মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

যৌন সমস্যা সমাধানে কিছু উপকারী টিপস ০২

(৩) দীর্ঘ টাইম মিলন/দ্রুত বির্যপাত রোধ- টিপস
------
( ক) ১-অাধা কাপ গরম গাভির দুধ
২-২ চামচ খাঁটি মধু
৩-২ চামচ ভিজিয়ে রাখা তোকমা দানা
৪- ১ চামচ তাল মাখনা মিশিয়ে তৈরি করুন এবং  মিশ্রণটি   ঘুমানোর অাধা ঘন্টা অাগে খেয়ে নিন।
৩০ দিন পর্যন্ত। যথেষ্ট   কার্যকরী।

(  খ)  "অাখর গুডা"  এটা ১ জাতীয়  গাছের শিকড,
দ্রুত বির্যপাত রোধে কার্যকরী। সহবাসের পুর্বে মধুতে ভিজিয়ে বা চুবিয়ে মুখে রেখে অাস্তে অাস্তে জৈষ্ঠ মধুর মত চুষে চুষে খাওয়া। বা সহবাসের অাধা ঘন্টা অাগে চুষে চুষে খাওয়া।
তবে হাইপেসার রুগিরা খাবেন না।

(গ)
সহবাসের ১ ঘন্টা পুর্বে। খেলে বারংবার সহবাস করুন।
১ কাপ গরম দুধ,১ চামচ কালোজিরা,১ চামচ রান্নার জিরা,১ চামচ মেথি মিশিয়ে খান,   w কযেকটি খেজুর

2  - দৈনিক ২ বার কালোজিরার তেল মাখুন ৩ ফোটা করে। অথবা খাঁটটি মধু মাখতে পারেন অথবা উভয়টা মিক্স করেও মালিশ করা যায়।
৩- দৈনিক হাপ চামচ কালোজিরার তেল,১ চামচ মধু,হাপ চামচ তোকমা হাপ চামচ ইসুবগুল মিশিয়ে অাধা ঘন্টা পর, রাতে খাবারের পর সেব্য।১ মাস।

+++++ 

৭- প্রসাবের সাথে বির্য গেলে বা অাগে পরে বীর্য
1/

১ চামচ হালিম দানা রাতে ভিজিয়ে সকাল  খালি পেটে সেবন করুন ১ মাস।  

2/ প্রস্রাবের অাগে পরে ধাতু বাহির হলে
১৫/২০/ টা নিম পাতা পিশিয়ে সকাল খালি পেটে ১ গ্লাস পানির সাথে মিশিয়ে ১/২ চামচ মধু সহ সেব্য,

চিনি জাতীয় দ্রব খাবেনা।
+++++

(২) বীর্যপাতলা, বীর্য গাড করতে। বয়স্ক , সহবাসে অক্কম+১০ দিনে সুস্হ,
--- ( ক)
৪/৫ চামচ দুধের সরের সাথে ১/২/ চামচ খাঁটি মধু মিশিয়ে রাতে খাওয়ার অাধা ঘন্টা অাগে খেতে হবে।
এবং  ১ কাপ গরম দুধে ২ চামচ কিসমিস মিশিয়ে  রাতে খাওয়ার  ১ ঘন্টা পরে খেতে হবে।  ১০/১৫ দিনে সুস্হ।

( খ) ২ চামচ কালোজিরা পিসিয়ে ২ চামচ মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে সেব্য। ৩০ দিন। 

(গ)  বির্য, পাতলা, টাইম কম,
৩/৪ কোআ রসুন বাটা, ১ মাঝারি সাইজ পিয়াজ বাটা, ১ কাপ গরম দুধে মিশিয়ে। সহবাস পুর্ব১/২ অাগে  সেবন 
++++(

(৫) সামন্য উত্তেজনা, কল্পনা করায় বা এমনিতে দ্রুত বির্যপাত রোধ +৩০ দিনে++
--
১- কালজিরা ২ চামচ
২- অাদা পিসা বা ব্লান্ডারকৃত বা ১ চামচ রস
৩-২ কোয়া  রসুন বাটা
৪-২ চামচ খাটি মধুু এক সাথে মিশিয়ে   অাধা ঘন্টা রেখে দিবে।পরে রাতে খানা খাওয়ার ১ ঘন্টা পর মিশ্রণটা খেতে হবে ৩০ দিন।

2() 1চামছ কালোজিরা, ১ চামচ মেথি, ১ চামচ মধু, অাধা কাপ গরম দুধ, ৪/৫ টি ছোট রসুন কোআর টুকরো, অাধা চামচ কাললোজিরা তেল, মিশিয়ে   রাতে ভিজিয়ে রেখে ,  সকাল  খালি পেটে ১ মাস সেব্য।

সামান্য উত্তেজনায় বা কল্প না করতে করতে বীর্য  অাউট রোধ।
১) ১ চামচ তোকমা, ১ চামচ তালমাখনা, ৩/৪ ঘন্টা ভিজিয়ে রেখে  ঘুমানোর অাগে খেয়ে নেবেন সাথে ১ চামচ মধু মিশিয়ে। ১ মাস

২)  (বির্য গাড় করতে+ বীর্য তৈরীতে সহাযক+
প্রতি রাতে ১কাপ গরম দুধে ১ টি কাচা ডিম ভেঙ্গে সেবন করতে হবে।  খাবার পর,
৩০ দিন

++++++

(১) যৌনদুর্বলতা,  শুক্রতারল্য, শারিরীক দুর্বলতা কাটাতে কার্যকরী মহৌষধ, পেটের পীডা কোষ্ঠ কাঠিন্য  দুর করবে।
+++
( ক)  ১- অাধা কাপ গরম গরুর দুধ
২- তাল মেসরী ( সাদা টা ) ২ চিমটি
৩- কালোজিরা বা পাউডার  ২ চামচ
৪- তোকমা দানা ২ চামচ,
সব গুলো
সন্ধায় মিশিয়ে রেখে দিন। কমাজকম ১২ ঘন্টা,  পরদিন সকালে খালি পেটে ১ গ্লাস ঠান্ডা পানি পান করার ১০ মিনিট পর মিশ্রণটি খেতে হবে ১৫/২০ দিন পর্যন্ত। 

  (খ) বির্য গাড় করতে+ বীর্য তৈরীতর সহাযক+
প্রতি রাতে ১কাপ গরম দুধে ১ টি কাচা ডিম ভেঙ্গে সেবন করতে হবে। ৩০ দিন

   ++++++++

(৪) বির্যকে অাঠার মত গাডো করবে , সামান্য উত্তেজনা বা কল্পনা করা কালীন সময়ে বা এমনিতে  বীর্য  বের রোধ করবে।
(১/)
---
১- অাধা কাপ গরম দুধ
২- তোকমা দানা ২ চামচ
৩- ইসুব গুল  ১ চিমটি পরিমান মিশিয়ে ভাল ভাবে নাডিয়ে রেখে দিবে, ১৫ /২০ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ঘুমানোর অাধা ঘন্টা খেতে হবে।
  এ ভাবে লাগাতার ৩০/৪৫ দিন।
তাছাডা অন্যান্য ওষুধ চিকিৎসকের  পরামর্শ  মত , সময় মত সেবন করতে হবে।  

( ২)১২/১৫ টি কাঠ বাদাম ১৫ টি কিসমিস পিষিয়ে অাধা কাপ দুধে  সাথে ১ টি ডিম দিয়ে জাল দিবে, ঘন করে খাবে,  ২ বার ভরা পেটে রাত দুপুরে।

++++++

(10) দীর্ঘস্হায়ী সহবাস:উত্তেজনার জন্য,
  ১ টি পান, মধু ১ চামচ, কালোজিরা ১ চামচ, রাতে খাবার পর সহবাসের  ১/২ অাগে সেবন করুন।সাথে ৪/৫ টি  খেজুর।
শক্ত,মোটা দীর্ঘ স্হায়ী করত কার্যকরি।

(২)  ১ চামচ মধু, ১ চামচ কালোজিরা,১ চামচ মেথি অাধা কাপ গরম দুধ,১/২ চামচ কালোজজিরা তেল, রাতে ভিজিয়ে রেখে সকাল সেব্য।

3)
 
দীর্ঘস্হায়ী সহবাস:  ১ টি পান, মধু ১ চামচ, কালোজিরা ১ চামচ,  ৩/৪ টকরো অাদা সহ দুপুর ও রাতে খাবার পর সেবন করবে মোটা শক্ত করবে, স্হায়িত্ব হবে

++++++  

(৯) প্রাকৃতিক ভায়াগ্রা  নিজে তৈরী করুন।

( ক) ৪ টি ভাল মানের শুকনো খেজুরের ভিতর ৪ কোআ  রসুন কেটে কেটে ভরে মধুতে  ভিজিয়ে রাখুন রাতে।
সকালে নাস্তার অাধা ঘন্টা অাগে সেবন করুন ২১ দিন। ২১ দিনে সহবাস ২/৩ বার করা যাবে বেশি না।
( খ)  ২ চামচ হিং অাধা গেলাস ঠান্ডা পানিতে  মিশিয়ে ৪০ দিন সেবন করুন। সকাল খালি পেটে।
গরম দুধ মিশিয়ে ও। খেতে পারেন
( গ)  ১ কাপ গরম গাভীর দুধ,   ১ টি হাসের ডিম ১ চামচ মধু মিশিয় ে রাতে সেবন 

+++++(

(৮)  সহবাসে অাগ্রহী কিন্তু  লিঙ্গ শক্ত না  হলে+
( ক) ১ টি পানের মধ্যে মধু মিশিয়ে ১ চামচ কালোজিরা, ১ চামচ মধু সহ চিবিয়ে খাবে   রাতে খাবার ১/২ ঘন্টা পর। ৩০দিন।

( খ)  প্রতিদিন ২/৩ কোআ কাচা রসুন গিলে খাবে।
  (গ)  ১ কাপ গরম দুধে ৪/৫ চমচ মধু মিশিয়ে রাতে ঘুমানোর অাধা ঘন্টা অাগে সেব্য।৩০ দিন

(ঘ)  ১ কাপ গরম দুধে ১ টা কাচা ডিম সহ ২/৩ চামচ মধু মিশিয়ে  সেব্য সকালে   খালি পেটে ৩০ দিন।

++++++

সেক্স হালুয়া, দীর্ঘ সময়,
১ চামচ ইসুব গুল দানা, ১ চামচ শিমুল মুল,১ চামচ  মধু, ১ চামচ কালোজিরা,১ চামচ শাহীদানা,১ চামচ তালমাখনা সব মিশিয়ে হালুয়া তৈরী করে খেতে হবে সকাল  খালি পেটে, পরে গরম দুধ সেব্য।

+++++ 

(৬) কাচা বুট / মধু সেক্স বাডাবে
--
১২ ঘন্টা ২/৩ চামচ চনাবুট বিজিয়ে রাখার পর ভাল করে পরিস্কার করে  উক্ত চনাবুটে ২ চামচ খাটি মধু দিয়ে ভাল করে মিশ্রণ করে ১/২ ঘন্টা রেখে দিবে,  সকালে খালি পেটে সেব্য। ৭-১৫ দিন মাত্র।উ ++++

০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন