রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

بسم الله الرحمن الحيم করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি

 এম আবদুল্লাহ নিজামী
করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি ।
ইহা সূরা নমলের একটি আয়াত হলেও পবিএ কোরআনের সকল সুরার শুরুতে বিচ্ছিন্ন একটি আয়াত , {সূরা বরাত ছাডা}
পবিএ কোরআন সহ মুসলমানদের দৈনন্দিন সকল কাজ বিছমিল্লাহ পডেই শুরু করতে হয় ৷
কেননা প্রিয় নবী সাঃ এরশাদ করছেন যে ,
যে কোন গুরুত্ত পূন কাজ বিছমিল্লাহ না পডে শুরু করলে লেজকাটা অথ্যাৎ অসম্পূন্ন হয় , সে কাজে বরকত হয়না
কাজেই আমাদের যে কোন কাজ বিছমিল্লাহ পড়েই শুরু করবো

অএ আয়াতের গূরুত্ত অপরীসীম মুফাছছীরীন গনের বননা মতে , সমগ্র কোরআনের ব্যাখা ও এর সারসংক্ষেপ একএে সুরায়ে ফাতেহাতে বননা করা হয়েছে, এবং সুরায়ে ফাতেহাতে যা কিছু আছে তা বিছমিল্লাহির রাহমনীর রাহীমে বননা করা হয়েছে ,এবং বিছমিল্লাহতে যা কিছু আছে তা বিছমিল্লাহর এর ب বা তে , এবং বা ب তে যা কিছু আছে তা একমাএ বা এর নীচে . নোক্তা তে বননা করা হয়েছে ,{ ছোবহানাল্লহ} এ জন্যই তো শুধু মাএ বিছমিল্লাহির রাহমানীর রাহীমের তফসীর লেখা হয়েছে ৮০ খন্ডে ৷

ওলামায়ে কেরামগন বিছমিল্লাহর পাঠের একটি পায়দার কথা লেখেছন যে ,
এ বিছমিল্লাহতে ১৯টি শব্দ আছে সুতরাং যে ব্যাক্তি দৈনিক ১৯ বার ইহা পড়বে, দোজখের ১৯ শক্তিশলী দারোয়ান থেকে রক্ষা পাবে ৷ যেমন عليها تسعة عشر এখানে ১৯ বলা হয়েছে কিন্তু প্রকৃত ঊনিশ কি আল্লাহই ভাল জানেন ৷

হয়তো ১৯ জন ,১৯শত, ১৯ হাজার , ১৯ লাখ, দারোয়ান প্রকৃত সংখ্যা আল্লাহই ভাল জানেন ৷যাই হউক
আগনীত দোজখের রক্ষীবাহিনী তথা দোজখ থেকে রক্ষা কারী একটা চমৎকার দোয়া ,

আল্লাহ সকল কে আমল করার তাওফিক দান করুন ৷
আমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন