মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

কয়েকটি ইসলামিক নিদর্শনএকবার না দেখলে মন মানেনা

 


কয়েকটি ইসলামিক নিদর্শনএকবার  না দেখলেই নয়  তবে এর সত্যতা আল্লাহই ভাল  জানেন




নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু সেই জীবনীতে উল্লেখিত জায়গা সমুহ এবং তার ব্যাবহরিত অনেক জিনিস যেমন তার তরবারি, জুতা, পাগরী আমরা অনেকেই দেখিনাই। সেই সকল জায়গা এবং বস্তু সকলকে দেখাবার একটি ছোট চেস্টা করেছি মাত্র।
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর তরবারি মোবারক

চার খলিফার তরবারি


ছবিটিতে চারজন খলিফার তরবারি রাখা আছে, একেবারে উপরের টি হযরত আবু বকর (রাঃ) এর তার পরের টি হযরত ওমর (রাঃ) এর পরের টি হযরত ওসমান (রাঃ) এর এবং সব শেষের টি হযরত ওমর (রাঃ) এর তরবারি।

যে বাড়ীতে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) জন্ম গ্রহন করে ছিলেন বলে মনে করা হয়

হযরত হালিমা (রাঃ)এর বাড়ী


নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এই বাড়ী টিতে তার সৈশবের অনেক গুল দিন কাটিয়ে ছিলেন, আর বাড়ী টি থেকে দুরে যে মাঠ দেখা যাচ্ছে সেখানে
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) মেষ চড়াতেন।
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর জুতা মোবারক




কাঁচেরমধ্য বাধান নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর চুল মোবারক[/sb




নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর পানির বোতলঃ



নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর পাগরী মোবারক

নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর পদ চিন্হ

হেরা গুহা

নবী করিম হযরত মুহাম্মদ (সঃ),হযরত আবু বকর (রাঃ) হযরত ওমর (রাঃ)এর রওজা মোবারক

১, নম্বর চিন্হিত টি হ্চ্ছে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর রওজা মোবারক, যেখানে হযরত আয়েশা (রাঃ) ঘর ছিল। ২ও৩নম্বর চিন্হিত টি হচ্ছে যথাক্রমে হযরত আবু বকর (রাঃ) এবং হযরত ওমর (রাঃ)এর রওজা মোবারক।
বদর প্রান্তর


উহুদ যুদ্বের ময়দান

এই সেই উহুদ যুদ্বের ময়দান যেখানে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর ৭০ জন সাথী এবং হামজা (রাঃ) শাহাদাত বরন করেন এবং ছবিটির নিচের দিকের বাউন্ডরির মধ্যে সেই জায়গার ছবি যেখানে তাদের কে সমাহিত করা হয়।
কাকে সিফা

এটি এমন একটি জায়গা যেখানে, কোন এক যুদ্বে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর কয়েক জন সাহাবি আহাত হয়ে ছিলেন নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) তাদের কে বলেছিলেন এই জায়গার ধুল ক্ষত স্হানে মেখে নিতে। সাহাবিরা সেই ধুল মাখার পরে তাদের উপসম মিলে ছিল।
মসজিদ আল জিন

নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এই মসজিদে কোরআন পাঠ করছিলেন, এমন সময় কয়েক জন জিন এসে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর কাছে ইসলাম গ্রহন করেন।(সুরা জিন পরলে এ ব্যপারে আরো জানা যাবে)
 হযরত
সাইন (রাঃ) এর জামা

মা ফাতিমা (রাঃ)এর জামা


জম জম কুপ

ফিনকি দিয়ে বেরিয়ে আসছে জম জম কুপের পানি।
হযরত উসমান (রাঃ) এর সময় কার কোরআন এবং এর পাতা





হযরত উসমান (রাঃ) এর সময় কার কোরআন, যেটি ইস্তাম্বুল এর জাদুঘরে রাখা আছে।

এটিও আর একটি, হযরত উসমান (রাঃ) এর সময় কার কোরআন সরিফ।
কাবা ঘর ১৯৫৩

ইসলামের অমান্যের নিদর্শন
ফেরাউনের ছবি
একজন অবিশ্বাসির ছবি যে ইসলামকে অমান্য, অবমাননা করে ছিল, যাকে ডুবিয়ে মারা হয়ে ছিল নীল নদে যে নিজেকে বলে ছিল খোদা,
সে এখন সুটকি হয়ে পরে আছে কায়রোর মিউজিয়ামে, সেই ফেরাউনের ছবি।

যার যার ধর্ম তার তার কাছে, এই পোস্টের মাধ্যমে আমি কাউকে বড় বা ছোট দেখেতে চাইনি, কেবল বলতে চেয়েছি ইসলামের প্রেক্ষাপট। এবং তার রেখে যাওয়া অস্তিত্য।





ইসলামের ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। সেই ইতিহাসে উল্লেখিত নবী গনের জীবনি আমরা জানতে পারি, সেই জীবনিতে উল্লেখিত তাদের রওজা ও তার অবস্হান সম্পর্কে আমরা অনেকেই জানিনা, এছাড়া পৃথিবীর কোথায় নেমেছিল হযরত আদম (আঃ)?কেমন আম্মা হাওয়ার কবর?কোথাথেকে আরম্ভ হয়ে ছিল নুহ্ (আঃ) এর ঝড়?
এরকম আরো নানান প্রশ্নের উত্তর খোজার বা আপনাদের সেই সকল জায়গা দেখাবার একটি ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র।

হযরত আদম (আঃ) এর পায়ের ছাপঃ

এটি হযরত আদম (আঃ) এর পায়ের ছাপ, যেটা শ্রিলংকায় পাহাড়ের চুড়ায় পাওয়া গিয়েছে। আল্লাহই ভাল জানেন  এর সত্যতা

এই সেই পাহাড়ের চুড়া যেখানে হযরত আদম (আঃ) এর পায়ের ছাপ পাওয়া গিয়েছে।

আম্মা হাওয়া (আঃ) এর কবরঃ

আম্মা হাওয়া (আঃ) এর কবর এটির অবস্হান জেদ্দায়।

হযরত আদম (আঃ) এর দুই পুত্রের কবরঃ
যেখানে খুন হয়েছিল হযরত আদম আঃ এর পুত্রঃ

এই সেই জায়গা যেখানে খুন হয়েছেন হযরত আদম (আঃ) এর পুত্র।

১। হাবিলের কবরঃ

হযরত আদম (আঃ) এর পুত্রে হাবিলের কবর, এটি পৃথিবীর সর্বপ্রথম কবর। যেটির অবস্হান জর্ডানে।

২। কাবিলের কবরঃ

প্রথম নবীর কবরঃ

ইসলামের ইতিহাসে প্রথম যে নবী এসে ছিলেন তার কবর এটি, উনি হযরত আদম (আঃ) এর পর প্রথম নবী হয়ে পৃথিবী তে আসেন। উনার নাম, হযরত ইউসি, আর ওনার কবরের আবস্হান জর্ডানে।

হযরত ইব্রাহিম-আল-খলিল(রাঃ) এর কবরঃ

হযরত ইব্রাহিম-আল-খলিল এর কবর। এটির অবস্হান ইসরাইলে।
হযরত লুত (আঃ) এর কবরঃ

হযরত লুত (আঃ) এর কবর এটি ইরাকে।
হযরত সালেহ্ (আঃ) এর কবরঃ
হযরত মুসা (আঃ) এর কবর। এর অবস্হান ইসরাইলে।


হযরত দাউদ (আঃ) এর কবরঃ

হযরত দাউদ (আঃ) এর কবর। এর অবস্হান ইসরাইলে।

হযরত মুসা (আঃ) এর কবরঃ


প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) এর রওজা মোবারকঃ

বিবি আমিনা ( রাঃ) এর কবরঃ


বিবি ফাতিমা জহরা ( রাঃ) এর কবরঃ



বিবি খাদিজা ( রাঃ) এর কবরঃ

হযরত আবুতালিবের কবরঃ

প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) এর চাচা হযরত আবু তালিবের কবর।

তুফান এ নুহ্‌ঃ

এই সেই জায়গা যেখান থেকে তুফান এ নুহ্ আরম্ভ হয়ে ছিল, আল্লাহর বানী অমান্য করার দায়ে এখান থেকেই সেই কাফির দের উপোর নেমে এসে ছিল চরম দুর্ভোগ, কিন্তু আল্লাহ তার ভাল বান্দাদের বাচিয়ে দিলেন নুহ (আঃ) সেই নৌকার মাধ্যমে।
নুহ (আঃ) নৌকা ঃ


ধারনা করা হয় এটি ই সেই নুহ (আঃ) এর নৌকার অংশ।

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন