পবিত্রতা অর্জন করার ২টি মাধ্যম অজু-গোসল
কারো মুখ ভরে ভূমি হলে ,শরীরের কোন অঙ্গের থেকে ফূঁজ-রক্ত বাহির হলে, সিঙ্গা বসাইলে , পায়খানা প্রস্রাব করলে , গুপ্তাঙ্গ থেকে বাতাস -পোকা -পাথর ইত্যাদি যে কোন কিছু বাহির হওয়ার কারনে সাময়িক শরীরে যে অপবিত্রতা হয় তা থেকে পবিত্রতা অর্জন করার
জন্যই অজু করতে হয় ৷
অজুর ফরজ ৪টি
============
১· মাথার চুলের গোড়া থেকে থুতনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ কমপক্ষে একবার ধোয়া।
২· দুই হাত কনুই সহ কমপক্ষে একবার ধোয়া।
৩· মাথার চার ভাগের এক ভাগ কমপক্ষে একবার মাছেহ করা।
৪· দুই পা টাকনু সহ কমপক্ষে একবার ধোয়া।
উপর্যুক্ত কাজগুলো ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক যথাযথভাবে না করলে ওজু হবে না।১ চুল পরিমান ও যাতে শুকনো না থকে ৷
-সূরা মায়িদা-৬০
আর উপরোক্ত ধৌত করার স্হান গুলো ১ বার ধৌত করা ফরজ আর ৩ বার ধৌত কর সুন্নাত , আর সমস্ত মাথা শুধু মাত্র ১ বার মাছেহ করা সুন্নাত , আর চার ভাগের এক ভাগ একবার মাছেহ করা ফরজ ৷*********************************************************************
]
ফরজ গোসলের ফরজ ৩টি
----------------------
-----------------------
সাধারনত সহবাস , স্বপ্ন দোষ, হস্তমৈথুন, ও মহিলাদের ঋতুস্রাব হলে , বা সন্তান জন্মের পর নেফাসের কারনে শরীর স্হায়ী ভাবে যে অপবিত্র হয় , তা থেকে পবিত্রতা অর্জনের জন্য যে গোসল করা হয় তাকে ফরজ গোসল বলা হয় ,
আর এ গোসলের ফরজ কাজ হলো ৩টি
১/ গড়গড়ার সাথে কুলি করা
২/ এমন ভাবে নাকে পানি দেয়া যাতে নাকের ডগায় পর্যন্ত পোঁছে যায় .
৩/ সমস্ত শরীরে এমন ভাবে পানি পৌঁছানো যাতে ১ চূল বরাবর ও জায়গা শুকনো না থাকে
এ কার্যগুলো সম্পাদন করন ব্যতিরেকে গোসল করলে শরীর পাক হবেনা , সার্বক্ষন নাপাকই থেকে যাবে ৷
এম আবদুল্লাহ ভূঁইয়া
প্রতিষ্ঠাতা পরিচালক
নুরুলগনি ইসলামী একাডিমী
মিরসরাই
চট্টগ্রাম
কারো মুখ ভরে ভূমি হলে ,শরীরের কোন অঙ্গের থেকে ফূঁজ-রক্ত বাহির হলে, সিঙ্গা বসাইলে , পায়খানা প্রস্রাব করলে , গুপ্তাঙ্গ থেকে বাতাস -পোকা -পাথর ইত্যাদি যে কোন কিছু বাহির হওয়ার কারনে সাময়িক শরীরে যে অপবিত্রতা হয় তা থেকে পবিত্রতা অর্জন করার
জন্যই অজু করতে হয় ৷
অজুর ফরজ ৪টি
============
১· মাথার চুলের গোড়া থেকে থুতনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ কমপক্ষে একবার ধোয়া।
২· দুই হাত কনুই সহ কমপক্ষে একবার ধোয়া।
৩· মাথার চার ভাগের এক ভাগ কমপক্ষে একবার মাছেহ করা।
৪· দুই পা টাকনু সহ কমপক্ষে একবার ধোয়া।
উপর্যুক্ত কাজগুলো ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক যথাযথভাবে না করলে ওজু হবে না।১ চুল পরিমান ও যাতে শুকনো না থকে ৷
-সূরা মায়িদা-৬০
আর উপরোক্ত ধৌত করার স্হান গুলো ১ বার ধৌত করা ফরজ আর ৩ বার ধৌত কর সুন্নাত , আর সমস্ত মাথা শুধু মাত্র ১ বার মাছেহ করা সুন্নাত , আর চার ভাগের এক ভাগ একবার মাছেহ করা ফরজ ৷*********************************************************************
]
ফরজ গোসলের ফরজ ৩টি
----------------------
-----------------------
সাধারনত সহবাস , স্বপ্ন দোষ, হস্তমৈথুন, ও মহিলাদের ঋতুস্রাব হলে , বা সন্তান জন্মের পর নেফাসের কারনে শরীর স্হায়ী ভাবে যে অপবিত্র হয় , তা থেকে পবিত্রতা অর্জনের জন্য যে গোসল করা হয় তাকে ফরজ গোসল বলা হয় ,
আর এ গোসলের ফরজ কাজ হলো ৩টি
১/ গড়গড়ার সাথে কুলি করা
২/ এমন ভাবে নাকে পানি দেয়া যাতে নাকের ডগায় পর্যন্ত পোঁছে যায় .
৩/ সমস্ত শরীরে এমন ভাবে পানি পৌঁছানো যাতে ১ চূল বরাবর ও জায়গা শুকনো না থাকে
এ কার্যগুলো সম্পাদন করন ব্যতিরেকে গোসল করলে শরীর পাক হবেনা , সার্বক্ষন নাপাকই থেকে যাবে ৷
এম আবদুল্লাহ ভূঁইয়া
প্রতিষ্ঠাতা পরিচালক
নুরুলগনি ইসলামী একাডিমী
মিরসরাই
চট্টগ্রাম
গোলের পানি যদি ছিটেফোঁটা বা কম বেশি পুনরায় বালতির মাঝে পরে,তখন কি হবে,পানি বদলাতে হবে? নাকি গোছল হয়ে যাবে
উত্তরমুছুনহাটুর উপরে কাপড় থাকলে কি ওজু হবে??
উত্তরমুছুনহবে ইন শা আল্লাহ
মুছুনজি গোছল হবে ইনশাআল্লাহ
উত্তরমুছুনজি গোছল হবে ইনশাআল্লাহ
উত্তরমুছুনএতে অজু গোসলের পবিত্রতায় কোন সমস্যা হবেনা
উত্তরমুছুনএতে অজু গোসলের পবিত্রতায় কোন সমস্যা হবেনা
উত্তরমুছুন