Translate

রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ধাতুদৌর্বল্য, পেশাবের আগে পরে ক্ষয় সমস্যার সমাধান

ধাতু দৌর্বল্যতা  বা পেশাবের ক্ষয় ও যৌন সমস্যার সমাধান 
=========০০০০======

 ধাতুদূর্বলতা বলতে কি  বুঝায়?  
মূলত অনৈচ্ছিক বীর্য পাতের নামই হলো ধাতু দৌর্বল্যতা, উত্তেজনা বা নাড়াচাড়া ছাড়াই পেশাবের আগে বা পরে বা পেশাবের সাথে পূরুষাঙ্গ হতে বীর্যের মত ফ্লুইড  বের হওয়া, যদিও বীর্যের মত তবে এটা বীর্য নয় বরং বিভিন্ন কোষ থেকে বের হওয়া ফ্লুইড। অথবা ফেনা যুক্ত পেশাব হওয়া, অথবা উত্তেজনা আসার দ্বারা কিংবা মহিলাকে স্পর্শ করার দ্বরা বা কথাবার্তা বলার দ্বারায় এমনিতেই বীর্যপাত হয়। তবে এটা কম হলে রোগের আওতায় পডেনা বরং স্বাভাবিক নিয়ম, তবে বেশী হলে চিকিৎসা  নিতে  হবে।  আবার অনেক সময় জোর খাটানোর সময় বীর্যপাত হয়। তদ্রুপভাবে ঘুমের মধ্যে অচেতন আবস্হায়  বীর্যপাত হয়। 

ক্ষতির দিক ঃ- 
ধাতু বা বীর্য যেহেতু শরীরের রুহ বলা হয়ে থাকে, সেহেতু অতিরিক্ত বীর্যপাত হওয়ার দ্বারা শরীরের অলসতার দেখা দে,কোন কাজে মন বসতে চায়না সর্বদা হতাশা দূঃচিন্তা বিরাজ করে,এমনকি কোমরে ব্যথ্যাও অণুভব হয়।ধাতু দুর্বলতা- সবচেয়ে ক্ষতিকর দিক হলো মাথায় ব্রেনে দুর্বলতা প্রকাশ পায়।
চেহারা শুকিয়ে যায়। শারীরিক দুর্বলতাও ব্যাপকভাবে প্রকাশ পায়। কোনো কাজেই ভালো লাগেনা। সব কিজেই বিরক্তি বিরক্তি ভাব দেখা দেয়।
সব সময় মনে চায় যদি শুয়ে থাকতে পারতাম।
মহিলার প্রতি যৌন হ্রাস পেতে পেতে এক সময় তাদের প্রতি কোন চাহিদাই জাগে না। কারো কারো মেলা মেশা কথাবার্তা বলতেও ভালো লাগে না।
নীরব ও অন্ধকার লাগে। একাকী ও নির্জনতা পচ্ছন্দ হয়। কারো কারো অবস্থা এমন করুন হয়ে দাড়াঁইয়া যার কারনে অাত্মহত্যার জন্যও প্রস্তুতি নেয়। এসব কেবল ধাতু দুর্বলাতার কারনে হয়ে থাকে।তাছাডা বিবাহিত জীবনে নেমে আসে কালোছায়া এক পর্যায়ে এ রোগ মারাত্বক আকার ধারণ করলে এক সময় স্ত্রী সহবাসে অক্ষম হয়ে পডে।এবং সন্তান জন্ম দানেও বিগ্ন সৃষ্টি হয় এ জন্য সূচিকিতকার বিকল্প নেই। 

ধাতু দুর্বলাতার কারন-
ধাতু দুর্বলাতার অনেক কারন আছে। তম্মধ্যে নিম্মক্ত কারন গুলো বেশির ভাগ লোকদের মাঝে পাওয়া যায়।

১। উত্তেজনার বশিভুত হয়ে হস্ত মৈথুন করে বীর্যপাত ঘটানো।
২। সমকামিতা মাধ্যমে বীর্যপাত  ঘটানো।
৩। সব সময় পেটের অসুখ লেগে থাকার কারনে ধাতু দুর্বলতা হয়।
৪। অধিক গরম  খাদ্ গ্রহণ, ও পুর্বের খাদ্য হজম না করে আবার খাদ্য খাওয়া বিলম্বে হজম হয় এমন খাওয়ার দ্বারা।
৫। ভরাপেটে সহবাস করার দ্বারা ধাতু দুর্বলতা দেখা দিতে পারে।
৬। অশ্নীল যৌন উদ্দীপক ছবি দেখার দ্বারা বীর্যপাত হয়ে থাকে।
৭/ আবার অনেক সময় অন্য কোন রোগের মাত্রারিক্ত ঔষধ সেবনে সাইডএপেক্ট এর কারণে ও হতে পারে।
৮/ অতিরিক্ত সহবাস/ হস্তমৈথুন / অতিরিক্ত স্বপ্ন দোষ ও অন্যতম কারণ। 
৯/ অপুষ্টি / ভিটামিনের অভাব, অতিরিক্ত মেহনত।
৯/ আলকোহল / নেশা দ্রব্ খাদ্য অভ্যাসের কারণে ও হতে পারে। 

চিকিৎসা / সমাধান 

 প্রসাবের আগে পরে যারা ক্ষয় রোগে ভূগছেন, যেমন পেসাবের আগে পরে পিচ্ছিল জাতীয় বা আঠাল জাতীয় পদার্থ বের হলে বা সামান্য যৌন কল্পনা করলে বা পায়খানার সময় কোথ দিলে লিঙ্গ দিয়ে ধাতু ক্ষয় হলে তথা ধাতুর মত ফ্লুইড বের হলে তাদের  জন্য  প্রাথমিক চিকিৎসা হিসাবে খুবই কার্যকরী এ টিপস।

প্রথমিক চিকিৎসা -ঃ 

১- নিমপাতা -: সকালে খালি পেটে ২০ টি নিমপাতা ভাল করে পরিস্কার করে চিবিয়ে বা গিলে খেয়ে নিন নিয়মিত ১ মাস।
২- ডাবের পানি- ফিটকিরি-: 
একটি নারিকেলের ডাবের ভিতর ফিটকিরীর ছোট একটা টুকরো রাতে ভিজিয়ে রাখুন এবং সকালে বিকাল খালি পেটে সেবন করুন ১০ দিন, ইনশাআল্লাহ্‌ খুব উপকারী।
৩- আতপ চাউল -:
১ মুষ্ঠি আতপচাউল রাতে ১ গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে চাউল গুলো চিবিয়ে খেয়ে পরে পানিসহ পান করুন ২-৩ মাস।তাছাডা লিকোরিয়া সমস্যা সমাধানের জন্য ও একই নিয়মে সেবন করতে হবে।
৪-: তুলশি বীজ -:
তুলশিবীজ বা বিচি আধা গ্রাম পরিমান নিয়ে একটা খালি পানের সাথে চিবিয়ে সেবন করুন।১০-১৫ দিন।
তবে যাদের হাইপেসার,হার্ট সমস্যা ও বেশী গরমের সময় সেবন নিষেধ। এর পর ভাল না হলে দ্বীতীয় পর্যায়ে আরও উন্নত চিকিৎসা নিতে হবে।আবস্হা ভেদে ১ থেকে ৩/৬ মাস পর্যন্ত ঔষধ সেবন করতে হতে পারে।
                       

দ্বিতীয় পর্যায়ে চিকিৎসা 

১/ দীনার 
২/কুশতা কলয়ী 
৩/ শরবত এ্যালকুলি

সেবন করতে হব  ১/৩/৬ মাস আবস্হা ভেদে।

৩য়  পর্যায়ে 

৪/ হরমোঘট   ( বিদেশী- দামী)  জটিল ধাতু  ক্ষয় রোধে অত্যন্ত কার্যকর।
১ ফাইল ৯০০ টাকা করে ১৫ টি ক্যাপ, ১-৪ ফাইল সেবন করতে  হয়। 

৫/ এবং সাথে বীর্য পাতলা টাইমিং এর সমস্যা হলে sexfill usa ( দামী)  

৬// সুফুপ গাওহার  

৭// সুফুপ ক্ষয় 
৮// ক্ষয়ভষ্ম ভাজিকরণ 

 ইত্যাদি  আবস্হা ভেদে চিকিৎসা দেয়া যেতে পারে। 

কারণ যাদের দীর্ঘ  দিনের  ক্ষয় সমস্যা  আছে তাদের বীর্য পাতলা হয়ে থাকে তাই বিবাহিত জীবনে টাইমিং সমস্যা  থেকে বাচতে এ ঔষধ টি অত্যন্ত কার্যকর। 

তাছাডা আরও আবস্হা ভেদে চিকিৎসা দেয়া যায়।

প্রয়োজনে ৩/ ৬ মাস ও লাগাতার ও সময় লাগতে পারে।
অনেকে কোর্স শেষ না করে  ১/২ মাস  ঔষধ সেবন করে উপকার না পেয়ে ঔষধ বন্ধ করে দেন এটা কিন্তু ঠিক না, কোর্স পূর্ণ করাই বেটার।
অনেক সময় কোর্স পূর্ণ হওয়ার পর কার্যকরীতা শুরু হয় সেটা অনেকের জানা থাকেনা।

প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম। 

সৌজন্যে 
ভূঁইয়া ন্যাচরাল হার্বস 

যোগাযোগ ঃ 
০১৮২৯৩১৮১১৪
 ওয়াতসাফ ইমু।

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

যাবতীয় ‎যৌন সমস্যার ‎সমাধান ‎করতে ‎খাদ্য ‎পথ্য ‎

যাবতীয় যৌন সমস্যা সমাধান করতে কিছু  কার্যকরী খাদ্য পথ্য। 
ধৈর্য্য সহকারে সময় নিয়ে পডতে পারেন। 

যেমন অতিরিক্ত 
স্বপ্ন দোষ / অতিরিক্ত মৈথুনের কারণে সৃষ্ট সমস্যা,  পেশাবের আগে পরে ক্ষয় /  টাইমিং সমস্যা, ২/৩ মিনিটে আউট হয়ে যাওয়া, বা নিস্তেজ হয়ে যাওয়া, সময়মত উত্থান না হওয়া,  উত্থানজনিত সমস্যা,  শুক্র  ও শুক্রানু সমস্যায় ভূগতেছেন  তাদের জন্য  আবস্তা ভেদে বিভিন্ন ইউনানী আয়ুর্বেদীক  হোমিও ও  প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী করা খাদ্য পথ্যের মাধ্যমে  চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকি। 

এখানে যাবতীয়  যৌন সমস্যায় বহুল  ব্যবহারীত কিছু ঔষধ  তথা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী  খাদ্য পথ্যের সংক্ষিপ্ত ধারণা দেয়া হল তবে আবশ্যই চিকিৎসক এর পরামর্শে ব্যবহার করতে হবে।
======
যেমন ------- 
১, মাজুন আরদে খোরমা 

কার্যকরীতাঃ ক্ষয়  রোগ, মেহ, প্রমেহ, শুক্র তারল্য, শুক্র ও শুক্রানু সমস্যা সমাধান, টাইমিং সমস্যার সমাধান, উত্থান জনিত সমস্যার সমাধান,  সর্দি  কাশি, অপুষ্টি তে কার্যকর।  
ইউনানী।। 

২,  কুশতা কলয়ী  

কার্যকরীতাঃ বীর্য  গাঢ, স্বপ্নদোকষ, শুক্র মেহ,শুক্র তারল্য,দ্রুত  বীর্য পাত রোধ, ও সাদা স্রাবে দ্রুত কার্যকর। 
ইউনানি 

৩, লিভার কেয়ার - দীনার সিরাপ 

কার্যকরীতাঃ জন্ডিস, হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ,হাত পা জালাপোডা,যকৃত প্রদাহ ও স্বপ্ন দোষ  প্রতিরোধক।
ইউনানি। 

( ৪,  এ্যালকুলি  (শরবত সানতারা ইউনানি- 
  
কার্যকরীতাঃ পেশাবের জালাপোডা ইনফেকশন এ কার্যকর, অধিক জ্বর,জন্ডিস শরীর পেশাবের জালাপোডা  অধিক পিপাসা দূর করতে কার্যকর।
  
৫, শরবত জিনসিন 

কার্যকরীতাঃ যৌন শক্তি  বর্ধক,সাধারণ  বলকারক,প্রফুল্ল কারক,স্নায়ু ও যৌনশক্তি  বর্ধক,বিশেষ  অঙ্গের অনূভুতিহীনতা দূর করে ও  মানসিক শক্তি  বৃদ্ধি তে কার্যকর। 
ইউনানী।

৬, এনার্জি প্লাস ক্যাপ, 
( হাব্বে আম্বর মোমিয়াবী ) 
কার্যকরীতাঃ 
যৌনশক্তি  বর্ধক,, হারানো যৌনশক্তি  ও উদ্যম ফিরিয়ে আনে,শারীরিক  দুর্বলতা  দূর করে। টাইমিং সমস্যার সমাধান করে। 
(১-২ টি সহবাসের আগে সেব্য) 
ইউনানি।  

৭, মুকাব্বি খাছ ক্যাপ -
( মাল্টিভিটামিন  এটু জেড) 

কার্যকরীতাঃ ২৬ প্রকার ভিটামিনের সমাহার,পুরুষ  ও নারীদের  শক্তিবর্ধক,   ক্ষুধা বর্ধক,বীর্য  স্তবক, হরমোন নিয়ন্ত্রন ও যৌবন শক্তিবৃদ্ধি  কারক।  
ইউনানী। 

৮, শ্রী গোপাল তেল 
কার্যকরীতাঃ 
নারী ও পুরুষের বিশেষ অঙ্গে কার্যকর, লিঙ্গের উত্থান জনিত  সমস্যা  যৌন দূর্বলতা  ও নারীদের স্তনের সৌন্দর্যে বিশেষ  কার্যকর। এটি মালিশের জন্য। 
ইউনানি। 

৯, চ্যবন প্রাশ

কার্যকরীতাঃ সর্দিকাশি জ্বর,ক্ষয় রোগ,মেহ প্রমেহ,শ্বাসকষ্ট, কাশি,অপুষ্টিতে কার্যকর  ও রোগ প্রতি রোধ  ক্ষমতা বৃদ্ধিতে  কার্যকর।  
আয়ুর্বেদীক।  

১০, জিনসেং + ক্যাপ 
কার্যকরীতাঃ 
যৌনশক্তি  বর্ধক, শারীরিক  শক্তি, ও উদ্যম ফিরিয়ে  আনতে, তারুন্যদিপ্ত যৌবন ধরে রাখতে, ও মস্তিষ্কের  কার্যক্ষমতা  বাডাতে,ডায়াবেটিস  ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।  টাইমিং  ও উত্থান জনিত সমস্যা সমাধান করে। 
হারবাল। 

১১, ফাইভ ফস সুপার  ট্যাব 
কার্যকরীতাঃ 
শারীরিক  শক্তি  বৃদ্ধি  করে,শরীরের  টিসু ঘঠন, ও ক্ষয় রোধ, মস্তিষ্ক  ও হাডের পুষ্টি  যোগায়, এবং যৌনশক্তি  বৃদ্ধি  করে । 
হোমিও।
  
১২, এ্যারালিয়া কুইনকিউফোলিয়া  জিংসিং  ইকোনো "  ট্যাব  " 

কার্যকরীতাঃ 
দ্রুত  শারীরিক শক্তি  বৃদ্ধি  করে  মৈথুন  জনিত  সমস্যা সমাধান করে। 
হোমিও।

১৩, সিলেনিয়াম প্লাস ট্যাব 
কার্যকরীতাঃ 
দ্রুত  বীর্যপাত  রোধ, শুক্র তারল্য,আর্সেনিক  বিষ ক্রিয়া,ক্যানসার, এবং দূর্বলতা  প্রতি রোধ  ও জীবনি শক্তি  বৃদ্ধি করে। 
হোমিও 

১৪, কুস্তুরী সুপার  ট্যাব 

কার্যকরীতাঃ 
যৌবন ধরে রাখে,যৌন দূর্বলতা,,কাজ করার অক্ষমতা,স্নায়ুবিক  দূর্বলতা,অবসাদ, ক্লান্তি দূর করে, উত্তেজনা  বৃদ্ধি  করতে  কার্যকর। 
হোমিও।

১৫,  সিলিনিয়াম ক্যাপ 
কার্যকরীতাঃ 
বীর্য  ঘন থেকে ঘন ও গাঢ  করতে, শুক্র তারল্য দ্রুত  বীর্যপাত  রোধ  ও ক্যান্সার  প্রতি রোধ  করে।
হোমিও।  

১৬, জিনসেং 3 x  
কার্যকরীতাঃ 
হারানো যৌনশক্তি  ও উদ্যম ফিরিয়ে  আনতে  উচ্চ  রক্তচাপ  ও ডায়াবেটিস  নিয়ন্ত্রণে  কার্যকর। 
হোমিও 

১৭, এসিড ফস   3 x 
কার্যকরীতাঃ 
স্বপ্ন দোষ  শুক্র ক্ষয় মানসিক দূর্বলতা  পায়োরিয়ায় কার্যকর। 
হোমিও।

১৮, সুপার গোল্ড কস্তুরী ক্যাপ 
কার্যকরীতাঃ 
পুরুষদের  জেনিটো ইউরিনারী  ট্রাস্টে কার্যকরী,বলে লিঙ্গোত্থান ও যৌবনশক্তি বৃদ্ধিতে দ্রুত  কার্যকর,   
ইউনানি। 

১৯, টিটিনিয়াম 
কার্যকরীতা ঃ 
যৌন আকাঙ্খা কম পুরুষ,উত্থান জনিত সমস্যা, মহিলাদের যৌন আকাঙ্খা কমে গেলে,  

২০, পঞ্চ ভূত ১০০% প্রাকৃতিক
কার্যকরীতাঃ  
যে কোন যৌন সমস্যার ,যেমন   টাইমিং উত্তেজনা কম,  দ্রুত পতন রোধক, স্তবক, উত্থান জনিত সমস্যা,  অল্প সময়ে নেতিয়ে পডা, হস্তমৈথুনের কারনে  সৃষ্ট   সমস্যা,  পেশাবের আগে পরে  ক্ষয় সমাধান করতে কার্যকর  ১২ টি প্রাকৃতিক উপাদান এ তৈরী ১০০% ন্যাচরাল।  
ুটি প্রথমিক চিকিৎসা হিসাবে  নিয়মিত  ২ মাস প্রয়োজন ভেদে ১২০-১৮০ দিন সেবন করতে পারলে আশ্চর্য জনক ফলাফল পাওয়া যাবে  ইনশাআল্লাহ। 

২১, দশমূলী  ১০০% প্রাকৃতিক 

কার্যকরীতাঃ-
সাধারনদূর্বলতা,বলকারক,যৌনদূর্বলতা,মানসিক দূর্বলতা,ক্লান্তি,স্নায়ুবিক অবসাদ,স্মৃতি শক্তির দূর্বলতা,শুক্রা'পাদন  বর্ধক, শুক্র স্তবক,শুক্র গাঢ কারক,শুক্রমেহ,মুত্রকুচ্ছতা,পীডন,গ্রন্হিস্ফীতি, অনিদ্রা, কোষকলার ঘাটতি পুরণ ,মহিলাদের শ্বেতপদর,অতিরিক্ত ঋতুস্রাব,জরায়ুর শক্তি বৃদ্ধি, দুগ্ধবৃদ্ধি কারক,ও অতিরিক্ত স্বপ্ন দোষ নিবারক। অজীবন যৌবন ধরে রাখতে নিয়মতি সেবন করতে
সর্কতাঃ উচ্চ রক্তচাপ রুগিদের সেবন নিষেধ। 

এখানে  অনেক  গুলো ঔষধ এর উপকারিতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে  চিকিৎসক  রুগির আবস্হা  ভেদে  নির্নয় করবেন।

%%%%%%%
বিঃদ্রঃ  এখানে  কোন ওয়ান টাইম চিকিৎসার ফর্মুলা দেয়া হয়নি সব গুলোই স্হায়ী চিকিৎসার অন্তর্ভুক্ত  তাছাডা নিজে নিজে বাজার থেকে  কিনে সেবন করবেন সেটা যাতে না হয়, তবে    অভিজ্ঞতা সম্পন্ন  ডাক্তার হাকীম সাহেবানদের পরামর্শে  লাগাতার ৩/৬ মাস সেবন করতে পারলে ইনশাআল্লাহ  স্হায়ী সমাধান পেতে পারবেন ইনশাআল্লাহ। 

========
★★   আনুমানিক কত টাকা খরচ হতে পারে মাসিক  ★★★  
==========
রোগ ও রুগির আবস্হা ভেদে এর ভিন্নতা রয়েছে।

স্বপ্ন দোষ  ও ক্ষয়  সমস্যার সমাধান করতে @@@@  মাসিক প্রায়  ৬ শত থেকে ১ হাজার  টাকা পর্যন্ত হতে পারে ।

যৌন সমস্যা সমাধান করতে মাসিক  প্রায়  #### ১২০০-২৫০০ টাকা পর্যন্ত খরচ  হতে পারে। 
তবে অবস্থা ভেদে আরও বেশী ও লাগতে পারে। তবে সেটা রুগির আবস্থার উপর নির্ভর করবে। 

&&&&&&&&&
বীনা মূল্যে পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন। 

সৌজন্যে 
ভূঁইয়া ন্যাচরাল হার্বস 
০১৮২৯৩১৮১১৪ 
ইমু ওয়াতসাফ এ।