Translate

শনিবার, ৪ আগস্ট, ২০১৮

হাপানী চিকিৎসা ভেষজ দিয়ে নিয়ন্ত্রণে রাখুন

#হাপানী #চিকিতসা 
হাপানী একটি মরন ব্যধি খুব কষ্টকর যা ২০% বিভিন্ন চিকিৎসার  দ্বারা সুস্হতা লাভ করা যায় আর ৮০% রুগি বিভিন্ন ঔষধ পথ্য ব্যববহারের  দ্বারা নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
নীচে আমি বিভিন্ন  ডাক্তার গবেষকদের  বই পুস্তক ইত্যাদি থেকে ছিডিয়ে ছিটিয়ে থাকা সব তথ্য  গুলোকে সুবিধার জন্য একত্র প্রকাশ করলাম, আশা করি উপকৃত হবেন। নীচের যে কোন পথ্য বা ফর্মুলা মোতাবেক আপনি ব্যবহার করতে পারেন যা আপনার জন্য সহজলভ্য হয়।
         এম এম আবদুল্লাহ ভূঁইয়া

১/ জটিল হাপানি রোগের জন্য  ৫/৭ ফোটা কালোজিরার তৈল, ১ চামচ খাঁটি মধু সহ নিয়মিত সেবনে যথেষ্ট উপকার পাবেন।

২/ অথবা ৫/৭ ফোটা কালোজিরার তেল যে কোন হালকা গরম খাবারের সাথে যেমন গরম ভাত বা রং চা এর মিশিয়ে ও খেতে পারেন। এতে
ইনশাআল্লাহ রুগি আরাম পাবে।.

তাছাডা পরিমান মত তৈল বুকে পিঠে মালিশ ও করতে পারেন।

৩/দৈনিক  হাপানী রুগিদের আদা চা পান করা  অত্যন্ত জরুরী

৪/ হাপানী রুগিদের পকেটে বালিশের পাশে অফিসে বা কর্ম স্হলে সর্বদা আদা রাখতে পারেন, বেশী সমস্যা হলে কাশি বা টান ভাব লাগার সাথে সাথে একটু আদা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন কিছুক্ষণের  হাপানী/ কাশি কমে যাবে।বিশ্বাস নাহলে পরীক্ষা করুন, যা আমার পরীক্ষিত।

৫/ যাদের গৃহে সর্দিকাশি ও হাপানী রুগি আছে তাদের বাডিতে তুলশি গাছ ও বাসকপাতার গাছ লাগানো অত্যন্ত জরুরী।
(ক)কারণ তুলশি পাতা বাসক পাতা,আদা ও পিপুল একত্র করে ১৫ গ্রাম পরিমান নিয়ে জাল দিয়ে চা'র মত করে নিয়মিত সেবন করলে হাপানী উপশম হয়।

(খ)অথবা তুলশি পাতা পুদিনা পাতা, আদা, পরিমান মত নিয়ে ভর্তা করে খেলেও কফ্ কাশি হাপানীর রোগের উপশম হয়।

(গ) ১ চামচ তুলশি পাতার রস, ১ চামচ মধু সহ সেবন করে, সর্দিকাশি হাপানীকে বিদায় জানাতে পারেন,নিয়মিত সেবনে।
(ঘ) বাসক পাতা শুকিয়ে চুর্ণ করে ৩ গ্রাম পরিমান বা চা চামচ ১ চামচ  চুর্নের সাথে ২/৩ চামচ মধু ও সামান্য পরিমান পিপুল চুর্ণ মিশিয়ে দৈনিক ৩/৪ বার জিহবা দিয়ে ছেটে ছেটে সেবন করলে শ্বাস কষ্ট ও কফ রুগি আরোগ্য লাভ করবে।

(ঙ) ৪/৫ চামচ বাসক পাতার রস অথবা ছালের রসের সাথে ৩ চামচ মধু মিশিয়ে দৈনিক ৩/৪ বার সেবন করতে হবে।

৬/লোবান জকর্ (এরাবিক নাম) বয়স্কদের কফ্ কাশ হাপানীর জন্য  অত্যান্ত উপকারী। ৪/৫ টুকরা লোবান  ১ গ্লাস পানিতে রাতে ভিজিয়ে সকালে খালি পেটে শুধু পানি টুকু সেব্য। অবশিষ্ট লুবান ফেলে দিন।
অথবা ১৫-২০ টুকরা লুবান জকর্  ১ কেজি পরিমান পানিতে ভিজিয়ে রেখে ২ দিন পর্যন্ত সেবন ও করতে পারেন।
অথবা পরিমান মত লুবান জকর দিয়ে গরম পানিতে জাল দিয়ে ও সেবন করা যায়।

এটা সৌদিআরব  সহ আরব দেশের " মহল্ আত্তার  " তথা পাশারী দোকান এ পাওয়া যায়।

৭/ ১ গ্রাম পিপুল চুর্নেরর সাথে পরিমান মত মধু মিশিয়ে  চেটে চেটে দৈনিক ২/৩ বার সেব্য।

৮/ ৫ গ্রাম আধা চুর্ণ তিল  ১ কাপ পরিমান পানিতে হালকা জালে জাল দিয়ে আধা কাপ থাকতে নামিয়ে ছেকে সমপরিমান তুকশি পাতার রস ও ৩/৪ চামচ  মধু মিশিয়ে দৈনিক ২/৩ বার সেবন  নিয়মিত ২০/২৫ দিন।

তাছাডা
চিকিৎসা মর্ডান হারবাল পথ্য 
১/ কালোজিরার তৈল
২/  একোনাইট ন্যাপিলাস ( ডি কোল্ড)
৩/ শরবত এযাজ
৪/এ্যাজমালিন সিরাপ
৫/ এজমালিন ট্যাব
৬/ এজমালিন ক্যাপ
ইত্যাদি। 

৯/
এজমার সহায়ক চিকিৎসা যা খুব কার্যকরী
(ক) কালোজিরা মিহি চূর্ণ ১৫ গ্রাম,ও ৫০ গ্রাম পরিমান  মধু মিশিয়ে প্রতিদিন আধা চা চামচ করে ৩-৪ বার সেব্য।
(খ) আধার রস ১ চা চামচ হালকা গরম করে তার সাথে ১ চা চামচ মধু মিশিয়ে রাতে শোয়ার পুর্বে সেব্য।
( গ) নীম পাতার কলি ১২ টি ১২০ মিঃ পানিতে সিদ্ধ করে ছেকে রাতে সেব্য।
সূত্র:-
ডাঃ হেকিম ফয়জুল হক
"বাংলাদেশ ইউনানী বোর্ড কর্তৃক গাইডবুক" থেকে।
উপরোক্ত সকল ঔষধ গুলো এজমার রোগের  সহায়ক হিসাবে ব্যবহার করলে উপকার পাবেন।
তার সাথে অন্যান্য ঔষধ ও সেবন করতে পারবে।
তবে উপরোক্ত টিপস গুলো ব্যবহারেরর ফলে অন্যান্য ঔষধ ব্যবহারে কিছু টা হলেও স্বস্হি পাবেন ইনশাআল্লাহ।,
১০/  অর্জুন চাল চূর্ণ ১২ গ্রাম পরিমান দুধের ক্ষীর বা পায়েষের সাথে মিশিয়ে খেলে হাপানী আরোগ্য  হবেই।

মনে রাখতে হবে হাপানী পুরোপরী ভাল না হলেও এ সকল পথ্য গুলো সেবনে নিয়ন্ত্রণ রাখা সম্ভব।
তা ন্যাচরাল কোন প্রকারের সাইড এপেক্টছাডা।

এবার আলোচনা করব শিশুদের(  ৩-১০ বাছর) হাপানীতে ভেষজের ব্যবহার নিয়ে ====[

১/ শুন্ঠি, পিপুল,ও গোলমরিচ, 
এ তিনটি উপাদান এক চা চামচ পরিমান নিয়ে তার সাথে আধা চা চামচ  মধু মিশিয়ে  দৈনিক ৩ বার সেব্য।

২/ বাসক পাতার রস, =
১ চা চামচ বাসক পাতার রস  আধা চামচ মধুর সাথে মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।

৩/ তুলশি পাতা=
১ চা চামচ তুলশি পাতার রস, আধা চামচ যষ্টি মধু  ও আধা চা চামচ মধু মিশিয়ে দৈনিক ৩ বার সেব্য।

সূত্র "--
১/ মা ও শিশু চিকিৎসা গাইড
২/ প্রাথমিক চিকিৎসায়  ভেষজ
৩/ সুস্হ থাকার সোনালী উপায়
ডাঃ আলমগীরমতি হারবাল গবেষক।
ইউনানী চিকিৎসা গাইড ডাঃ ফয়জুল হক।
ও বিভিন্ন ডাক্তারী চিকিৎসা বিষয়ক ওয়েবসাইড
সংকলক
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
২০১৮/১৪৩৯

চলবে----- 

00966504967863 ওয়াতসাফ/ ইমু
০১৮২৯৩১৮১১৪
Abdullah Bhuiyan

http://351224351224.blogspot.com/2018/06/blog-post_17.html?m=1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন