মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

কোন্ সম্পদের যাকাত আদায় করতে হবে এবং এর পরিমাণ কত ?

কোন্ সম্পদের যাকাত আদায় করতে হবে এবং কি পরিমাণ করে আদায় করতে হবে?

প্রশ্ন: কোন্ কোন্ সম্পদের যাকাত আদায় করতে হবে এবং কি পরিমাণ করে আদায় করতে হবে? স্বর্ণ, রৌপ্যসহ অন্যান্য যেসব সম্পদের যাকাত দিতে হবে সেগুলোর ব্যবহার্যটুকুর উপরও কি যাকাত দিতে হবে? যদি না হয়, তাহলে ব্যবহার্য সম্পদের আলাদা আলাদা পরিমাণ সর্বোচ্চ কতটুকু ধরা যাবে। যেমন কেউ অনেক গুলো গয়না অদল-বদল করে পরে, এর পরিমাণ অনেক, তাই এর সীমারেখা জানতে চাই।
উত্তর: যে সমস্ত সম্পদের যাকাত দিতে হবে, তা চার শ্রেণীর। এক. স্বর্ণ বা রৌপ্য। দুই. ফসল ও ফল। তিন. ব্যবসায়ী অর্জন। চার. যমীন থেকে যা বের হয়। যেমন খনি, ইত্যাদি।
তন্মধ্যে স্বর্ণ ও রৌপ্যের যাকাতের পরিমাণ হচ্ছে, যদি কারও কাছে ৫৯৫ গ্রাম রৌপ্য থাকে বা ৮৫ গ্রাম স্বর্ণ থাকে, তবে তাকে তার জন্য যাকাত দিতে হবে। তখন সেটার ২.৫% পারসেন্ট হারে যাকাত দিতে হবে। (অর্থ হোক বা স্বর্ণ বা রৌপ্য)। সাধারণ টাকা-পয়সার হিসেবও স্বর্ণ বা রৌপ্যের দামের উপর হিসেব করে ফকীরদের জন্য যা উপকারী সে হিসেবে দিতে হবে।
ফসল ও ফলের যাকাতের ব্যাপারে সঠিক মত হচ্ছে যে, তা যদি ৬৫৩ কেজি (৩০০ সা’) হয় বা তার বেশী হয়, তবে তাতে যাকাত দিতে হবে। তারপর যদি ফসল বা ফল এমন হয় যে, তাতে নিজস্ব খরচে পানি বা সেচ করতে হয়, তবে উৎপন্ন দ্রব্যের ২০ ভাগের এক ভাগ দিতে হবে। আর যদি নিজস্ব খরচে পানি দিতে না হয়, তবে তাতে ১০ ভাগের ১ ভাগ যাকাত হিসেবে দিতে হবে।
ব্যবহার্য স্বর্ণ বা রৌপ্যের অলংকারের ব্যাপারে সঠিক মত হলো যাকাত দিতে হবে। কারণ, হাদীসে তা-ই স্পষ্ট। সুতরাং কারও ব্যবহার্য স্বর্ণ বা রৌপ্য যদি নেসাব পরিমাণ হয়, তবে তাতে যাকাত দিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন