Translate

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

যাদু বান টোনা বা ছেহের এর আলামত

যাদু গ্রস্হ রুগির আলামত 

যাদু, বান টোনা বা ছেহের এটি যেমন মানুষের পক্ষ থেকে করা হয়ে থাকে তেমনি জ্বীনদের পক্ষ থেকেও করা হয়ে থাকে।
লোকটি যাদু গ্রস্হ হলে নিন্ম বর্নিত আলামত গুলো দেখা যেতে পারে। 

★যাকে যাদু করা হয়েছে, সে খানা- পিনা  করার সময় হঠাৎ বুকে হালকা হালকা বেঁধে যাবে।
★পেটে বেশী সমস্যা হয়,খানা পিনা ও ঠিক ভাবে খেতে পারেন না, অনেক সময় ডাক্তারী পরীক্ষায় ও কিছুই ধরা পড়ে না।
★কারো কারো চোখের পাশ দিয়ে কালো হয়ে যায়।
★ধীরে ধীরে শুকিয়ে যায়, শরীর রিষ্ট পুষ্ট থাকেনা।
★হঠাৎ যৌন শিথিলতা দেখা দে।
★কোন কারণ ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দে।
★ স্বামী স্ত্রীর মাঝে একে অপরের উপর সন্দেহ কাজ করে।

★ যার তার সাথে ঝগড়া মারামারি লেগে যাওয়ার উপক্রম হয়।
★মেজাজ খিটখিটে হয়ে যায়।
★কোন সময় রক্ত বমি হয়।
★ব্যবসা বানিজ্য  চাকুরী বা কোন কাজে মন বসেনা।
★সর্বদা দুঃচিন্তা ভাব দেখা দে।
★অস্হিরতা ভাব 
★স্বরনশক্তি লোপ পাওয়া 
★অবিবাহিত মহিলা- পুরুষ হলে বিবাহের প্রতি আগ্রহ কমে যায় বা অনেকের একেবারেই থাকেনা।
★মেয়েরা উপযুক্ত হওয়া সত্বেও ও বর আসেনা বা আসলেও যেমন তেমন ভাবে ফিরে যায়।
★হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এমনকি মৃত্যু মুখে পতিত হওয়ার উপক্রম হওয়া 
এমন অসুস্থ যা ডাক্তারী পরীক্ষায় ও ধরা না পড়া।

এসকল আলামত এর মধ্যে থেকে কারো কারো বেলায় একাধিক আলামত ও দেখা যেতে পারে।  

কেই যাদু বা ছেহের গ্রস্হ হলে 
দেরী না করে সব সময় ঘরে সুরা বাকারার তেলাওয়াত জারী রাখবে।
৪ কুল পাঠ করে সকাল বিকাল শরীরে ফু দিবে। 

তাছাডা আরও অনেক আমল ও তদবির  আছে যে গুলোর মাধ্যমে ছেহের বা যাদু থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। 

কোরআনী তদবীর ও রুহানী আমলিয়াত  
পরামর্শের জন্য 
 ০১৮২৯৩১৮১১৪ 




★★★★

যাদু বান টোনা না ছেহের এর তদবির 
মানুষ  মানুষ কর্তৃক যেমন যাদুতে আক্রান্ত হয় তেমনি  কিছু সময় আছে   জীন কর্তৃক ও যাদুতে আক্রান্ত হয়।

জীন কর্তৃক যাদু : 
 কারো ভাল কিছু দেখার সঙ্গে সঙ্গে  মাশাআল্লাহ  বলতে হয়।
যদি কেউ   মাশাআল্লাহ না বলে থাকেন। তখন 
দিনের মধ্যে এমন কিছু  সময় আছে  যে সময়ের মধ্যে  জ্বীন শয়তান ঐ সুযোগে  ঐ ব্যক্তির উপর  যাদু করে বসে।

ফলে সে যাদু গ্রস্হ হয়ে পড়ে  তখন এ যাদু কাটা ব্যতিরেকে তার আর শান্তি আসেনা।
বিভিন্ন  অশান্তির বীজ বপন করা হয়। 

এ জন্য  সব সময় কারো ভাল কিছু দেখলে শুনলে। আশ্চর্য কিছু দেখলে সঙ্গে সঙ্গে  মাশাআল্লাহ বলা সুন্নাত। 

অনেক লোক আছে মাশাআল্লাহ কি সেটাও জানেনা।
ফলে ঐ ব্যক্তি জ্বীন শয়তান কর্তৃক  যাদুতে আক্রান্ত হয়।

এ জন্য  আমরা জ্বীন বা মানব কর্তৃক এমন যাদুতে আক্রান্ত হলে 
বিভিন্ন তদবির দিয়ে থাকি। 

যেমন 
১, নদী বা চরার পানি বা জোয়ার বাটার পানিতে দম করে তদবির গোসল করার জন্য 
২, সাধারণ পানিতে  দম করে তদবির। গোসল ও সেবন 
৩,৪১ দিন সেবনের জন্য কোরআনী তদবীর
৪, ৭ দিন সেবনের জন্য কোরআনী তদবীর 
৫, জাপরান কালী দ্বারা কোরআনী তদবীর, সেবন ৭ দিন 
৬,গামছা পড়া।
৭, ৭ কুপের পানিতে কোরআনী তদবীর। 
৮, গোলাপ জলে ভিজিয়ে সেবনের তদবীর
৯, চীনা মাটুর প্লেট লিখা কোরআনী তদবীর 

১০, নিজে নিজে আমলের তদবির 
১১, সুরা বাকারার আমল 
 ইত্যাদি। 

রুগির আবস্থা ভেদে তদবীর দেয়া হয়।

কোরআনী তদবীর ও রুহানী আমলিয়াত 
01829318114