★★তুলশি টি ★★
শরীরের ইমিউনিটি সিস্টেম তথা রোগ প্রতি রোধ ক্ষমতা বাডাতে যা বর্তমান করোনার পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ।
তাছাডা যাবতীয় চর্মরোগ সর্দি কাশি হাঁপানী এর এর অব্যর্থ মহৌষধ।
উপাদান ও সেবন বিধি ঃ
শুকনো তুলশি পাতা হাতে মছডিয়ে গুডো করে নিন
এর পর পরিমান মত চূর্ণ বা গুডো দিয়ে ১গ্লাস পানিতে ১০/১৫ মিনিট হালকা জালে ফুটিয়ে নিন । এবং ছেকে নিয়ে এর সাথে পরিমান মত মধু ও লেবুর রস মিশিয়ে সেবন করুন।
বর্তমান করোনার পরিস্থিতিতে এর চেয়ে সস্তা ও সহজলভ্য এন্টিবডি তৈরিতে অন্য কোন পথ্য আছে কিনা সন্দেহ তাই আমরা সকলেই চাইলে এর ব্যবহার করতে পারি।
সৌজন্যে
ভূঁইয়া ন্যাচরাল হার্বস
০১৮২৯৩১৮১১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন