রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

চুনের অভাক করা কিছু গুনাগুন

চুনের অভাক করা কিছু গুন

চুনের উপকারিতা যা হয়তো অনেকের ই অজানা 
চুন উচ্চতা বাড়াতে প্রচুর সাহায্য করে ।যেসব বাচ্চাদের উচ্চতা বাড়ছে না ,বা বুদ্ধি সঠিক ভাবে বাড়ে নি তাদের জন্য চুন মহা ওষুধ ।রোজ  একটা গমের দানার সমান চুন এক কাপ দই ,বা ডাল বা শুধু জলে গুলে খেলে দারুন উপকার হয় মন্দ বুদ্ধি সম্পন্ন শিশুদের জন্য চুন অমৃত ।২-৩ বছর লাগাতার উপরের নিয়ম অনুযায়ী চুন খাওয়ালে বুদ্ধির অনেক বৃদ্ধি হয় ।

মহিলাদের জন্য চুনের উপকার  
বা
যে সব মহিলাদের মাসিক ধর্মের সমস্যা হয় ।সময়ের আগে বা পরে হয় ।যন্ত্রনা হয় বা রক্তের পরিমান প্রচুর হয় ।তাদের জন্য চুন হলো রামবান ।গমের দানার সমান চুন ডাল ,দই বা জলে গুলে খেলে কোনো ওষুধের দরকার হয় না ।রোগ ও ঠিক হয়ে যায় ।

যে কোনো ব্যাথার জন্য চুন  

হাড়ে ক্র্যাক হয়ে গেলে তাকে জোড়ার সবথেকে বেশী শক্তি চুনের মধ্যেই আছে ।হাঁটুতে ব্যাথা ,কোমরে ব্যাথা ,পিঠে ব্যাথা ও হাড ক্ষয় সহ যে কোনো ক্ষেত্রে ব্যাথা  নিবারণ কারী ওষুধ হলো চুন ।   তবে ১ ফোটা চুনের পানি ১ কাপ গরম পানিতে মিশিয়ে সেবন করতে হবে।

দাঁতের উপকারি চুন 
যে সব শিশুরা খুব বেশি চকলেট খায় তাদের দাঁতে পোকা ও লেগে যায় ।নিয়মিত চুন খাওয়ালে  বাচ্চাদের দাঁতে পোকা লাগে না ।যাদের ঠান্ডা বা গরম পানীয় খেলে দাঁত শিরশির করে তারা চুন খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় ।দাঁত কমজোর থাকলে  দাঁত নড়লে চুন খেতে হয় ।দাঁতের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।

টিউমার-
যে কোন টিউমারের জন্য ১ ফোটা চুন পানি বা ১ চাউল সমান চুন ১ কাপ পানিতে মিশিয়ে সেবন, রাতে, ভরা পেটে।নিয়মিত।

গবাদি পশুর দুগ্ধ বৃদ্ধিতে চুন 

গরু বা মোষ কে প্রতিদিন চুন  খাওয়াতে হয় ।একটা গমের দানার সমান ৩-৪ টা টুকরো 
বড়াবড় চুন প্রতিদিন খাবার জলে মিশিয়ে খেতে দিলে গবাদি পশুর দুধ প্রচুর বেড়ে যায় ।যদি গবাদি পশু গর্ভ ধারণ না করতে পারে বা গর্ভ পাত হয় তাতেও চুন সাহায্য় করে ।কারণ চুন বন্ধাত্ব প্রতিরোধে সাহায্য করে ।

মহিলাদের গর্ভপাত নিবারণে চুন 

মহিলাদের সব report ঠিক থাকলেও অনেক সময় তারা মা হতে পারেন না ,বা বার বার গর্ভ পাত হয়ে যায় ।এই সব মায়েদের নিয়মিত চুন খাওয়া দরকার একটা গমের সমান ।গর্ববতী মায়েদের এক কাপ বেদনার রসের সাথে একদানা চুন মিশিয়ে খাওয়াতে হয় ।বেদনার মধ্যে সবথেকে বেশি আয়রন থাকে চুন এ থাকে সথেকে বেশি ক্যালসিয়াম যেগুলো গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন ।৯ মাস পর্যন্ত এ টা খাওয়ালে বাচ্চা জন্মের সময় মা ও বাচ্চার  কোনো অসুবিধা হবে না ।বাচ্চা স্বাস্থবান হবে আর বাচ্চা বুদ্ধিমান হবে ।বাচ্চার I Q লেভেল খুব বেশি হবে ।এই সব বাচ্চারা জীবনেও মারাত্মক রোগের সম্মুখীন হবে না ।

                               সব থেকে সস্তা গুনে ভরা এমন একটা জিনিস আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি ।পানের দোকানে যে চুন বিক্রি হয় সেই চুন থেকেই এতো গুন্ পাওয়া যায় তবে পাথরী চুন যেন হয় । 

কপিকৃত 

সৌজন্যে
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম
00966504967863 ওয়াতসাফ/ইমু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন