Translate

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪

তাবলিগে বের হওয়ার কারনে আবদুল্লাহ ইবনে বায রাহঃ এর পক্ষ থেকে খুব দোয়া sonkolito 3

তাবলিগে বের হওয়ার কারনে আবদুল্লাহ ইবনে বায রাহঃ এর পক্ষ থেকে খুব দোয়া…

আহ্‌নাফ বিন আলী আহ্‌মাদ

যদিও তাবলীগ জামাতকে হক হিসেবে প্রমান করার জন্য কোন নির্দৃষ্ট রিজনের আলেমদের ফতোয়ায় তেমন কোন প্রভাব ফেলে না তারপরও অনেকের কনফিউশন দূর করার জন্য বলতে পারি নজদের অনেক বড় বড় শায়খগন তাদের কিতাব , পত্র ও প্রতিবেদনে তাবলীগ জামাতের পক্ষে অনেক কথা বলেছেন। তারা যদি তাবলীগ জামাতের পক্ষে কিছু নাও বলতেন তাতেও এ জামাতের মূল কার্যক্রমের উপর কোন শরঈ আপত্তি আসা প্রশ্নই উঠে না। কারণ শরঈ আপত্তিতো তখন আসবে যখন একে শরঈ হুজ্জতের সাথে যাচাই করা হবে।
আরবের অন্যতম আলেম আবু বকর যাবের আল জাযায়েরি তাবলিগ জামাতের পক্ষে “আলকাউলুল বালীগ ফি জামাতিত্‌ তাবলীগ” নামে সতন্ত্র একটি কিতাব লিখেছেন। সেখানে সে বিরোধীদের অনেক গুলো প্রশ্নের শরঈ জবাব দিয়েছেন। শায়খ আবদুল্লাহ বিন বায রহঃ তার অনেক পত্রে তাবলিগ জামাতের সাথে বের হওয়ার জন্য অনেক উৎসাহ দিয়েছেন। এ ব্যাপারে তার অনেকগুলো পত্র রয়েছে। এছাড়াও আরবের গ্রান্ড মুফতি ইবরাহীম আলে শেখ এ জামাতের অনেক প্রসংশা করে আরবের বিভিন্ন স্থানের আলেমদের কাছে পত্র লিখেছেন যেন সকলে এ জামাতকে সাহায্য করে। এছাড়াও রয়েছে মদিনা ইউনিভার্সিটির প্রতিনিধী দল কর্তৃক তাবলীগ জামাতের ইজতেমা ও বিভিন্ন কার্য প্রনালি পরিদর্শন পূর্বক একটি প্রতিবেদন যা হরহামেশা বিন বায রাহঃ তার পত্রে উল্লেখ করে থাকেন। শায়খ ইউসূফ মালাহী জামায়াতে তাবলীগ সম্পর্কে একটি সতন্ত্র রীসালা লিখেছেন যা বিন বায রাহঃ হর-হামেশা তাবলীগ জামাতের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দিয়ে থাকেন। আরো অনেক অনেক কথা ।  এখন আমি শুধুমাত্র বিন বায রাহঃ এর একটি পত্র উল্লেখ করবো ইনশাল্লাহ।
এখন আমি আপনাদের সামনে জামায়াতে তাবলিগ সম্পর্কে আল্লামা আবদুল আজীজ ইবনে আবদুল্লাহ ইবনে বায (রহঃ)-এর পত্র উল্লেখ করবো যা সৌদি আরবের কেন্দ্রিয় ইসলামি গবেষণা ও ফতোয়া অধিদপ্তর আল মামলাকাতুল আরবিয়্যাতু সাউদিয়া-ইদারাতুল বুহুসিল ইলমিয়্যাতি ওয়াস ইফতা ওদ্দাওয়াতি ওয়াল ইরশাদ (মাকতাবুর রয়িস) এ সংরক্ষিত আছে। পত্রটি লেখা হয়েছে শায়খ আবদুল আজীজ ইবনে ইউসূফ বাহযাদ সাহেবের নিকট।



আল্লামা আবদুল আজীজ ইবনে আবদুল্লাহ ইবনে বায (রহঃ)-এর মূল পত্রটির স্ক্রিন সট নিম্নরুপ -

পত্রটির অনুবাদঃ
সৌদি আরবের সাবেক প্রধান মুফতী
আল্লামা শায়খ আবদুল আজীজ ইবনে বায(রহঃ)-এর পত্র
শায়খ আবদুল আজীজ ইবনে ইউসূফ বাহযাদ সাহেবের নিকট
নং ২৫১/খ, তারিখ ২৫/২/১৪০৮ হিজরী

আবদুলআজীজ ইবনে আবদুল্লাহ ইবনে বায এর পক্ষ থেকে সম্মানিত ছেলে শায়খ আবদুল আজীজ ইবনেইউসুফ বাহযাদের নিকট। আল্লাহপাক তার ইলম ও আমল বৃদ্ধি করুন আর তাকে সদা বরকতপূর্ণরাখুন-আমিন।

আম্মাবাদ!গত ১১/১২/১৪০৭ হিজরী তারিখে লিখিত আপনার পত্র পৌঁছেছে। আল্লাহপাক আপনাকে হিদায়েত ওতাওফিকের সাথে বিদ্যমান রাখুন। পত্রে যা খুশীর খবর লিখেছেন তা সম্পর্কে অবগত হয়েছি। অর্থাৎ আপনি, আপনার পিতা এবং আপনার ভাই মাহমূদ যে জামাতের সহিত বের হয়েছেন।আর আপনি ১৩৯৩ হিজরী সনে মদীনা ইউনিভার্সিটি থেকে ফারেগ হওয়ার পর থেকে প্রত্যেকছুটিতে জামাতের সহিত বের হন এবং পাকস্তান, ভারত, লন্ডন, ব্রাজিল, সিলান, আমেরিকা ওযুক্তরাজ্য আরব আমিরাত সহ অনেক দেশে জামাতের সাথে গিয়েছেন। আর কিছু ভাইয়েরা এক চিল্লার জামাত নিয়ে চিনে গেছেন, আর কিছু রাশিয়া গেছেন চার মাসের জন্য।আর ‘রায়ওন্দের’ তাবলীগি মারকাজ যে ২৪ ঘন্টা খোলা থাকে। অনেক কষ্ট স্বীকার করেআল্লাহর কাছ থেকে উত্তম বদলা পাওয়ার জন্য। আর আল্লাহ তায়ালা এর দ্বারা অনেককে উপকৃত করেছেন। এসব কিছু আল্লাহরই তৌফিকে এবং পারষ্পরিক সহযোগিতার কারণে। আপনি যা বলেছেন, তা শুনে অনেক খুশী হয়েছি এবং আল্লাহর প্রশংসা করেছি। সবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি যেন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তার পথের আহবায়ক করেন।

     এই শুভ লগ্নে আমি আপনাকে আপনার পিতা ও ভাইমাহমূদকে সময় সুযোগ মতে নিয়মিত জামাতের সহিত দাওয়াত ইলাল্লাহের কাজে বের হওয়ারপরামর্শ দিতেছি। যারা আপনাদের সাথে বের হয় তাদেরকে সহীহ আকীদার দিকে আহবান করবেনএবং অন্যান্য দায়ীদেরকেও তা বলবেন। ছাত্রদেরকে আপনাদের সাথে বের হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং কর্মতৎপরতায় শরীক থাকার জন্য উৎসাহ দিবেন। এটিই হল নবী রাসূলগণও তাঁদের অনুসারীদের নীতি। আল্লাহপাক আমাকে ও আপনাদেরকে তাঁদের অনুসরণ করার তাওফিকদান করুন। তাবলীগ জামাতের ব্যাপারে সদ্য প্রকাশিত বইয়ের সম্পর্কে যে বলেছেন, সেই হিসেবে আপনার জন্য কতিপয় কিতাব পাঠালাম। এগুলোর মধ্যে শায়খ আবু বকর আল জাযায়েরীর পুস্তিকা ও শায়খ ইউসুফ আল মালাহীর পুস্তিকাটি খুবই গুরুত্বপূর্ণ। তারা কিতাবে তাবলীগ সম্পর্কে পক্ষে-বিপক্ষে সব কথাই বলেছেন। দোয়া করি যেন আল্লাহ্‌পাক সবাইকে উপকৃত করেন। আশা করি পিতা ও ভাই মাহমুদ এবং অন্যান্য মাশায়েখদের আমার সালাম দিবেন।
وا لسلا معليكم و رحمت الله و بر كاته
পত্রের অনুবাদ শেষ হল।
উল্লেখ্য এখানে শায়খ বিন বায রহঃ শায়খ আবু বকর আল জাযায়েরীর ও শায়খ ইউসুফ আলমালাহীর পুস্তিকার কথা উল্লেখ করেছেন। সামনের কোন এক অবসরে শায়খ আবু বকর আল জাযায়েরীর পুস্তিকাটি এবং শায়খ ইউসুফ আল মালাহীর পুস্তিকাটি হতে কিছু কথা উল্লেখ করবো ইনশাআল্লাহ।

http://ideabd.org/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86/
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন