বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

মোহরে ফাতেমী বর্তমান বাজার হিসাবে কত?

প্রশ্ন

বিবাহের ক্ষেত্রে মহরের সর্বনিম্ন পরিমান কত বা কি????????

মোহরে ফাতেমীর পরিমাণ বর্তমান হিসেবে কত টাকা??????
মো. হেদায়ত উল্লাহ, চবি.

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ হল ১০ দিরহাম। যার বর্তমান পরিমাণ হল ৩০ গ্রাম ৬১৮মিলি গ্রাম রূপা বা এর সমমূল্য। {জাদীদ ফিক্বহী মাসআলা-১/২৯৩}

মোহরে ফাতেমীর পরিমাণ কত?

রাসূল সাঃ আদরের কন্যা হযরত ফাতেমা রাঃ এর মোহর ছিল ৫০০ দিরহাম।

মুহাম্মদ বিন ইবরাহীম রহঃ থেকে বর্ণিত-

كان صداق بنات رسول الله صلى الله عليه وسلم ونسائه خمس مأة درهم اثنى عشرة اوقية ونصفا (طبقات ابن سعد-8/22

প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম নববী রহঃ বলেন,

المستحب ان لا يزيد على خمس مأة درهم وهو صداق ازواج النبى وبناته (شرح المهذب-16/327

মুস্তাহাব হল, মোহর পাঁচশত দিরহামের অতিরিক্ত না হওয়া, যা রাসূল সাঃ এর স্ত্রীগণ এবং মেয়েদের মোহর ছিল।

হাদীসে আসছে,
ﻛﺎﻥ ﺻﺪﺍﻕ ﺑﻨﺎﺕ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺻﺪﺍﻕ ﻧﺴﺎﺋﻪ ﺧﻤﺲ ﻣﺌﺔ ﺩﺭﻫﻢ . – ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ
অর্থ , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যাদের (রাযিয়াল্লাহু তাআলা আনহুন্না) মহর ছিল পাঁচশত দিরহাম। (মুনাচ্ছাফে ইবনে আবী শায়বা ৪/১৮৮ হাদীস নং ১৬৬৩০)

আবু দাউদ শরীফে এক হাদীসে এসেছে,
ﻋﻦ ﺃﺑﻰ ﺍﻟﻌﺠﻔﺎﺀ ﺍﻟﺴﻠﻤﻰ ﻗﺎﻝ ﺧﻄﺒﻨﺎ ﻋﻤﺮ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ ﻓﻘﺎﻝ ﺃﻻ ﻻ ﺗﻐﺎﻟﻮﺍ ﺑﺼﺪﻕ ﺍﻟﻨﺴﺎﺀ ﻓﺈﻧﻬﺎ ﻟﻮ ﻛﺎﻧﺖ ﻣﻜﺮﻣﺔ ﻓﻰ ﺍﻟﺪﻧﻴﺎ ﺃﻭ ﺗﻘﻮﻯ ﻋﻨﺪ ﺍﻟﻠﻪ ﻟﻜﺎﻥ ﺃﻭﻻﻛﻢ ﺑﻬﺎ ﺍﻟﻨﺒﻰ – ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ – ﻣﺎ ﺃﺻﺪﻕ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ – ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ – ﺍﻣﺮﺃﺓ ﻣﻦ ﻧﺴﺎﺋﻪ ﻭﻻ ﺃﺻﺪﻗﺖ ﺍﻣﺮﺃﺓ ﻣﻦ ﺑﻨﺎﺗﻪ ﺃﻛﺜﺮ ﻣﻦ ﺛﻨﺘﻰ ﻋﺸﺮﺓ ﺃﻭﻗﻴﺔ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ : ﺭﻗﻢ ﺍﻟﺤﺪﻳﺚ :2108

আবুল আজফা আস সালামী হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উমর রা আমাদের মাঝে খুতবাপ্রদানের সময় বললেন, তোমরা মহর নির্ধারণের ব্যপারে বাড়াবাড়ি করবেনা।
যদি তা দুনিয়াতে সম্মানের বস্তু হত বা আল্লাহর নিকট তাক্বওয়ার বিষয় হত, তাহলে তা পাবার যোগ্যতম ব্যক্তি হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অথচম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের ও তাঁর কোন কন্যাদের জন্য বার উকিয়ার অধিক পরিমান মহর ধার্য করেননি।
(সুনানে আবু দাউদ হাদীস নং ২১০৮)

সহীহ মুসলিম শরীফের এক হাদীসে আম্মাজান আয়েশা রা. এর বক্তব্যের মধ্যমে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রা স্ত্রীগণের মহর ছিল
সাড়ে বার উকিইয়্যা বা ৫০০ দিরহাম। (সহীহ মুসলিম-হাদীস নং-৩৫৫৫)

উপরে বর্ণীত হাদীস সমূহ থেকে এ কথা জানা যায় যে, রাসূল সাঃ এর স্ত্রীগন এবং উনার কন্যাদের বিবাহের মহর ছিলো ৫০০ দিরহাম।

আসুন , এখন দেখি ৫০০ দিরহামে বর্তমানে কত টাকা হয়।

৫০০ দিরহাম যা বর্তমান হিসাব অনুযায়ী ১৩১.২৫৩ তোলা (প্রায় ১৩১ভরি ৩ মাশা) বা ১৪৮৭.৫ গ্রাম রূপার সমান।
সুতরাং বর্তমান রূপার মূল্য ভরি প্রতি ১০০০ টাকা হলে, মহরে ফাতেমী আসবে ১,৩১, ২৫৪টাকা।

বর্তমান ওজন অনুপাতে মুফতী মুহাম্মদ শফী রহঃ একে ১৩১ তোলা ৩ মাশা রূপা সমপরিমাণ বলে সাব্যস্ত করেছেন। {জাওয়াহেরুল ফিক্বহ-১/৪২৪}

যা বর্তমান প্রচলিত গ্রাম পদ্ধতি অনুপাতে এক কিলো ৫৩০ গ্রাম ৯০০ মিলিগ্রাম এর সমপরিমাণ।

স্মর্তব্য যে, বর্তমানে ১২ গ্রামে তোলা প্রচলিত নয়। বরং ১০ গ্রামে তোলা হিসেবে স্বর্ণ রোপা ক্রয় বিক্রয় প্রচলিত।

সেই হিসেবে মহরে ফাতেমী বর্তমানে ১৫৪ তোলা রূপা বা এর সমমূল্য/ ১,৫৪,০০০/- টাকা প্রায়।

বিঃ দ্রঃ রূপার দাম পরিবর্তন হলে মহরে ফাতেমীর টাকার অংক ও পরিবর্তন হবে।

বিস্তারিত জানতে দেখুন।
ফাতওয়াযে দারুল উলূম দেওবন্দ-৮/২০১
আপকি মাসায়েল -৬/২৮৬

والله اعلم بالصواب 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন