বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

১২ দলের ৮ দলই হরতালে নেই’ শীর্ষক সংবাদের প্রতিবাদ:

‘১২ দলের ৮ দলই হরতালে নেই’ শীর্ষক সংবাদের প্রতিবাদ: গণতন্ত্র হত্যার কমুনিস্টদের ব্যানারে আ.লীগের ফালতু হরতালের জবাবে জনতার স্বতস্ফূর্ত হরতাল

  


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ১২ দলের ৮ দলই হরতালে নেই শীর্ষক সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামী ও সমমনা ১২ দল। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানায়।


গণতন্ত্র হত্যার কমুনিস্টদের ব্যানারে আ.লীগের ফালতু হরতালের জবাবে জনতার স্বতস্ফূর্ত হরতাল




বিবৃতিতে বলা হয়, ইসলামী ও সমমনা ১২ দলের সুনাম ক্ষুন্ন করার জন্য এবং ঈমান রক্ষার আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতেই গতকাল হঠাৎ করে ফরিদউদ্দীন নামক এক অজ্ঞাত ব্যক্তি ১২ দলের কয়েকটি সংগঠনের নাম দিয়ে একটি মিথ্যা বিবৃতি দিয়েছে।

এতে দাবি করা হয়, ফরিদউদ্দীন নামে ইসলামী ও সমমনা ১২ দলে কোনো নেতা-কর্মী নেই এবং ইসলামী ১২ দলের কোনো নেতার স্বাক্ষর ছাড়াই ওই ফরিদউদ্দীন শান্তিপূর্ণ হরতালকে ক্ষতিগ্রস্ত করতে গণমাধ্যমে একটি বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ফরিদউদ্দীনকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ও ১২ দলের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, হরতালে কেউ নাশকতা বা ভাঙচুর করে তাহলে ওই ফরিদউদ্দীন গং-দের ষড়যন্ত্র বলেই প্রমাণিত হবে। কেউ যাতে ‘বিশ্বজিত নাটক’ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে আহবান জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, মাওলানা মুহিউদ্দীন খানের সভাপতিত্বেই সর্বসম্মতভাবে হরতালের সিদ্ধান্ত গৃহীত হয়। যদি কেউ অস্বীকার করেন তিনি আল্লাহর কাছে ধরা থাকবেন। ইসলামী ও সমমনা ১২ দলসহ মোট ৩৩টি ইসলামী দল হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে। ইসলামী ও সমমনা ১২ দলের মধ্যে কোনো অনৈক্য নেই এবং ইসলামী ১২ দলসহ সব ইসলামী সংগঠন ও আলেম উলামা, পীর মাশায়েখ আজকের শান্তিপূর্ণ হরতালে সক্রিয়ভাবে মাঠে আছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে সরকারের দালাল গোষ্ঠী অথবা কমিউনিস্ট ও বাতিলের সহযোগিদের কথায় কারো বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। Click this link...


গণতন্ত্র হত্যার কমুনিস্টদের ব্যানারে আ.লীগের ফালতু হরতালের জবাবে জনতার স্বতস্ফূর্ত হরতাল


আজ রাস্তায় BRTC কেন ? কেও কি তা জানেন ?


মাদরাসা গুলাকে এ ভাবেই আবরুদ্ধ করে রাখে পুলিশ (২০.১২.১২)











 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন