বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

একনজরে নূরুলগনি ইসলামি একাডেমী, কাটাছরা,জোরারগঞ্জ, মিরসরাই চট্টগ্রাম (আপডেট চলমান)


            

            বিছ্মিহী তা'আলা
         ****************** 
               
 একনজরে একাডেমির কার্যক্রম  
++++++++++++++++++++++ 
             (১) 
 প্রতিষ্ঠাকাল / প্রতিষ্ঠাতা/ পৃষ্ঠপোষক  
========================= 
নুরুলগনি ইসলামি একাডেমীকাটাছরা,
ভরদ্বাজহাট, জোরারগন্জ,মিরসরাই 
            চট্টগ্রাম 
                    -------------------- 
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ 
বেরাদরানে ইসলাম,
মহাপরকমশালী আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী আর কৃপায়,দীর্ঘ প্রতিক্ষার পর এলাকাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন সদ্য প্রতিষ্ঠিত অত্র একাডেমী,আলহামদুলিল্লাহ ১/১/২০১৮ ইং সনে (মিরসরাইর শতবর্ষি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা মনিরুল ইসলাম আবুরহাট এর স্বনামধন্য মোহতামিম ওস্তাদুল আসাতেজাহ আল্লামা নুরুলহুদা সাহেবের (দাঃ বাঃ)  স্বহস্তে ভিত্তি স্হাপনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভে ধন্য হয়)। 
এবং ফক্বিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান রঃ এর সূযোগ্যা খলিফা জামেয়াতুল আবরার কেরানী গন্জের শায়খুল হাদিস আল্লামা নুরুলহুদা জামালপুরী সাহেবের তত্বাবধান/ পৃষ্ঠপোষকতা  ও পরামর্শে তার উপস্হিতে ২৩ জানুয়ারী ০১৮ ছবকদানের মধ্যদিয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক  কার্যক্রম শুরু হয়।
এলাকার কৌমলমতি শিশুদের ক্বোরআন- হাদিসের  মৌলিক শিক্ষার পাশাপাশি   যুগোপযোগী শিক্ষা তথা বাংলা অংক ইংরেজি  ইতিহাস ভুগোল ও জরুরীয়াতে দ্বীন তথা মাছয়ালা- মাছায়েল সহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক আক্বিদাহ বিশ্বাস তাহজিব তামাদ্দুন ইত্যাদি  শিক্ষার মাধ্যমে একজন আল্লাহভীরু, পরহেজগার, ন্যায়পরায়ণ সূনাগরীক উপহার দেয়াই আমাদের উদ্দেশ্য।

সদ্য প্রতিষ্ঠিত অত্র একাডেমীর নিজস্ব কোন তহবিল না থাকার কারণে আল্লাহর রহমত ও তার গায়েবী খাজানার উপরই একমাত্র নির্ভরশীল।
অত এব,
উক্ত প্রতিষ্ঠান সুষ্ঠসুন্দরভাবে পরিচালনা ও ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরীক দোআ পরামর্শ ও হালাল উপার্জন হ'তে নিঃস্বার্থ দান- অনুদান, চাদা- ছদকা - জাকাত ফিতরা শিক্ষা সরান্জাম ও নির্মাণ সামগ্রী ইত্যাদি অত্র একাডেমীর অগ্রযাত্রাকে বেগবান্ করতে সহায়ক হবে ইনশাআল্লাহ।

                      আরজ গুজার
               মাওঃ আবদুল্লাহ ভুঁইয়া 
               প্রতিষ্ঠাতা/ পরিচালক।
00966504967863/01829318114 /bkas


(২)
 



(৩)

 
(৪)


একনজরে একাডেমীর কার্য্যক্রম ও ভবিষ্যৎ    পরিকল্পনা যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ্‌। 

১ :-  আধুনিক নুরানী তালিমুল ক্বুরঅআন শিক্ষা বিভাগ  নার্শারী ১ ম, ২য়  ৩য় ৪ র্থ ও ৫ ম বর্ষ পর্যায়ক্রমে। 
      
২:- শট্ কোর্স বিভাগ -: 
 স্কুলের ৮ ম বা ততোধিক, ক্বওমী পাঞ্জম বা ততোধিক, সরকারী দাখেল বা ততোধিক ক্লাসের অমনোযোগী ঝরে পডা ছাত্রদের জন্য ৩/৫বছর মেয়াদী বিশেষ  কোর্স। 

৩ : বয়স্ক শিক্ষা বিভাগ-: 
 নিরক্ষর দূরী করনে বয়স্কদের দ্বীনি বিষয়ক বিশেষ  তালীমী কোর্স চালু করণ।

৪:- কারীগরি শিক্ষা বিভাগ-:  তথা মোবাইল, কম্পিউটার, সেলাই ও ভেষজ চিকিৎসা সহ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের অাওতাধীন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা দূরিকরণে কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করণ।

৫:- ত্রান সহায়তা বিভাগ  -: 
 দেশের যে কোন দুর্যোগ মুহুর্তে অসহায়দের মাঝে প্রয়োজনীয় ত্রান সহায়তা প্রদানে  প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা।

৬:-মসজিদ / ক্লাসরুম/ আবাসিক ভবন, ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ।
 
৭:- গভীর নলকূপ ও হেভী মোটর স্হাপন সহ ওজু খানা নির্মাণ।

৮:- গরীব -লাওয়ারীশ ও সকল স্তরের মৃতদের  বিনামূল্যে দাপন- কাপন সম্পন্ন করণ সহ যাবতীয় সহায়তা দান করণ। 

৯:-সর্ব সাধারণের জন্য  উন্মুক্ত কবরস্হান স্হাপনে জমি ক্রয় সহ যাবতীয় ব্যবস্হা গ্রহন। 

১০:- রমজানে ইফতারী সামগ্রী বিতরণ কার্যক্রম সহ গরীবদের মাঝে ঈদের জামা কাপড় বিতরণ ।
১১:- কপালাতে আইতাম, ও কপালাতে তালেবুল ইলম্ প্রকল্প চালু করণ।
১২:- বিনা মূল্যে কোরআন শরীফ ও ইসলামী বই পুস্তক বিতরণ।
১৩:- স্বনির্ভর প্রতিষ্ঠান গডার লক্ষে বাস্তব সন্মত পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করণ।  


    (৫) 

বর্তমান  ২০২০ ইং নুরুলগনি ইসলামি একাডেমীর বাজেট 
=============== 
২০২০ সনের বাজেট 
================= 

শিক্ষক বেতন/ভাতা = ২,১৫,০০০
ফ্লোর পাকা করণ=৭০,০০০
দমদমা স্হাপন = ২৫০০০
অফিস কক্ষ তৈরী =২৫০০০
একটি ক্লাস রুম তৈরী= ২৫০০০ 
একটি ক্যান্টিন তৈরী = ১০,০০০
অফিসিয়াল আসবাব = ৪০,০০০
কুতুবখানার  কিতাব খরিদ ২০,০০০ 
বিদ্যুত অন্যান্য ১৫০০০
============================= 
সর্বমোট ===== ৪,৩০,০০০ টাকা 


সার্বিক যোগাযোগ
০১৮২৯৩১৮১১৪ বিকাশ 
মাও আবদুল্লাহ ভূঁইয়া
প্রতিষ্ঠাতা ও  পরিচালক

(৬)

আরবী দরখাস্ত  
 

(৭)



ভবিষ্যত পরিকল্পনা আরবী  

 




(৮)
২০১৮সনের নার্সারী থেকে১ ম শ্রেনীতে  উর্ত্তীন্ন ছাত্র- ছাত্রীদের একাংশ    । 
সকলের কাছে দোয়া কামনা করছি।
  
 

(৯)
২০১৯ সনের ভর্তি  
    
 
(১০)  
আকুল আবেদন 
১৯/৫/২০২০ 
আচ্ছালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
জনাব/মুহতারম/
অত্র প্রতিষ্ঠান  প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধী আল্লাহর মেহেরবানীতে এলাকার কোমলমতি শিশুদের যুগপোযোগী শিক্ষার পাশাপাশি  আধুনিক  নূরানী পদ্ধতিতে  কোরআনি  শিক্ষাদানে প্রসংশনীয় অগ্রণী ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে। বর্তমানে ৩ জন শিক্ষকের তত্বাবধানে পরিচালিত হলেও আগামীতে আরও শিক্ষক নিয়োগ সহ প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করছি।
বর্তমান করোনার পরিস্থিতি ও তৎপরবর্তি সকল আর্থিক সমস্যাসহ বর্তমান ৪,৩০,০০০ হাজার টাকার বাজেট ঘাটতি যেন আল্লাহ তায়ালা সুচারুভাবে কাটিয়ে উঠার সক্ষমতা দান করেন, এবং এর ধারাবাহিকতা রক্ষায় আপনাদের সকলের আন্তরীক দোয়া পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।বর্তমান পরিস্থিতিতে সকল বেসরকারী ক্বওমী সিলসিলার প্রতিষ্ঠান সমূহ আর্থিক সংকটের মুখে পডেছে তাই এ সমস্যা থেকে এ প্রতিষ্ঠানও দূরে নয় তাই আপনার সহযোগিতার হাত বাডিয়ে দিয়ে দ্বীনের ঝান্ডা উঁচু রাখতে এগিয়ে আসার আহবান করছি।

ধন্যবাদন্তে 
এম এম আবদুল্লাহ ভূঁইয়া 
প্রতিষ্ঠাতা পরিচালক 
যোগাযোগ 
০১৮২৯৩১৮১১৪ বিকাশ 
ওয়াতসাফ /ইমু।   

(১১) 
নূরুলগনি ইসলামি একাডেমি কাটাছরা মিরসরাই চট্টগ্রাম এর যাতায়াত 
লোকেশন বা  ঠিকানাঃ-
++++++++++++++++++
যারা একাডেমির লোকেশান জানতে চেয়েছেন তাদের জন্য 
১/ ঢাকা-চট্রগ্রাম টাং রোড, ঠাকুরদিঘী বাস স্টান্ড হয়ে পশ্চিম দিকে দুর্গাপুর বাজার হয়ে উত্তর পশ্চিমে কালুর দোকান হয়ে অল্প উত্তরে নূরুলগনি ইসলামি একাডেমি কাটাছরা মিরসরাই চট্টগ্রাম এর অবস্থান। 

২/  মাদবার হাট হয়ে ঝুলনপোল সেখান থেকে চত্তর ভূঁইয়ার হাট সেখান থেকে উত্তর পূর্ব দিকে কাটাছরা আমাদের এ একাডেমী  
বা দূর্গাপুর বাজার থেকে উত্তর  পশ্চিম দিকে কালুর দোকান হয়ে উত্তরে। 

৩/ আবুর হাট বাজার হয়ে পূর্ব দিকে তেতৈয়া জমাদার গ্রাম হয়ে দক্ষিন দিকে কোয়াটার মাইল তাহের সওদাগরের দোকান হয়ে অল্প দক্ষিনে " নূরুলগনি ইসলামি একাডেমি কাটাছরা মিরসরাই চট্টগ্রাম এর অবস্থান। 
যোগাযোগ ঃ 
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
০১৮২৯৩১৮১১৪
০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩
 01874389258 
 
 (১২) 
* আপনার সন্তানকে কেন নূরানী  মাদ্রাসায় পড়াবেন?

> নূরানী হল  বর্তমান সময়ের একটি মানসম্মত মাদ্রাসা বা  শিক্ষা প্রতিষ্ঠানের নাম,
> নূরানী মাদ্রাসাগুলোতে ছোট্ট
সোনামণিদেরকে খুবই যত্ন সহকারে
> ০৪ টি কালিমা অর্থসহ
> অযু,গোসল,তায়াম্মুম,
রোজা,হজ্ব,যাকাত ও নামায সহ
দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়
মাসায়ীল শিক্ষা দেয়া হয় 
> অর্থসহ ৬৫ টি হাদীস শরীফ
> দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ৬০ টি মাসনূন দোয়া
> নামাজের দোয়া সমূহ
> যানাযার নামাজের দোয়া সমূহ
> জুমুয়ার খুৎবা
> আল্লাহ তায়ালার ৯৯ টি নাম
> নামাজ পড়া এবং
পড়ানো,জানাযার নামাজ
পড়ানো,জুমুয়ার নামাজ পড়ানো
> কুরআন শরীফ সহীহ-শুদ্ধভাবে
তিলাওয়াত করার জন্য মাখরাজ ও
তাজবীদ।
> ১ম শ্রেণিতে সূরা ফাতিহা এবং সূরা ফীল
থেকে সূরা নাস পর্যন্ত (মোট ১১ টি
সূরা লিখা সহ মুখস্থ )।
> ২য় শ্রেণিতে সূরা ইয়াছিন,সূরা ওয়াকিয়া,সূরা
মুলক ( লিখা সহ মুখস্থ )।
> ৩য় শ্রেণিতে পূর্ণ কুরআন শরীফ সহীহ-শুদ্ধভাবে
তিলাওয়াত।
> প্লে থেকে ৩য় শ্রেণি পর্যন্ত সব
শ্রেণিতে আরবীর পাশাপাশি
সমান গুরুত্ব দিয়ে বাংলা,ইংরেজি ও গণিত
>২য় ও ৩য় শ্রেণিতে পরিবেশ
পরিচিতি এবং সমাজ-বিজ্ঞান
পড়ানো হয়।
* এবং (আরবী, বাংলা ও ইংরেজি)
আকর্ষণীয় হাতের লিখা শিক্ষা
দেওয়া হয়।
সুতরাং আদর্শ জাতী গঠনের লক্ষে
চতুর্মুখী শিক্ষা অর্জনের সুবিধার্থে
আপনার সন্তানকে নূরানীতে
পড়ান। 

যোগাযোগ 
এম এম আবদুল্লাহ ভূঁইয়া  
০১৮২৯৩১৮১১৪ 

          (১৩) 
এমদাদিয়া তথা উন্নয়ন কমিটি গঠনঃ 

বিগত ১০/১/২০২০ তারিখে একাডেমী মিলনায়তনে এলাকার সর্বসাধারণের সন্মতিতে এলাকার সন্মানীত শিক্ষাবিধ ও শিক্ষানূরাগীর সম্নয়ে ১৩ জন বিশিষ্ট এমদাদিয়া তথা উন্নয়ন কমিটি গঠন করা হয়। 

