লিকোরিয়া সমস্যার সমাধান
আমরা প্রায় সময় দেখি শুধু মাত্র পুরুষের যৌন সংক্রান্ত আলোচনা, মনে হয় যেন মহিলাদের কোন যৌন সমস্যাই নেই। আসলে তাই নয় পৃথিবীর অর্ধেক জনসংখ্যাই নারী তাদের ও যৌন সমস্যা আছে কিন্তু লাজ্ শরমের কারণে তারা প্রকাশ করতে পারেনা বা করেন না।
তাই আজকে তাদের কমন একটা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব।
. লিকোরিয়া -ঃ লিকোরিয়া চলমান সাধারণ একটা রোগ হলেও কিন্তু এটা অনেক জটিল রোগের কারণও বটে তাই অবহেলার সূযোগ নেই। যদি দুর্গন্ধ যুক্ত ঘন আঠালো ধরনের হয়ে থাকে, চুলকানী থাকে ,কোমর ব্যথা,যৌনি পথে ব্যথা,জ্বর জ্বর ভাব, তাহলে চিকিৎসার বিকল্প নেই।আর না হয় এটা লিকোরিয়া স্বাভাবিক নিয়ম হিসাবে বিবেচিত হবে চিকিৎসার প্রয়োজন নেই।
এখানে চিকিৎসা সংক্রান্ত কিছু ঔষধের আলোচনা করা হল আবস্থা ভেদে চিকিৎসক এর পরামর্শে ব্যবহার করা যেতে পারে।
(১,)
"নিম তেলের" সাথে "নারিকেল তেল মিশিয়ে ২ বার আক্রান্ত স্হানে ব্যবহার অথবা লজ্জাস্হানে অলিভওয়েল ব্যবহার উপকারী।
(২)
"অশোকা 3x লিউকোরিয়া প্লাস "
কার্যকরীতাঃ
বাদক বেদনা,সাদা স্রাব,অনিয়মিত স্রাব, কষ্টকর স্রাব,জরায়ু প্রদাহ ও দূর্বলতায় কার্যকর।
(৩)
"হাব্বে মারওয়ারীদি, লিউকোরিয়া কিউর ক্যাপ"
কার্যকরীতাঃ
ইহা সাদা স্রাব অনিয়মিত মাসিক,জরায়ু দূর্বলতায় কার্যকরী।
৪,)
"ম্যানোস্টোজ টেবলেট)"
কার্যকরীতাঃ
সাদা স্রাব ও অস্বাভাবিক রক্ত স্রাব সহ ব্যথায় কার্যকর
" ৫")
"পালসেটিল)"
কার্যকরীতাঃ
মাসিকের বেদনা,সাদা স্রাব রক্ত স্বল্পতা,অনিয়মিত মাসিক,মাইগ্রেশনে,জরায়ু বেদনাও ডেলীভারী- কালীন সমস্যায় কার্যকর।
সৌজন্যে
ভূঁইয়া ন্যাচরাল হার্বস
Nice Blog Post.
উত্তরমুছুনWe at Marlin Medical Assistance with our tie up with major state of art hospitals provide worlds best healthcare service at your doorstep.
Knee replacement surgery in India
Best Medical Tourism in India