বুধবার, ২৪ জুলাই, ২০১৯

ছেলেধরা সন্দেহ হলে করণীয় 

ছেলেধরা সন্দেহ হলে করণীয়
==================
ইদানীং ছেলে ধরা কল্লাকাটা ইত্যাদির গুজবের  কারণে সারাদেশের মানুষ উদ্গিন্ন।সত্য কি মিথ্যা সেটা বিবেচ্য বিষয় নয় কিন্তু এতে করে অনেক জায়গায় নিরীহ মানুষকেও গনপিটুনীতে প্রান দিতে হয়েছে।এটা অত্যন্ত দুঃখ জনক।তবে সত্যিই দুস্কৃতীকারীরা শাস্তির যোগ্য এতে সন্দেহ নেই।

আমরা বিভিন্ন  ভিডিও ফুটেজে দেখেছি বিভিন্ন স্হানে  ছেলে ধরা সন্দেহে অনেক কে ধরা হয়েছে পিটুনী দেয়া হচ্ছে ছেলেধরা’ কিংবা ‘কল্লাকাটা’ এগুলো স্রেফ গুজব বলে বিবৃতি দিয়েছেন পদ্না সেতু কর্তৃপক্ষ সহ আইন শৃংখলারক্ষাকারী বাহিনী। আর এ গুজবে কান দিয়ে গণপিটুনি দেওয়া ফৌজদারি অপরাধ। আইন কারও হাতে তুলে নেওয়া যাবে না সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে,অসংখ্য মানুষের ভীডের মধ্যে তার জবান বন্দি নেয়া হচ্ছে কিন্তু স্পষ্ট ভাবে কিছুই বুঝা যাচ্ছেনা। বা বলতে পারছেনা এমতবাস্হায় সচেতন লোকদের করণীয় হল ঐ সন্দেহভাজনকে আলাদা ভাবে নিয়ে ধীরস্হীর ভাবে জিজ্ঞাসাবাদ করা। দেখা যায় শত শত মানুষের কোলাহলে  এক সাথে কয়েক জন মিলে প্রশ্ন করছে এতে সাধারন নরমেল মানুষও সঠিক ভাবে কথা বলতে হিমশিম খায় এমতাবস্হায় দুস্কৃতীকারী বা নাজেহাল ব্যক্তির  মুখ থেকে সঠিক কথাও বের হয়না।

তাছাডা অনেক ভিক্ষুক/  ছিন্নমূল/ পাগল/ আধা পাগল লোক গুলো এমনিতেই বিক্ষিপ্ত ভাবে চলাফেরা করে যাই ইচ্ছা এলোমেলো কথাবার্তা বলে থাকেন এমতাবস্হায় এমন লোকদেরকে ও ছেলে ধরা সন্দেহে গনপিটুনী দেয়া হচ্ছে।এমনকি গনপিটুনিতে  হত্যা করা হচ্ছে ।এমনটা কাম্য নয়,এজন্য সন্দেহ হলে যাচাই করুন।পুলিশ বা জন প্রতিনিধির হাতে সোপর্দ করুন।

অনেককে বলতে শুনেছি যে,গনধৌলাইতে মানুষের সেন্টিমেন্ট ঠিক থাকেনা জোশের ঠেলায় যার যা আছে তা নিয়ে ঝাপিয়ে পডেন। এটাও ঠিক তবে সংযমী হওয়াই ব্যঞ্জনীয় যাতে নিরপরাধ কেউ যেন হত্যার স্বীকার না হয়।

আমি সংশ্লিষ্ঠ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সর্বস্তরের জনগন সহ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবেে নিজ নিজ অবস্হান থেকে সতর্ক থাকার জন্য। অপরিচিত কোন লোকের অযাচিত আনাগোনা চলাফেরা সন্দেহ হলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কিংবা স্হানীয় প্রতিনিধিদের অবহিত করুন।
এবং ৯৯৯ নং কল করুন ।
তবে গনপিটুনী দিয়ে হত্যার মত কোন ঘটনা যাতে না ঘটে সে দিকেও খেয়াল রাখতে হবে অন্যথায় হত্যা মামলায় ফেঁসে যেতে হবে।কারণ অপরিচিত লোক এলাকায় আসতেই পারে তাই বলে সবাইকে ছেলে ধরা বা দুস্কূতীকারী ভাবার অবকাশ নেই। আমরা নিউজে দেখতে পেলাম যে বাসা ভাডা তালাশ করতে এসে লাশ , ছাত্র ছাত্রীদের অভিবাবক স্কুলে এসে নিহত কোন সরকারী কর্মকর্তা পর্যন্ত  ও ছেলে ধরা গুজবের স্বীকার হয়েছে এ গুলো অকল্তাপনীয় গুজবেরও একটা সীমা থাকা চাই কিন্তু গুজবেরও সীমা ছাডিয়ে গিয়েছে ।

উল্লেখ্য ২১/৭/১৯ রবিবার দিবাগত রাত প্রায় ১১টার সময় আমার প্রতিবন্ধি এক ভাগীনাকে রাতের অন্ধকারে এক অপিচিত ব্যক্তি গলা চিপে টেনে হেঁছডে নিয়ে যেতে চাইলে ছেঁছামেছি করাতে সবাই এগিয়ে আসলে দুস্কৃীতিকারী কৌশলে পালিয়ে যায়। এলাকাবাসী  খবর শুনে রাতে প্রায় ২ শতাধিক মানুষ তাদের বাডিতে ছুটে আসে, এখন কথা হল সেই দুস্কৃতিকারী যদি ঘঠনাস্হলে ধরা পডত আবশ্যই ২ শতাধিক মানুষের সকলে একটি করে কিল্ ঘুষি দিলেও কি সেই দুস্কৃকৃতীকারী প্রানে রক্ষা পেতেন আবশ্যই না ।

এজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি । আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক আমিন।

১২টি মন্তব্য:

  1. ছেলেধরার কবল থেকে রক্ষা ফেল আমার প্রতিবন্ধি ভাগীনা
    ===================================
    আজ রাত অনূমিনক এগারটার সময় আমার প্রতিবন্ধি ভাগীনা বাডিতে ঘরের বাহিরে ডেলার উপর অবস্হান করা কারীল সময়ে হঠাৎ ঝোপের মাঝে চুপে লুকিয়ে থাকা অপরিচিত এক ব্যক্তি তাকে গলাচিপে টেনে হেঁছডে নিয়ে যেতে চাইলে চেঁছা মেছি করাতে তার ভাই বোন সহ সকলে এগিয়ে আসলে দুস্কৃতিকারী কৌশলে পালিয়ে যায়।
    ঘটনাটি ঘটে চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালি ইউনিয়নের মিঝি গ্রামে,
    আমিএ পর্যন্ত সারা দেশে ঘটে যাওয়া তথাকথিত ছেলে ধরা কল্লাকাটা ইত্যাদিকে গুজব বা বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও আজকে আমার ফ্যামেলীর এক সদস্যর ব্যপারে এমন অকল্পনীয় ঘটনা সত্যিই আমাকে বিস্মিত করেছে।
    আমি সংশ্লিষ্ঠ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সর্বস্তরের জনগন সহ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবেে নিজ নিজ অবস্হান থেকে সতর্ক থাকার জন্য। অপরিচিত কোন লোকের অযাচিত আনাগোনা চলাফেরা সন্দেহ হলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কিংবা স্হানীয় প্রতিনিধিদের অবহিত করুন। তবে গনপিটুনী দিয়ে হত্যার মত কোন ঘটনা যাতে না ঘটে সে দিকেও খেয়াল রাখতে হবে অন্যথায় হত্যা মামলায় ফেঁসে যেতে হবে।কারণ অপরিচিত লোক এলাকায় আসতেই পারে তাই বলে সবাইকে ছেলে ধরা বা দুস্কূতীকারী ভাবার অবকাশ নেই।
    নিবেদক
    এম এম আবদুল্লাহ ভূঁইয়া

    উত্তরমুছুন
  2. ছেলেধরার কবল থেকে রক্ষা ফেল আমার প্রতিবন্ধি ভাগীনা
    ===================================
    আজ রাত অনূমিনক এগারটার সময় আমার প্রতিবন্ধি ভাগীনা বাডিতে ঘরের বাহিরে ডেলার উপর অবস্হান করা কারীল সময়ে হঠাৎ ঝোপের মাঝে চুপে লুকিয়ে থাকা অপরিচিত এক ব্যক্তি তাকে গলাচিপে টেনে হেঁছডে নিয়ে যেতে চাইলে চেঁছা মেছি করাতে তার ভাই বোন সহ সকলে এগিয়ে আসলে দুস্কৃতিকারী কৌশলে পালিয়ে যায়।
    ঘটনাটি ঘটে চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালি ইউনিয়নের মিঝি গ্রামে,
    আমিএ পর্যন্ত সারা দেশে ঘটে যাওয়া তথাকথিত ছেলে ধরা কল্লাকাটা ইত্যাদিকে গুজব বা বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও আজকে আমার ফ্যামেলীর এক সদস্যর ব্যপারে এমন অকল্পনীয় ঘটনা সত্যিই আমাকে বিস্মিত করেছে।
    আমি সংশ্লিষ্ঠ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সর্বস্তরের জনগন সহ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবেে নিজ নিজ অবস্হান থেকে সতর্ক থাকার জন্য। অপরিচিত কোন লোকের অযাচিত আনাগোনা চলাফেরা সন্দেহ হলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কিংবা স্হানীয় প্রতিনিধিদের অবহিত করুন। তবে গনপিটুনী দিয়ে হত্যার মত কোন ঘটনা যাতে না ঘটে সে দিকেও খেয়াল রাখতে হবে অন্যথায় হত্যা মামলায় ফেঁসে যেতে হবে।কারণ অপরিচিত লোক এলাকায় আসতেই পারে তাই বলে সবাইকে ছেলে ধরা বা দুস্কূতীকারী ভাবার অবকাশ নেই।
    নিবেদক
    এম এম আবদুল্লাহ ভূঁইয়া


    https://www.facebook.com/abdullah.nezami.1

    উত্তরমুছুন

  3. চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ

    http://www.dailynayadiganta.com/khulna/427683/%E0%A6%9A%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6?fbclid=IwAR2nEUrfURe0YXfpq_E3InBmolgqoTiJ4YeZ8-xKhcEG37ZmpgW_gZISpw4

    উত্তরমুছুন
  4. বাগেরহাটে নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ ২ বোন

    http://www.dailynayadiganta.com/khulna/427416/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C-%E0%A7%A8-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A8-

    উত্তরমুছুন
  5. গণপিটুনিতে নিহত ৮ জনের কেউই ছেলেধরা ছিল না - পুলিশ প্রধান
    https://www.bbc.com/bengali/news-49094975

    উত্তরমুছুন
  6. গণপিটুনিতে নিহত যুবক নিজের মেয়েকে দেখতে গিয়েছিলেন’
    https://www.thedailystar.net/bangla/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-116617

    উত্তরমুছুন

  7. গণপিটুনিতে নিহত বাক প্রতিবন্ধী সিরাজ গিয়েছিলেন মেয়েকে দেখতে
    https://bangla.bdnews24.com/samagrabangladesh/article1646283.bdnews

    উত্তরমুছুন
  8. ছেলেধরার গুজব পশ্চিমবঙ্গেও, গণপিটুনিতে নিহত ১
    গুজব থেকে ছেলেধরা সন্দেহে ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে।
    https://bangla.bdnews24.com/neighbour/article1646657.bdnews

    উত্তরমুছুন
  9. অজ্ঞান করে শিশু নিয়ে পালানোর সময় নারী আটক

    http://www.deshrupantor.com/mofossol/2019/07/20/156297?fbclid=IwAR0oNMeQS9WAH78csyvtUPEzmu9bUfrm8CcDr8VAQWT2b6coYRsGPNiEV0Y

    উত্তরমুছুন
  10. সাভারে নারীকে পিটিয়ে হত্যায় ৮০০ জনের বিরুদ্ধে মামলা
    http://www.deshrupantor.com/mofossol/2019/07/21/156510

    উত্তরমুছুন
  11. (Exclusive) দুবাই থেকে পদ্মাসেতু জড়িয়ে ছেলেধরা গুজবের পুরো ঘটনা শুনুন পুলিশের এই কর্মকর্তার মুখে

    Independent Television

    https://www.youtube.com/watch?v=xwh76SOcjZ4

    উত্তরমুছুন