মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

যৌন সমস্যায় মধুর ব্যবহার অপরিসীম

যৌনসমস্যায় মধুর ব্যবহার
স্নায়ুবিক মানসিক ও যৌন দুর্বলতায়   অসাধারণ মধুর ব্যবহার যা হয় তো অাপনি কখনো শুনেন নি।
অাজকে সেই  অভাক করা তথ্য  নিয়ে  অামি হাজির হয়েছি শুধু মাত্র মধুর ব্যবহার নিয়ে।

যারা যৌন সমস্যায় অনেক নামি দামি ওষুধ ব্যবহার করেছেন হয়তো,সাইড এপেক্ট হয়েছে  কিন্ত অাজকে অাপনি নিজ হাতে তৈরী করা ওষুধ সেবন করেই যৌন শক্তি সন্ছয়  করুন। যা ১০০% নিরাপদ।
তাই  অামি অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ডাক্তার কবিরাজ হেকীম সাহেবদের বিভিন্ন ভিডিও  বক্ততা,, সহ বিভিন্ন লেখনি থেকে নিন্ম বর্নিত টিপস্ গুলো সংকলন করেছি। যে গুলুতে শুধু মাত্র প্রাকৃতিক খাঁটি মধুর  ব্যবহার করা হয়েছে। ওগুলোই নিয়েছি মাত্র।তন্মধ্যে অনেক গুলো পরীক্ষিত।

মুলত অামি #ব্যক্তিগত #গবেষণার কাজে ব্যবহারের জন্যই অামার  এ উদ্দোগ।

# ১# বীর্যপাতলা, বীর্য গাড করতে।

যারা বয়স্ক , সহবাসে অক্কম এমন ব্যক্তিরা  ১০ দিনে সুস্হ, তা  কি ভাবে জেনে নিন।

( ক) ৪/৫ চামচ দুধের সরের সাথে ১/২/ চামচ খাঁটি মধু মিশিয়ে রাতে খাওয়ার অাধা ঘন্টা অাগে খেতে হবে।
এবং  ১ কাপ গরম দুধে ২ চামচ কিসমিস মিশিয়ে  রাতে খাওয়ার  ১ ঘন্টা পরে খেতে হবে।  ১০/১৫ দিনে সুস্হ।

( খ) ২ চামচ কালোজিরা পিসিয়ে ২ চামচ মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে সেব্য। ৩০ দিন।


(৩) দীর্ঘ টাইম মিলন/দ্রুত বির্যপাত রোধ- টিপস

------
( ক) ১-অাধা কাপ গরম গাভির দুধ
২-২ চামচ খাঁটি মধু
৩-২ চামচ ভিজিয়ে রাখা তোকমা দানা
৪- ১ চামচ তাল মাখনা মিশিয়ে তৈরি করুন এবং  মিশ্রণটি   ঘুমানোর অাধা ঘন্টা অাগে খেয়ে নিন।
৩০ দিন পর্যন্ত। যথেষ্ট   কার্যকরী।

(  খ)  "অাখর গুডা"  এটা ১ জাতীয়  গাছের শিকড,
দ্রুত বির্যপাত রোধে কার্যকরী। সহবাসের পুর্বে মধুতে ভিজিয়ে বা চুবিয়ে মুখে রেখে অাস্তে অাস্তে জৈষ্ঠ মধুর মত চুষে চুষে খাওয়া। বা সহবাসের অাধা ঘন্টা অাগে চুষে চুষে খাওয়া।

(৪) বির্যকে অাঠার মত গাডো করবে ৩০ দিনে
---
১- অাধা কাপ গরম দুধ
২- তোকমা দানা ২ চামচ
৩- ইসুব গুল  ১ চিমটি পরিমান মিশিয়ে ভাল ভাবে নাডিয়ে রেখে দিবে, ১৫ /২০ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ঘুমানোর অাধা ঘন্টা খেতে হবে।
  এ ভাবে ৩০ দিন।

(৫) দ্রুত বির্যপাত রোধ +৩০ দিনে++
--
১- কালজিরা ২ চামচ
২- অাদা পিসা বা ব্লান্ডারকৃত বা ১ চামচ রস
৩-২ কোয়া  রসুন বাটা
৪-২ চামচ খাটি মধুু এক সাথে মিশিয়ে   অাধা ঘন্টা রেখে দিবে।পরে রাতে খানা খাওয়ার ১ ঘন্টা পর মিশ্রণটা খেতে হবে ৩০ দিন। 

(৬) কাচা বুট / মধু সেক্স বাডাবে
--
১২ ঘন্টা ২/৩ চামচ চনাবুট বিজিয়ে রাখার পর ভাল করে পরিস্কার করে  উক্ত চনাবুটে ২ চামচ খাটি মধু দিয়ে ভাল করে মিশ্রণ করে ১/২ ঘন্টা রেখে দিবে,  সকালে খালি পেটে সেব্য। ৭-১৫ দিন মাত্র।

(৮)  সহবাসে অাগ্রহী কিন্তু  লিঙ্গ শক্ত না  হলে+

( ক) পানের মধ্যে মধু মিশিয়ে ১ চামচ কালোজিরা সহ চিবিয়ে খাবে   রাতে খাবার ১/২ ঘন্টা পর। ৩০দিন।
( খ)  প্রতিদিন ২/৩ কোআ কাচা রসুন গিলে খাবে।
  (গ)  ১ কাপ গরম দুধে ৪/৫ চমচ মধু মিশিয়ে রাতে ঘুমানোর অাধা ঘন্টা অাগে সেব্য।৩০ দিন

(ঘ)  ১ কাপ গরম দুধে ১ টা কাচা ডিম সহ ২/৩ চামচ মধু মিশিয়ে  সেব্য সকালে   খালি পেটে ৩০ দিন।

(৯) প্রাকৃতিক ভায়াগ্রা  নিজে তৈরী করুন।

( ক) ৪ টি ভাল মানের শুকনো খেজুরের ভিতর ৪ কোআ  রসুন ভরে মধুতে ভিজিয়ে রাখুন রাতে।সকালে নাস্তার অাধা ঘন্টা অাগে সেবন করুন ২১ দিন।
( খ)  ২ চামচ হিং অাধা গেলাস ঠান্ডা পানিতে  মিশিয়ে ৪০ দিন সেবন করুন। সকাল খালি পেটে।

(১০) দীর্ঘ টাইম মিলন/দ্রুত বির্যপাত রোধ- টিপস
-

(  খ)  "অাখর গুডা"  এটা ১ জাতীয়  গাছের শিকড,
দ্রুত বির্যপাত রোধে কার্যকরী। সহবাসের পুর্বে মধুতে ভিজিয়ে বা চুবিয়ে মুখে রেখে অাস্তে অাস্তে জৈষ্ঠ মধুর মত চুষে চুষে খাওয়া। বা সহবাসের অাধা ঘন্টা অাগে চুষে চুষে খাওয়া। 

( গ) 
বির্য গাড, টাইম বাডাতে।
অাধা কেজি বা ১/৪ কেজি গাভির দুধ জালদিয়ে অর্ধেক করে, তার মধ্যে ৫ টি নরম খেজুর কে পিশিয়ে  মধু সহ মিশিয়ে, তার পর মধুতে মিশিয়ে,  সকালে খালি পেটে সেব্য, ১ সাপ্তাহ

(10) দীর্ঘস্হায়ী সহবাস:উত্তেজনার জন্য,
  ১ টি পান, মধু ১ চামচ, কালোজিরা ১ চামচ, রাতে খাবার পর সহবাসের  ১/২ অাগে সেবন করুন।সাথে ৪/৫ টি  খেজুর।
শক্ত,মোটা দীর্ঘ স্হায়ী করত কার্যকরি।

(২)  ১ চামচ মধু, ১ চামচ কালোজিরা,১ চামচ মেথি অাধা কাপ গরম দুধ,১/২ চামচ কালোজজিরা তেল, রাতে ভিজিয়ে রেখে সকাল সেব্য।

3)
 
দীর্ঘস্হায়ী সহবাস:  ১ টি পান, মধু ১ চামচ, কালোজিরা ১ চামচ,  ৩/৪ টকরো অাদা সহ দুপুর ও রাতে খাবার পর সেবন করবে মোটা শক্ত করবে, স্হায়িত্ব হবে

বিভিন্ন হাকীম কবিরাজদের লেখনি ও ভিডিও থেকে সংগ্রহ  করেছি।

প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম।
০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন