মঙ্গলবার, ২১ মে, ২০১৯

যৌন সমস্যার সমাধান কি আসলে ১ সাপ্তাহে সম্ভব?

যৌন সমস্যার সমাধান কি ১ সাপ্তাহে সম্ভব??????
হাজারো লাখো  মানুষের মনের কথা অনেকে মনে করেন যৌন সমস্যার সমাধান ১ সাপ্তাহে বা ১ মাসেই সম্ভব আসলে  কি তাই!কারণ হাটে বাজারে এ রকম অনেক পোস্টার বিজ্ঞাপন দেখতে পাই ।  আসলে কিন্ত তা সম্পূর্ণ  ভূল ধারণা,
কারণ কারো যৌন সমস্যা ১ দিনে বা ১ মাসের সমস্যার কারণে হয়না বরং দীর্ঘ দিনের বিভিন্ন শারিরীক মানসিক  সমস্যা রোগ- শোক অনিয়ম,,হস্তমৈথুন, স্বপ্নদোষ ও শরীরের উপর অপকল্পনীয় অত্যাচার সহ অপুষ্টি ইত্যাদির কারনে হয়ে থাকে ।বিশেষত স্বপ্নদোষ আর হস্তমৈথুনের কারনে সৃষ্ঠ যৌন সমস্যা কিন্তু খুব জটিল।  অপরিনত বয়সে অপরিপক্ক হওয়ার আগে বা সাথে সাথে  যখন হস্তমৈথুন করে যৌন জীবনের শুরুতেই আগাটা ভেঙ্গে দেয়া হয় তখন আসল জিনিষটা হারিয়ে যাওয়ার কারণে যতই চেষ্টা আর চিকিৎসা গ্রহন করুননা কেন একেবারেই ১০০% সুস্হ হওয়ার আশা করা যায়না।তবে হ্যাঁ ৭০% ৮০% সুস্হ হওয়া যায় যদি নিয়মিত অভিজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেয়া যায় কিন্তু   তার সমাধান ১ সাপ্তাহ বা ১ মাসের চিকিৎসায় স্হায়ী চিকিৎসা  কোন দিন সম্ভব না, তবে হতে পারে তা সাময়িক মাত্র। তবে সেক্সুয়াল সমস্যার জন্য ওয়ানটাইম মেডিসিন একেবারেই অনূচিত অনেক সময় দেখা যায় ওয়ানটাইম মেডিসিনে অভ্যস্হ হলে পরবর্তিতে নৃপুঃ হওয়ারও সম্ভাবনা থাকে ।

তবে স্হায়ী চিকিৎসা নিতে হলে বা স্হায়ী সমাধান পেতে হলে আবস্হা ভেদে  দীর্ঘ স্হায়ী যেমন  ৩/৬/৯/১২/মাস  নিয়মিত চিকিৎসার সাথে বিভিন্ন পুষ্টিকর খাদ্য -পথ্য সেবনের বিকল্প নেই। বাস্তব অভিগ্গতা তাই বলে। কিন্তু অনেক সময় দেখা যায়  ২/৩/৪  প্রকারের সমস্যা নিয়ে অনেক রুগি আসেন যেমন পেশাবের সাথে ধাতু যাওয়া ,স্বপ্নদোষ, হস্তমৈথুনের কারনে বীর্য পাতলা , লিঙ্গের সমস্যা টাইমিং সমস্যা ,পেটের পীডাসহ ইত্যাদি নানানবিধ শারিরীক অন্যান্য সমস্যা এখানে একটা কথা স্বরণ রাখতে হবে যে এখানে  মূলত পৃথক পৃথক ৪ টা সমস্যা  প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসার বিকল্প নেই তাই এক সাথে ৪ টার চিকিৎসা ও সম্ভব না তাই একেকটা করে ধারাবাহিক চিকিৎসা নিতে হবে । প্রত্যেকটির ব্যাপারে ৩ মাসের কোর্স নিলেও ১২ মাসের প্রয়োজন কিন্তু তা না করে ধারাবাহিক চিকিৎসা না করে অনেকে ১ মাস বা ২ মাস ঔষধ সেবন করে ক্ষান্ত হন ফলে তেমন কোন উপকার পান না এবং এতে করে  হাকিম কবিরাজ আর হারবাল ঔষধের বদনাম ছডাতে থাকেন।

 আপনি হাকিম কবিরাজদের পরামর্শে আবস্হাভেদে  কমাজকম ৩/৬ মাস  ৯ মাস বা  ১ বছর চিকিৎসা নিয়ে দেখুন কি হয়।যারা ধৈর্য্য ধরে চিকিৎসা নেন তারা আবশ্যই সুস্হ হবেন।অনেক সময় রুগির শারীরিক ও আর্থীক আবস্হা ভেদেও অনেক সময় চিকিৎসা দেয়া হয় প্রাথমিক আবস্হায় নরমাল কমদামী ঔষধ দিয়ে চিকিৎসায় আশানুরুপ ফলাফল না পেলে উচ্ছ পাওয়ারী মেডিসিন প্রয়োগ করতে হয়  যেটা সকল ডাক্তারাই করেন ,অনেক সময় রুগিরা অধৈর্য্য হয়ে হারবাল ঔষধের বদনাম করতে থাকে এবং চিকিৎসা থেকে বিরত থাকেন এটা মূলত অজ্ঞতার বহিঃপ্রকাশ হারবাল চিকিৎসাই হল আদি আসল ও নিরংস্কুশ পার্শ প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা ব্যবস্হা বর্তমানে সারা পৃথিবীতে হারবাল গবেষক ও বৈজ্ঞানিকগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তাছাডা রাস্তার পাশে গাডিতে  বা বাজারে বিভিন্ন হেন্ডবিল  বা কেম্বাচারদের লিকচার শুনে কেউ প্রতারিত না হয়ে রেজিষ্টার্ড/হেকিম কবিরাজ/ ডাক্তারদের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেয়া বুদ্ধি মানদের কাজ।

তাছাডা আমরা
MxN মডার্ণ হারবাল গ্রুপ তথা বাংলাদেশের সর্বপ্রথম ও ১ নং এ লাইসেন্স প্রাপ্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী। ডাঃআলমগির মতি স্যার  এর প্রতিষ্ঠিত ও গবেষণাকৃত ঔষুধ / পথ্য সহ  দেশী বিদেশী বিভিন্ন ঔষধ/ পথ্য  দিয়ে যৌন চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসা /ও  ফ্রি পরামর্শ দিয়ে থাকি।
তাছাডা আবস্হা ভেদে বিভিন্ন দেশি- বিদেশী ঔষধ সেবনের মাধমে ও চিকিৎসা সেবা দিয়ে থাকি।অত এব আপনাদের যে কোন সমস্যা যোগাযোগ করতে পারেন।


যোগাযোগ
মর্ডান হারবাল কোং লিঃ মিরসরাই চট্টগ্রাম,আঞ্চলিক  শাখা
                          ও
ভূঁইয়া ন্যাচরাল এন্ড মর্ডান হারবাল কোং  লিঃ
                    ও
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভুবনে স্বাগতম
ওয়াতসাফ /ইমু
০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩//  01829318114
আমাদের ওয়েব
http://351224351224.blogspot.com/2018/06/blog-post_17.html?m=1

২টি মন্তব্য:

  1. ও স্বপ্ন দোষ সমাধান আরবী নোসখা 'সুফুফ গাওহার ' ঃ-

    পুরুষের একটা কমন সমস্যা হল ক্ষয় রোগ এ রোগটি অনেক রোগের কারন ও বটে।তাই এর চিকিৎসা জরুরী।এ রোগটি প্রাপ্ত বয়স্ক যে কোন বয়সে হতে পারে। তবে এটি অবিবাহিত বা বিবাহিত হলেও যারা প্রবাসে বা ফ্যামেলী থেকে দূরে থাকেন তাদের বেলায় ও হয়।
    অল্প উত্তজনায় লিঙ্গের মাথায় আঠালো পানি আসা,যৌন কল্পনা করা বা কোন ছবি দেখা বা জীবন সঙ্গীনির সাথে ফোনালাপের সময় লিঙ্গ দিয়ে তরল পানি বের হয়ে আসা,পেশাব করার সময় ঝাকুনি দিয়ে কিছু বের হওয়া, পায়খানার সময় কোথ দিলে লিঙ্গে তরল কিছু বের হওয়া, এমন কি কোন কোন ঔষধের পার্শপ্রতিক্রিয়ার কারনে ধাতু ক্ষয় সমস্যা সহ যে কোন ক্ষয় জনিত সমস্যায় বিশেষ উপকারী।

    এর জন্য আরবী নোসখা ' সুফুফ গাওহার ' শুধু মাত্র সৌদি আরবের মক্কা প্রবাসী বা মক্কা থেকে যারা সংগ্রহ করতে পারবেন তাদের জন্য।

    যোগাযোগ
    0504967863

    উত্তরমুছুন
  2. ও স্বপ্ন দোষ সমাধান আরবী নোসখা 'সুফুফ গাওহার ' ঃ-

    পুরুষের একটা কমন সমস্যা হল ক্ষয় রোগ এ রোগটি অনেক রোগের কারন ও বটে।তাই এর চিকিৎসা জরুরী।এ রোগটি প্রাপ্ত বয়স্ক যে কোন বয়সে হতে পারে। তবে এটি অবিবাহিত বা বিবাহিত হলেও যারা প্রবাসে বা ফ্যামেলী থেকে দূরে থাকেন তাদের বেলায় ও হয়।
    অল্প উত্তজনায় লিঙ্গের মাথায় আঠালো পানি আসা,যৌন কল্পনা করা বা কোন ছবি দেখা বা জীবন সঙ্গীনির সাথে ফোনালাপের সময় লিঙ্গ দিয়ে তরল পানি বের হয়ে আসা,পেশাব করার সময় ঝাকুনি দিয়ে কিছু বের হওয়া, পায়খানার সময় কোথ দিলে লিঙ্গে তরল কিছু বের হওয়া, এমন কি কোন কোন ঔষধের পার্শপ্রতিক্রিয়ার কারনে ধাতু ক্ষয় সমস্যা সহ যে কোন ক্ষয় জনিত সমস্যায় বিশেষ উপকারী।

    এর জন্য আরবী নোসখা ' সুফুফ গাওহার ' শুধু মাত্র সৌদি আরবের মক্কা প্রবাসী বা মক্কা থেকে যারা সংগ্রহ করতে পারবেন তাদের জন্য।

    যোগাযোগ
    0504967863

    উত্তরমুছুন