সন্মানিত সদস্য বৃন্দ

সভাপতিঃজনাব, আলহাজ্ব মাষ্টার রফিকুজ্জমান বিকম, বিএড সাহেব।
 সিনিয়র সহ-সভাপতিঃজনাব,মোঃশাহ আলম হকসাব।

সহ সভাপতিঃ জনাব,এস.এম.সালাউদ্দিন। 

সাধারণ সম্পাদকঃ এম.এম.আব্দুল্লাহ ভূঁইয়া। 

যুগ্ম সম্পাদকঃ(১)-মোঃআবুল কালাম আজাদ।

যুগ্ম সম্পাদক (২)মোঃশাখাওয়াত হোসেন চৌধুরী আরমান।  

কোষাধ্যক্ষঃজনাব,মোঃঈসমাইল হোসেন।

সম্মানিত সদস্যঃ
১।জনাব,মোঃনুরুল আলম(সাংবাদিক)
২।মোসলেহ উদ্দিন মান্নান
৩।মোঃনুরুল কবির(দুলাল)
৪।পারভেজ চৌধুরী
৫।মোঃআতিকুল ইসলাম রাহাত
৬।হাফেজ মোঃবেলাল হোসেন।  

আলহামদুলিল্লাহ  আল্লাহর মেহেরবানীতে ১৩ জন বিশিষ্ট উন্নয়ন কমিটির নাম ঘোষণা করতে পেরে শাহেনশাহে রাজাধিরাজ এর দরবারে শোকর গুজার হচ্ছি। ৩ বছরের জন্য। আল্লাহ তায়ালা কমিটির সকল সদস্যদের কে লিল্লাহিয়্যাতের সাথে একাডেমীর উন্নয়নে মনোনিবেশ করার তাওফিক দান করুন আমিন।
ধনবাদন্তে 
পরিচালনা কমিটির পক্ষে।
এম এম আবদুল্লাহ ভূঁইয়া 
পরিচালক  একাডেমি। 


(১৪)

বার্ষিক প্রতিবেদন ২০২০ই
  একাডেমী। 

জমা ঃঃ ------ 

ভর্তি ফিস =৬৩৯০
ছাত্র ছাত্রীদের থেকে প্রাপ্য বেতন=৩৫৭৬০
এককালীন চাঁদা/উন্নয়ন=৮১৯৪৯
সভা সেমীনার= ৬৬৩১৫
মাদরাসা বাডির আয়=১০০০
=== 
জাকাত =২৬৭০০ 
ফিতরা=১২০০
======================
সর্বমোট =২,১৯,৮৫৪ টাকা


খরচ ঃঃ--- 

শিক্ষক বেতন=১,৩৪,৭২৪ 
নির্মাণ উন্নয়ন=৪২০
অফিসিয়াল =৮১৬০
সভাসেমিনার=৫২,৯৪৫
মেহমানী/গোরাবা সহায়তা
            ( চাঁদা ফান্ড)=৪২০
গোরাবা সহায়তা (জাকাত ফান্ড) ৯৬০ 
=========================== 
সর্বমোট =====২,০৮,১৭৫ টাকা  

সর্বমোট জমা = ২,১৯,৮৫৪ টাকা 
সর্বমোট খরচ =২,০৮,১৭৫ টাকা 
======================= 
চলতি সনে বর্তমান জমা =  ১১,৬৭৯ টাকা  

উল্লেখ্য ২০১৮ সনের কর্জ = ১,১৭,৩৩৩ টাকা। 


২০২০ সনের বাজেট 
================= 

শিক্ষক বেতন/ভাতা = ২,১৫,০০০
ফ্লোর পাকা করণ=৭০,০০০
দমদমা= ২৫০০০
অফিস কক্ষ তৈরী =২৫০০০
একটি ক্লাস রুম তৈরী= ২৫০০০ 
একটি ক্যান্টিন তৈরী = ১০,০০০
অফিসিয়াল আসবাব পত্র/ আলমারী  তৈরী ৪০,০০০
কুতুবখানার জন্য কিতাব খরিদ ২০,০০০ 
বিদ্যুত অন্যান্য ১৫০০০
============================= 
সর্বমোট ===== ৪,৩০,০০০ টাকা 

নিবেদক
 এম এমআবদুল্লাহভূঁইয়া   
প্রতিষ্ঠাতা পরিচালক 
নূরুলগনি ইসলামি একাডেমী   কাটাছরা জোরারগঞ্জ মিরসরাইচট্টগ্রা।          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন