সোমবার, ১১ জুন, ২০১২

২ নদীর মিশ্রন ছবি ব্লগ আল্লাহর অসীম কুদরতের লীলা-খেলা

১। থমসন আর ফ্রেজার নদীর মিলন, কানাডা



২। রোন আর আরভে নদীর মিলন। জেনেভা, সুইজারল্যান্ড।



৩।ঈলজ- দানিউব আর ঈন নদীর মিলন, পাসাঊ, জার্মানী



৪। দ্রাভা এবং দানিউব নদীর মিলন, ওসিজেক, ক্রোয়েশিয়া



৫। মোজেল এবং রাইন নদীর মিলন, জার্মানী



৬। জিয়ালিং এবং ঈয়াংজী নদীর মিলন, চংকিং, চীন


৭।রিও নিগ্রো এবং রিও সলিমো নদীর মিলন, মানাউস, ব্রাজিল




৮। অলকনন্দা ও ভাগিরথী নদীর মিলন, দেবপ্রয়াগ, ভারত।



৯।ওহিও আর মিসিসিপি নদীর মিলন, ইলিনয়, আমেরিকা



১০। কলোরাডো ও গ্রীন নদীর মিলন। ক্যানিওন ল্যান্ড ন্যাশনাল পার্ক, উটাহ, আমেরিকা



সুত্র এবং আরও বিস্তারিত জানতে:
http://twistedsifter.com/2012/04/confluences-around-the-world/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন