মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

মধুর শরবত কেন পান করবেন?

#মধুর_শরবত
কেন পান করবেন??
১.অধিক গরমের সময় শরীর ঠান্ডা রাখতে,
২.উচ্চ রক্তচাপ ও কোলেষ্ট্রল নির্মুল করতে,
৩.হার্টএট্যাক ও ব্রেন ষ্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পেতে,
৪.লিভার ও কিডনীর কার্যক্ষমতা অটুট রাখতে,
৫.কোষ্টকাঠিন্য ও গ্যাষ্ট্রিক-আলসার দূর করতে,
৬.বি-ভাইরাস জন্ডিস থেকে রক্ষা ও মুক্তি পেতে,
৭.ছেলে-মেয়েদের মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে,
৮.শ্বাস বা হাপানী রোগ সারাতে,
৯।গর্ভবতী মহিলাদের অপুষ্টি দূর করতে,
১০.শারীরিক দূর্বলতা ও রক্তশূন্যতা দূর করতে,
১১.যৌবন শক্তি অটুট রাখতে।
১২. মেদ ভুডি কমাতে
অবশ্যই নিয়মিত পান করুন।
খাঁটি মধু পেতে ফোন করে অর্ডার করুন-

আপনাদের # মধু ১০০% খাটি হবে তো??
এটা এমন ধরনের প্রশ্ন যার উত্তর সব সময় হ্যা
বোধক হয়। তাই শুধু হ্যা বলে আপনাকে সন্তুষ্ট
করতে চাই না,,
১০০% আস্থা ও বিশ্বাস রেখে পন্য কিনতে
পারেন,, ইন শা আল্লাহ।
আর আমরা আমাদের পণ্যের আগে খাঁটি
কথাটা লাগাতেও চাইনা।
কারণ মৌমাছিরা যে মধু সংগ্রহ করে সেই
মধুটাই আমরা আপনাদের কাছে পৌছে
দিচ্ছি। এর মধ্যেই কোন ধরনের কাটচুপি করা হয় না এজন্য আমরা খাঁটি শব্দটা ব্যবহার
করতে চাইনা।

সরাসরি স্পট থেকে সংগ্রহকৃত
১০০% খাঁটি
সরিষা ফুলের মধু
কালোজিরা ফুলের মধু
লিচু ফুলের মধুর জন্য।

যোগাযোগ করুন
এম এম আবদুল্লাহ ভুঁইয়া
০১৮২৯৩১৮১১৪
শহিদুল ইসলাম
০১৮৭৪৩৮৯২৫৮

1 টি মন্তব্য: