জন্ম-বংশ ;-
মৌলানা আবদুল্লাহ ভূঁইয়া পিতা গনি আহমদ ভূঁইয়া পিতা মহ জুনাব আলী ভূঁইয়া রঃ পর-পিতামহ আব্বাস আলী ভূঁইয়া রঃ,
তিনি চট্টগ্রামস্হ মিরসরাই থানার অন্তগত ৭ নং কাটাছরা ইউনিয়নের ১নং ওয়াডের শিকার জনাদ্দনপূর [উত্তর কাটাছরা] গ্রামে ১০/৯/১৯৬৪ ইং সনে জন্ম গ্রহন করেন ৷
প্রাথমিক শিক্ষা ;-
প্রথমত প্রাথমীক ধমীয় শিক্ষা তৎকালীন স্হানীয় মক্তবেই মরহুম মুন্সির কাছে অধ্যয়ন করেন, স্হানীয় সেই ওস্তাদ তাঁকে খুবই আদর স্নেহ করতেন,তাঁর সেই বাল্য ওস্তাদের দোয়া ও তাঁর মাতা-পিতার দোয়া -দয়া-ও উভয়ের তত্বাবধানে খুব অল্প সময়ে পবিত্র কোরান শরীফ শেষ করেন,
এবং তৎসঙ্গে স্হানীয় উত্তর কাটাছরা প্রাথমীক বিদ্যালয়ে প্রথম শ্রেনী-৫ম শ্রেনী পযন্ত খুব সুনামের সাথে 19 ইং তে লেখা- পড়া শেষ করেন , সেখানেও তিনি সকল শিক্ষকদের সূনজরেই ছিলেন ,প্রত্যেক ক্লাসেই পাশ ডিবিশন নিয়েই খ্যাতি অজনে সক্ষম হন ৷..
ধমীয় শিক্ষা :--
প্রাথমিক বিদ্যালয় শেষে ধমীয় শিক্ষার উদ্দ্যোশে স্হানিয় আবুর হাট মনিরুল ইসলাম মাদ্রাসায় ১৯ - --- ১৯ সালে ভতি হয়ে ১ম থেকে জমাতে ছাহারম পযন্ত অত্যন্ত কৃত্বিত্তের সাথে পড়া শুনা করেন , সেখানে তিনি সকল ক্লাসে درجه اول প্রথম স্হান অধিকার করা সহ দাহুম, নাহুম, হাসতুম, হাপতম,ও পাঞ্জম পযন্ত ধারাবাহিক ভাবে درجه ممتاز [ ষ্টান ] স্হান অধিকার করেন
যার ফলে সকল ওস্তাদ ও সাথীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন ,
উচ্ছ শিক্ষা ---------
উচ্ছ শিক্ষা লাভের জন্য জামেয়া ইসলামিয়া পটিয়া তে গমন ,এবং সেখানে জমাত ছুয়ম ,উলা , ও দাওরায়ে হাদীস সমাপ্ত করেন ১৯৯৩ ইং ///১৪১৪ হিজরী
পুরুস্কার লাভ------------
আবুরহাট
মৌলানা আবদুল্লাহ ভূঁইয়া পিতা গনি আহমদ ভূঁইয়া পিতা মহ জুনাব আলী ভূঁইয়া রঃ পর-পিতামহ আব্বাস আলী ভূঁইয়া রঃ,
তিনি চট্টগ্রামস্হ মিরসরাই থানার অন্তগত ৭ নং কাটাছরা ইউনিয়নের ১নং ওয়াডের শিকার জনাদ্দনপূর [উত্তর কাটাছরা] গ্রামে ১০/৯/১৯৬৪ ইং সনে জন্ম গ্রহন করেন ৷
প্রাথমিক শিক্ষা ;-
প্রথমত প্রাথমীক ধমীয় শিক্ষা তৎকালীন স্হানীয় মক্তবেই মরহুম মুন্সির কাছে অধ্যয়ন করেন, স্হানীয় সেই ওস্তাদ তাঁকে খুবই আদর স্নেহ করতেন,তাঁর সেই বাল্য ওস্তাদের দোয়া ও তাঁর মাতা-পিতার দোয়া -দয়া-ও উভয়ের তত্বাবধানে খুব অল্প সময়ে পবিত্র কোরান শরীফ শেষ করেন,
এবং তৎসঙ্গে স্হানীয় উত্তর কাটাছরা প্রাথমীক বিদ্যালয়ে প্রথম শ্রেনী-৫ম শ্রেনী পযন্ত খুব সুনামের সাথে 19 ইং তে লেখা- পড়া শেষ করেন , সেখানেও তিনি সকল শিক্ষকদের সূনজরেই ছিলেন ,প্রত্যেক ক্লাসেই পাশ ডিবিশন নিয়েই খ্যাতি অজনে সক্ষম হন ৷..
ধমীয় শিক্ষা :--
প্রাথমিক বিদ্যালয় শেষে ধমীয় শিক্ষার উদ্দ্যোশে স্হানিয় আবুর হাট মনিরুল ইসলাম মাদ্রাসায় ১৯ - --- ১৯ সালে ভতি হয়ে ১ম থেকে জমাতে ছাহারম পযন্ত অত্যন্ত কৃত্বিত্তের সাথে পড়া শুনা করেন , সেখানে তিনি সকল ক্লাসে درجه اول প্রথম স্হান অধিকার করা সহ দাহুম, নাহুম, হাসতুম, হাপতম,ও পাঞ্জম পযন্ত ধারাবাহিক ভাবে درجه ممتاز [ ষ্টান ] স্হান অধিকার করেন
যার ফলে সকল ওস্তাদ ও সাথীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন ,
উচ্ছ শিক্ষা ---------
উচ্ছ শিক্ষা লাভের জন্য জামেয়া ইসলামিয়া পটিয়া তে গমন ,এবং সেখানে জমাত ছুয়ম ,উলা , ও দাওরায়ে হাদীস সমাপ্ত করেন ১৯৯৩ ইং ///১৪১৪ হিজরী
পুরুস্কার লাভ------------
আবুরহাট
মানুষ গড়ার কারিগর উপাদী লাভ:--
লেখক:----
চলবে--------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন