মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

আবুর হাট মুনিরুল ইসলাম মাদ্রাসা







মিরসরাই উপজেলার অসংখ পীর আওলিয়ার পদাচরণে ধন্য বাবুল ইসলাম নামে মিরসরাই থানার অন্তর্গত "আবুর হাটমুনিরুল ইসলাম মাদ্রাসা" চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি শিক্ষার প্রান কেন্দ্র ।



শতবর্ষী আবুর হাট মুনিরুল ইসলাম মাদ্রাসার নবনির্মিত জামে মসজিদ 





মাদ্রাসা মাঠে একটি আম গাছ , মাশাআল্লাহ কি মনোরম , আল্লাহর নেয়ামত

এক নজরে আবুর হাট মুনিরুল ইসলাম মাদ্রাসা মীরসরাই চট্টগ্রাম.
প্রতিষ্ঠাতা :- মাও: গাজী এলাহী বখ্শ ( র: )
প্রতিষ্ঠাকাল:- ১৯০৯ ইং ১৩৩০ হি: ১৩১২ বাংলা.
1 কিতাব বিভাগ-
জামায়াতে উলা(ফাজিল সমমান
ডিগ্রী)
2 সর্টকোর্স বিভাগ,
3 নূরানী বিভাগ
4 ও হেফজ খানা বিভাগ।
মতাাদর্শঃ
আহলে সুন্নত ওয়াল
জামায়াত।
সিলেবাসঃ
দারুল উলুম দেওবন্দ।
তত্ত্বাবধানেঃ আঞ্জুমানে ইত্তেহাদুল
মাদারিস বাংলাদেশ।
লক্ষ ও উদ্দেশ্যঃ তাওহীদ ও
সুন্নাতে রাসূলের প্রচার প্রসার বিশুদ্ব
আকীদা ও বিশ্বাস
এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষন।
অত্র প্রতিষ্ঠান মিরসরাই থানার বহু পরিচিত , ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ।
প্রতিষ্ঠাতাপরিচালক:- মাও: গাজী এলাহী বখ্শ ( র: ).
২য় পরিচালক :- আল্লামা গোলামুর রহমান (রহ).
বর্তমান মুহতামিম/পরিচালক :- আমার প্রান প্রিয় ওস্তাদ আল্লামা নুরুর হুদা সাঃ দাঃ বাঃ

ও সহকারী পরিচালক আমার প্রিয় বন্ধু , মাওঃ শহিদুল্লাহ ছাঃ
অত্র প্রতিষ্ঠান ১৯০৯ সালে প্রতিষ্ঠা লাভ করে অদ্যাবধী দীর্ঘ ১০৬ বছর পর্যন্ত অসংখ্য আলেম ওলামা উপহার দিয়েছেন এ জাতিকে ।
অত্র প্রতিষ্ঠান এলাকার শিক্ষার্থী ছাডাও দেশের প্রত্যন্ত অঞ্চলের বহু শিক্ষার্থীও রয়েছেন ।
আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরত্তর কামিয়াবী ও সফলতা কামনা করছি ।
শুভ কামনায়
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
কাটাছরা , মিরসরাই , চট্টগ্রাম
সৌদি প্রবাসী , মক্কা শরীফ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন