫/ যাদের গৃহে সর্দিকাশি ও হাপানী রুগি আছে তাদের বাডিতে তুলশি গাছ ও বাসকপাতার গাছ লাগানো অত্যন্ত জরুরী।
(ক)কারণ তুলশি পাতা বাসক পাতা,আদা ও পিপুল একত্র করে ১৫ গ্রাম পরিমান নিয়ে জাল দিয়ে চা'র মত করে নিয়মিত সেবন করলে হাপানী উপশম হয়।
(খ)অথবা তুলশি পাতা পুদিনা পাতা, আদা, পরিমান মত নিয়ে ভর্তা করে খেলেও কফ্ কাশি হাপানীর রোগের উপশম হয়।
(গ) ১ চামচ তুলশি পাতার রস, ১ চামচ মধু সহ সেবন করে, সর্দিকাশি হাপানীকে বিদায় জানাতে পারেন,নিয়মিত সেবনে।
(ঘ) বাসক পাতা শুকিয়ে চুর্ণ করে ৩ গ্রাম পরিমান বা চা চামচ ১ চামচ চুর্নের সাথে ২/৩ চামচ মধু ও সামান্য পরিমান পিপুল চুর্ণ মিশিয়ে দৈনিক ৩/৪ বার জিহবা দিয়ে ছেটে ছেটে সেবন করলে শ্বাস কষ্ট ও কফ রুগি আরোগ্য লাভ করবে।
(ঙ) ৪/৫ চামচ বাসক পাতার রস অথবা ছালের রসের সাথে ৩ চামচ মধু মিশিয়ে দৈনিক ৩/৪ বার সেবন করতে হবে।
৬/লোবান জকর্ (এরাবিক নাম) বয়স্কদের কফ্ কাশ হাপানীর জন্য অত্যান্ত উপকারী। ৪/৫ টুকরা লোবান ১ গ্লাস পানিতে রাতে ভিজিয়ে সকালে খালি পেটে শুধু পানি টুকু সেব্য। অবশিষ্ট লুবান ফেলে দিন।
অথবা ১৫-২০ টুকরা লুবান জকর্ ১ কেজি পরিমান পানিতে ভিজিয়ে রেখে ২ দিন পর্যন্ত সেবন ও করতে পারেন।
অথবা পরিমান মত লুবান জকর দিয়ে গরম পানিতে জাল দিয়ে ও সেবন করা যায়।
এটা সৌদিআরব সহ আরব দেশের " মহল্ আত্তার " তথা পাশারী দোকান এ পাওয়া যায়।
৭/ ১ গ্রাম পিপুল চুর্নেরর সাথে পরিমান মত মধু মিশিয়ে চেটে চেটে দৈনিক ২/৩ বার সেব্য।
৮/ ৫ গ্রাম আধা চুর্ণ তিল ১ কাপ পরিমান পানিতে হালকা জালে জাল দিয়ে আধা কাপ থাকতে নামিয়ে ছেকে সমপরিমান তুকশি পাতার রস ও ৩/৪ চামচ মধু মিশিয়ে দৈনিক ২/৩ বার সেবন নিয়মিত ২০/২৫ দিন।
তাছাডা
চিকিৎসা মর্ডান হারবাল পথ্য
১/ কালোজিরার তৈল
২/ একোনাইট ন্যাপিলাস ( ডি কোল্ড)
৩/ শরবত এযাজ
৪/এ্যাজমালিন সিরাপ
৫/ এজমালিন ট্যাব
৬/ এজমালিন ক্যাপ
ইত্যাদি।
৯/
এজমার সহায়ক চিকিৎসা যা খুব কার্যকরী
(ক) কালোজিরা মিহি চূর্ণ ১৫ গ্রাম,ও ৫০ গ্রাম পরিমান মধু মিশিয়ে প্রতিদিন আধা চা চামচ করে ৩-৪ বার সেব্য।
(খ) আধার রস ১ চা চামচ হালকা গরম করে তার সাথে ১ চা চামচ মধু মিশিয়ে রাতে শোয়ার পুর্বে সেব্য।
( গ) নীম পাতার কলি ১২ টি ১২০ মিঃ পানিতে সিদ্ধ করে ছেকে রাতে সেব্য।
সূত্র:-
ডাঃ হেকিম ফয়জুল হক
"বাংলাদেশ ইউনানী বোর্ড কর্তৃক গাইডবুক" থেকে।
উপরোক্ত সকল ঔষধ গুলো এজমার রোগের সহায়ক হিসাবে ব্যবহার করলে উপকার পাবেন।
তার সাথে অন্যান্য ঔষধ ও সেবন করতে পারবে।
তবে উপরোক্ত টিপস গুলো ব্যবহারেরর ফলে অন্যান্য ঔষধ ব্যবহারে কিছু টা হলেও স্বস্হি পাবেন ইনশাআল্লাহ।,
১০/ অর্জুন চাল চূর্ণ ১২ গ্রাম পরিমান দুধের ক্ষীর বা পায়েষের সাথে মিশিয়ে খেলে হাপানী আরোগ্য হবেই।
মনে রাখতে হবে হাপানী পুরোপরী ভাল না হলেও এ সকল পথ্য গুলো সেবনে নিয়ন্ত্রণ রাখা সম্ভব।
তা ন্যাচরাল কোন প্রকারের সাইড এপেক্টছাডা।
এবার আলোচনা করব শিশুদের( ৩-১০ বাছর) হাপানীতে ভেষজের ব্যবহার নিয়ে ====[
১/ শুন্ঠি, পিপুল,ও গোলমরিচ,
এ তিনটি উপাদান এক চা চামচ পরিমান নিয়ে তার সাথে আধা চা চামচ মধু মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।
২/ বাসক পাতার রস, =
১ চা চামচ বাসক পাতার রস আধা চামচ মধুর সাথে মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।
৩/ তুলশি পাতা=
১ চা চামচ তুলশি পাতার রস, আধা চামচ যষ্টি মধু ও আধা চা চামচ মধু মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।
সূত্র "--
১/ মা ও শিশু চিকিৎসা গাইড
২/ প্রাথমিক চিকিৎসায় ভেষজ
৩/ সুস্হ থাকার সোনালী উপায়
ডাঃ আলমগীরমতি হারবাল গবেষক।
ইউনানী চিকিৎসা গাইড ডাঃ ফয়জুল হক।
ও বিভিন্ন ডাক্তারী চিকিৎসা বিষয়ক ওয়েবসাইড
সংকলক
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
আমাদের অনলাইন ফেইজ
https://www.facebook.com/groups/1011214888941455/?ref=bookmarks
সৌজন্যে
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম
এন্ড মর্ডান হারবাল কোং লিঃ
ভূঁইয়া ন্যাচরাল এন্ড মর্ডান হারবাল কোং লিঃ
সার্বিক যোগাযোগ ঃ-
০১৮৭৪৩৮৯২৫৮//01829318114
00966504967863 ওয়াতসাফ/ইমু