রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১


আললাহ তায়ালার শুকরিয়া ও বনধূদের কৃতজ্ঞতা

লিখেছেন ডালিয়া নুজহা ১৩ জুলাই ২০১১, বিকেল ০৫:০২
দীঘ দিন যাবৎ লেখালেখির অভ্যাস থাকা সতেৄও বিভিনন কারনে অকারনে তা সমভব হয়নি৷হঠাৎ আমার দীঘ দিনের সাথী যার মিলেমিশ এক সময় আলজামেয়া ইসলামিয়া পটিয়ার পূষপ কাননের মৌচাক থেকে মধূ আহরন করেছিলাম;তিনি বতৄমানে সোনার বাংলাদেশের একজন নিয়মিত লেখক--হাবিবউললাহ৷ হঠাৎ কয়েক মাস পূবে ফেইসবুকে তঁার সাক্ষাতে ধন্য হই;এবং সোনার বাংলাদেশে তঁার কয়েকটি লেখা পড়ে পুনরায় আমার মনে লেখালেখির আগ্রহের উঁকি মারে ৷এ জন্য আললাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করর সাথে সাথে যিনি আমকে উত্ত বৄগের পথ দেখিয়েছেন ;ও বিভিনন প্রোগ্রামের সহযোিগতা করেছেন তাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভাল লেখার তাওফিক কামনা করছি ৷ আমিন আমিন ইয়া রাববাল আলামিন ৷৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন