মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

মিরসরাই পাইলট হাই স্কুল মাঠে ইসলামী মহা সন্মেলন ৬ইমার্চ ২০১৩ ,সফলতা কামনা করছি

আসছে আগামী ৬ইমার্চ ২০১৩ ইং চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাই পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে , মিরসরাই তাফসীর কমিটির উদ্দ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহা সন্মেলনের সফলতা কামনা করছি ৷

জাতির এ মহা ক্লান্তি লগ্নে এরকম মহা সন্মেলন যেন আমাদের দেশ ও জাতির হেদায়েতের উছিলা হয় এটাই আল্লাহর দরবারে কামনা করছি ৷

উল্লেখ্য মিরসরাই পাইলট হাই স্কুল মাঠ সহ মিরসরাইর বারৈয়ার হাই , আবুরহাট , বডতাকিয়া , শান্তিরহাট ,ভরদ্বাজ হাট ,সহ অন্যান্য স্হানে "' মিরসরাই ইসলাম প্রচার সংস্হার ঊদ্দ্যোগে ও আমরা অনেক ইসলামি সন্মেলনের আয়োজন করেছিলাম , এখনও হচ্ছে ৷ এতে সাধারন মানুষের মধ্যে ও একটা ইমানী চেতনা জাগ্রত হয়, যেটা এক জন তাওহিদী জনতার রুহের খোরাক ও বটে ৷

উল্লেখ্য সারা বাংলাদেশে যে পরিমান ইসলমী সন্মেলন সভা সেমিনার হয়ে থাকে সত্যিই এটা প্রশংসার দাবী রাখে ৷ ইসলমী সন্মেলন সভা সেমিনার ও ইসলামী সেম্পুজিয়ামের আয়োজনের দিক থেকে বিশ্বের ২য় স্হানে, ১ম স্হানেই রয়েছে ইন্দোনিশিয়া ৷

১২১ জন ব্লগারদের লেখা '' স্বপ্ন দিয়ে বোনা '' বইটি পাওয়া যাবে


১২১ জন ব্লগারদের লেখা নিয়ে
''স্বপ্ন দিয়ে বোনা ''
বইটি মিরসরাই, ফেনী ,সিতাকুন্ড, ছাগলনাইয়া ও নোয়া খালী, সোনাগাজীর ব্লগার গন , বা সাধারন পাঠকরা উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন , আপনার পছন্দের কপিটি এখনই সংগ্রহ করুন

মাওঃ মাহমুদুর রহমান

সিনিয়র শিক্ষক আবুর হাট মনিরুল ইসলাম মাদ্রাসা

পোঃ আবুর হাট , থানা মিরসরাই , চট্টগ্রাম

mob ; 01818209544

email:- mahmudbinnur64@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন