নীলফামারী প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
নতুন বার্তা ডটকম
নীলফামারী: নীলফামারীর লাবনী নামের এক মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। জেলার সৈয়দপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আলোকদ্দিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া ওই মেয়েকে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় করছে তাদের বাড়িতে। এ অবস্থায় মানুষের ভিড় সামলাতে ওই পরিবারের সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।
জানা গেছে, ওই এলাকার স্কুলশিক্ষক আব্দুল হালিমের এক ছেলে ও ছয় মেয়ের মধ্যে সবার ছোট নুসরাত জাহান ওরফে লাবনী (১৪)। সে বাড়ির পার্শ্ববর্তী ফাজিলপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়।
রোববার সকালে তার আকস্মিক শারীরিক পরিবর্তন ঘটে। সে বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তার দাদীকে জানায়। পরে একে একে ঘটনাটি গোটা এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
লাবনী মা রওশন আরা বেগম নতুন বার্তাকে জানান, শিশুকাল থেকে লাবনী চলাফেরা ছিল ছেলেদের মতো। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে তার আচার-আচরণে আরো বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সময় থেকে লাবনী মেয়ে হলে মেয়েদের সঙ্গে তেমন মেলামেশা করতো না। ছেলেদের সঙ্গে তার সখ্যতা ছিল সবচেয়ে বেশি। তারা ওই সময় থেকে মেয়ে লাবনীর বিষয়টি আঁচ করে আসছিলেন। এ অবস্থায় তারা মেয়ে লাবনীকে নিয়ে চিকিৎসকদের শরনাপন্ন হন। সে সময় চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে পুরুষ হরমোনের পরিমাণ বেশি বলে জানান। শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন।
চিকিৎসকরা জানান, বয়ঃসন্ধিক্ষণে তাঁর পুরোপুরি শারীরিক পরিবর্তন ঘটতে পারে। রোববার আকস্মিক তার ওই পরিবর্তন ঘটে। এ ঘটনার পর তার বাবা আব্দুল হালিম মেয়ে লাবনীর নাম পরিবর্তন করে নাছির উদ্দিন আহমেদ রাখেন।
এ ব্যাপারে কথা হয় সৈয়দপুরের বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মানুষের শরীরের হরমোনজনিত পরিবর্তনের কারণে এমনটি ঘটে। মূলতঃ ওই মেয়েটির জন্মের পর থেকে তার শরীরে নারী হরমোন বেশি ছিল। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় মেয়েটির শরীরে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় এই শারীরিক পরিবর্তন ঘটেছে।
নতুন বার্তা/জবা
http://www.natunbarta.com/index.php?view=details&data=Tax&news_type_id=1&menu_id=81&news_id=3382
===================================================
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া ওই মেয়েকে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় করছে তাদের বাড়িতে। এ অবস্থায় মানুষের ভিড় সামলাতে ওই পরিবারের সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।
জানা গেছে, ওই এলাকার স্কুলশিক্ষক আব্দুল হালিমের এক ছেলে ও ছয় মেয়ের মধ্যে সবার ছোট নুসরাত জাহান ওরফে লাবনী (১৪)। সে বাড়ির পার্শ্ববর্তী ফাজিলপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়।
রোববার সকালে তার আকস্মিক শারীরিক পরিবর্তন ঘটে। সে বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তার দাদীকে জানায়। পরে একে একে ঘটনাটি গোটা এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
লাবনী মা রওশন আরা বেগম নতুন বার্তাকে জানান, শিশুকাল থেকে লাবনী চলাফেরা ছিল ছেলেদের মতো। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে তার আচার-আচরণে আরো বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সময় থেকে লাবনী মেয়ে হলে মেয়েদের সঙ্গে তেমন মেলামেশা করতো না। ছেলেদের সঙ্গে তার সখ্যতা ছিল সবচেয়ে বেশি। তারা ওই সময় থেকে মেয়ে লাবনীর বিষয়টি আঁচ করে আসছিলেন। এ অবস্থায় তারা মেয়ে লাবনীকে নিয়ে চিকিৎসকদের শরনাপন্ন হন। সে সময় চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে পুরুষ হরমোনের পরিমাণ বেশি বলে জানান। শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন।
চিকিৎসকরা জানান, বয়ঃসন্ধিক্ষণে তাঁর পুরোপুরি শারীরিক পরিবর্তন ঘটতে পারে। রোববার আকস্মিক তার ওই পরিবর্তন ঘটে। এ ঘটনার পর তার বাবা আব্দুল হালিম মেয়ে লাবনীর নাম পরিবর্তন করে নাছির উদ্দিন আহমেদ রাখেন।
এ ব্যাপারে কথা হয় সৈয়দপুরের বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মানুষের শরীরের হরমোনজনিত পরিবর্তনের কারণে এমনটি ঘটে। মূলতঃ ওই মেয়েটির জন্মের পর থেকে তার শরীরে নারী হরমোন বেশি ছিল। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় মেয়েটির শরীরে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় এই শারীরিক পরিবর্তন ঘটেছে।
নতুন বার্তা/জবা
http://www.natunbarta.com/index.php?view=details&data=Tax&news_type_id=1&menu_id=81&news_id=3382
===================================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন