বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

টুডে ব্লগঃ আল্লাহর ফোন নাম্বার ২- ৪ -৪- ৩- ৪ (টু- ফোর- ফোর- থ্রি -ফোর ) জেনে নিন

টুডে ব্লগঃ আল্লাহর ফোন নাম্বার ২- ৪ -৪- ৩- ৪ (টু- ফোর- ফোর- থ্রি -ফোর ) জেনে নিন: আমরা বর্তমানে বন্ধু বান্ধব সহ কত কিছুর ফোন নাম্বার সংগ্রেহৈ রাখি বর্তমান যুগে কিন্তু তাছাডা দুনিয়ার কাজকর্মই যেন অচল ।
আল্লাহর ফোন নাম্বার আমাদের সংগ�

আমরা বর্তমানে বন্ধু বান্ধব সহ কত কিছুর ফোন নাম্বার সংগ্রেহৈ রাখি বর্তমান যুগে কিন্তু তাছাডা দুনিয়ার কাজকর্মই যেন অচল ।

আল্লাহর ফোন নাম্বার আমাদের সংগ্রহে আছে কি? কি আশ্চর্য হচ্ছেন হ্যাঁ সত্যিই বলছি আল্লাহর ফোন নাম্বার !

তাহলে আসুন জেনে নেয়া যাক ।

মরহুম মাওলানা জামাল উদ্দীন সাহেব রহঃ যিনি চট্টগ্রাম নাজির হাট মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদিস ছিলেন(একবার এক মাহফিল থেকে রাতে ফেরার সময় মাজার পুজারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করেছিল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে গাজী মাওঃ জামালউদ্দিন নামেও পরিচিত ছিলেন।)

অনেকে তাঁকে বর্তমান যুগের হাফেজে হাদিস হিসাবে আখ্যায়িত করেছিলেন কারন তিনি ওয়াজের মাহফিলে এমন কোন কথা বলতেন না যেখানে সাথে সাথে একটি হাদিস উপস্হাপন করতেননা । এ জন্য উনার মাহফিলে সাধারন থেকে আলেম ওলামা শিক্ষিত অশিক্ষিত সকলেই আসতেন সহজ ভাষায় কথা গুলো গুচিয়ে বলার কারনে। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্ছ মোক্বাম দান করুন আমিন।

তিনি প্রায় সময় ওয়াজ মাহফিলে বলতেন ওই মিয়া- তোমার সমস্যা, তোমার অভিযোগ, তোমার মামলা-মোকাদ্দমা, তোমার অভাব সহ যে কোন রকম পেরেশানীর জন্য কোন মানুষের কাছে সাহায্যতো চাইবাই না, এমনকি কোন মানুষের কাছে প্রকাশ ও করবানা।

তো কি করবা ?

তুমি সরাসরি মহান আল্লাহর কাছে ফোন করে জানিয়ে দিবা।

> কিভাবে ?

> ফোন করে ।

> কয় কি মাওলানা ! আল্লাহর কাছে ফোন ?

> কি হইল মিয়ারা, আশ্চর্য হইছোনি । আল্লাহর ফোন নাম্ভার জাননা ? তাহলে শোন-

আল্লাহর ফোন নাম্ভার হইল গিয়া- ২-৪-৪-৩-৪ (টু-ফোর-ফোর-থ্রি-ফোর ) । আমি শুনে তো অবাক- আল্লাহর কাছে ফোন করা যায় ?

আল্লাহর ফোন নাম্ভারও আছে ?

আল্লাহর ফোন নাম্ভার ২ ৪ ৪ ৩ ৪ । এটা কিভাবে সম্ভব ?

মাওলানা বলছেন - অবাক হইছো ?

শোন মিয়ারা, অবাক হউনের কিছু নেই । আমি সত্য কথাই বলছি ।

তাইতো ! উনি এতবড় আলেম হাজার হাজার মানুষের সামনে মিথ্যা কথাতো বলতেই পারেন না।

মাওলানা বলছেন-‘তোমরা হয়তো চিন্তা করছো এটা কিভাবে সম্ভব, তাই না ?

তাহলে শোন- দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বেলায়-

> ফজরের ২ রাকাত ফরজ হচ্ছে- ২- টু

> জোহরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪-ফোর

> আসরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪- ফোর

> মাগরিবের ৩ রাকাত ফরজ হচ্ছে- ৩- থ্রি

> এশার ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪- ফোর

তাহলে কি দাড়াল- (২ -৪- ৪- ৩ -৪), এই হচ্ছে আল্লাহর ফোন নাম্ভার । তারতীব মত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দার সাথে আল্লাহর সরাসরি কানেকশান হয়ে যায় ।

> নামাজ মুমিনের মে’রাজ

> নামাজ বেহেস্তের চাবি

> নামাজ মুসলমানের পরিচয়

> নামাজ মুসলমান ও কাফেরের পার্থক্য

আল্লাহ বলেন- তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও।

তাইতো ! আমরা যদি দৈনিক নিয়মিত আওয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমাদের পেরেশানী সমূহ মহান আল্লাহর দরবারে পেশ করি তাহলে অবশ্য অবশ্য মেহেরবান আল্লাহ আমাদের সমস্যা সমূহ সমাধান করে দিবেন, এতে কোনই সন্ধেহ নেই।

যারা গুপ্ত ধন সংগ্রহে বের হন তাদের সাথে একটি স্কেচ বা ম্যাপ থাকে যেটার সাহায্যে ওরা গুপ্ত ধন খুঁজতে বের হয় ।

আবার অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্রের সাথে এর ব্যবহার বিধির বর্ননা দিয়ে গাইড লাইন বা ক্যাটালগ থাকে ।

মহান আল্লাহ আমাদের বেহেস্ত থেকে বের করে দিয়ে একটি স্কেচ সহকারে চিঠি পাঠিয়ে দিয়েছেন যাতে আমাদের মূল ঠিকানা বেহেস্তে পৌছার সঠিক পথ নির্দেশনা রয়েছে।

এটা তাদেরই জন্য যারা সেখানে অর্থাৎ বেহেস্তে যেতে চাই ।

আল্লাহপাক আমাদের সকলকে নেক হেদায়াত দান করুন । আমীন ॥

বিষয়: বিবিধ

http://www.bdnatun.net/blog/blogdetail/detail/2300/salamat/80789#.WHZVYdIrJ0w

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন