সোমবার, ৯ জুলাই, ২০১৮

কওমী ও আলিয়ার ছাত্ররা চিকিৎসা সেবায় এগিয়ে আসুন

ক্বওমী ও আলীয়া মাদ্রাসার ছাত্ররা চিকিৎসা নামক মানব সেবায় এগিয়ে আসুন
==০০এম এম আবদুল্লাহ ভূঁইয়া ০০= 


বাংলাদেশের প্রত্যন্ত অন্চলে ক্বওমী ও আলীয়া মাদ্রাসাগুলু থেকে প্রতি বছর দাওরায়ে হাদীস ও টাইটেল ক্লাস সমাপনির পর অনেক ছাত্র বাহির হচ্ছে এবং বিভিন্ন সেক্টরে কর্মজীবন শুরু করেন। 

 আপনারা সর্বনিম্ন ৬ মাস থেকে ১/৩-বছরের ভেষজ ইউনানী ও হাকীমি  চিকিৎসা বিজ্ঞানের যাবতীয় বই/ইংরেজী,বাংলা,আরবীতে বাংলাদেশে কোর্স করে মানুষের চিকিৎসা সেবা দিতে পারেন।

দেশে ঈমানদার মানবিক সাংবাদিক কর্মজীবী  থাকলেও  ঈমানদার মানবিক ডাক্তারের খুবই অভাব, 

অনেকে এই মহৎ কর্ম ও পদবীকে কসাইয়ের পেশা হিসাবে তুলনা করে থাকেন কথাটি শুনতে খুবই ঘৃনীত ও লজ্জাবোধ মনে হয়।
আজকে চট্টগ্রাম এ দেখুন ডাক্তাররা একজোট হয়ে মানুষের জীবন আর  চিকিৎসা সেবা নিয়ে কি হলিখেলা খেলছে, যদি তারা মানবিক হতেন আর দ্বীনদার হতেন কখনো এমনটি হত বলে মনে হয়না।

আজকে খোদাভিরু মানুষের অভাব চিকিৎসা খাতে তাই আল্লাহওয়ালাদের এ খাতে এগিয়ে আসতে হবে। আলেমরা এ সন্মান জনক মানব সেবায় আসলে মানুষ কিছুটা হলেও স্বস্হি পাবে।ইতিমধ্যে অনেকে এগিয়ে আসছেন। 

আমি একবার ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলাম অনেক অপেক্ষার পর ডাক্তার পেয়েছি তবে   সেখানে অনেক কষ্ট পেয়েছি তা বলার প্রয়োজন মনে করিনা, সেবার কোন বালাই নেই ১২০০ টাকা ভিজিট দেয়ার পর ২ মিনিটেই প্রেক্টিপশান লিখে দিলেন একটি কথা বলা বা  একটু পরামর্শ ও নেই  । 

   
তবে মূল কথা হল 

এক বড ডাক্তারের কমান্ডারের উক্তি হল "এ হাসপাতালে ২ জন মাত্র ডাক্তার আছেন যারা কিনা রুগির যথাযত মূল্যায়ন ও সেবা দিয়ে থাকেন, পরামর্শ  দিয়ে থাকেন কথা বলেন।  তিনি বললেন উনারা নাকি তাবলীগি।


অর্থাৎ তাবলিগে যাওয়ার কারনে দ্বীনের কিছুটা বুঝ আসার কারণে তাদের এ পরিবর্তন।

বর্তমানে মর্ডান হারবাল কোং বেকার যুবকদের ৩০ দিন ২ মাস ও তিন মাসের কোর্স দিয়ে ভেষজ ইউনানী হোমিও চিকিৎসার প্রশিক্ষন দিয়ে আত্বনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে, চাইলে আপনি ও আর্তমানবতার খেদমতে এগিয়ে আসতে পারেন।  

এজন্য আমি বলবো এ সেক্টরে আলেমদের বিচরন খুব জরুরী। এটা মানব সেবার শীর্ষেে। তাই আলেমরা এগিয়ে আসুন।  মানুষের সেবা করুন।    


আর আমার ব্যক্তিগত চিকিৎসা সেবা মূলক ফেইজ

"প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম "

https://www.facebook.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4%E0%A6%AE-327266534385923/

আমি এ ফেইজের  দ্বারা দেশ বিদেশের অনেক কে  চিকিৎসা সংক্রান্ত ফ্রি পরামর্শ দিয়ে থাকি। এবং দেশীয় ভেষজ খাদ্য পথ্য ও ঔষধ দিয়ে প্রাথমিক চিকিৎসা ও দিয়ে থাকি  প্রয়োজনে দেশের যে কোন স্হানে কুরিয়ার সার্ভিসে ঔষধ ও পাঠিয়ে থাকি।

এবং ভবিষ্যৎ আরও ব্যাপক ভাবে প্রশিক্ষণ নিয়ে আত্বমানবতার সেবায় নিজেকে আত্বনিয়োগ করবো।
সকলের দোআ কামনা করছি।


স্নায়ুবিক যৌন দূর্বলতা সহ আপনাদের যে কোন সমস্যায় যোগাযোগ করতে পারেন।

এম এম আবদুল্লাহ ভূঁইয়া 

০১৮২৯৩১৮১১৪
০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩ ইমু/ ওয়াতসাফ এ
যোগাযোগ করতে পারেন

1 টি মন্তব্য:

  1. প্রাকৃতিক চিকিৎসা নিন ,সুস্হ ও শংকামুক্ত জীবন যাপন করুন
    ০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩
    ০০৮৮ ০১৮২৯৩১৮১১৪

    উত্তরমুছুন