শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

,ইমাম আবু হানীফার(রহ) একটি ঘটনা


এম আবদুল্লাহ ভূঁইয়া     প্রতিষ্ঠাতা পরিচালক নূরুলগনী ইসলামী একাডিমী   কাটাছরা  মিরসরাই  চট্টগ্রাম





একজনের মৃত্যু হয়েছে । অনেকেই তার জানাযা পড়তে গেছেন । তখন দুপুর । প্রচন্ড রোদ্দুর । গরমও পড়েছে বেশ । কোথাও ছায়া নেই । সেই যুগের একজন প্রসিদ্ধ ধর্মগুরুও গেছেন জানাযা পড়তে । সকলেই তাঁকে বললেন এই দালানের ছায়ায় দাঁড়ান । এখানে ছায়া আছে । কিন্তু বাড়িটি ছিল অন্য একজনের, যিনি এই ধর্মগুরুর কাছ থেকে কিছু ঋন নিয়ে ছিলেন । সকলের অনুরোধ সত্যেও ঐ ধর্মগুরু সেই বাড়ির দালানের ছায়ায় গেলেন না । বরং রোদেই দাঁড়িয়ে রইলেন । যতক্ষন না জানাযা শেষ হল । সকলে এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, রাসুল(সা) বলেছেন কাউকে কিছু ধার দিয়ে তার কাছে উপকার না নিতে । তাই আমি এই দালানের ছায়ায় দাঁড়ায়নি । কেননা ঐ বাড়ির মালিক আমার কাছে ঋণী । ঐ দালানের ছায়ায় আরাম করলে সুদ খাওয়া হবে’ ।

কত ছোট ছোট ব্যাপারেও তিনি ছিলেন কত সতর্ক । ধর্মনিষ্ট ব্যক্তিটি ছিলেন নোমান ইবনে সাবেত আবু হানীফা (রহ) । আর আমরা সুযোগ পেলেই ঋণগ্রস্তদের আপমান ও হেনস্থা করতে ছাড়িনা । আজকাল তো অনেকে সুদকে হারামই মনে করে না । আল্লাহ আমাদের সুদ থেকে বাঁচার তৌফিক দিন । আমীন !





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন