Translate

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

..নবী সা: এর বংশ পরিচিতি (আদম আ: পর্যন্ত

 m abdullah nezami  bhuiya
নবী সা: এর বংশ পরিচয়


নবী সা: এর বংশ ধারাকে তিন ভাবে ভাগ করা যায়। প্রথম অংশ মোহাম্মাদুর রাসুলুল্লাহ সা: থেকে আদনান পর্যন্ত। এ অংশের নির্ভুলতার ব্যপারে সীরাত রচয়িতা ও বংশধারা বিশেষজ্ঞরা একমত।

প্রথমাংশের পরিচিতি :

১. মুহাম্মদ

২. আব্দুল্লাহ

৩. আব্দুল মুত্তালীব (শায়বা)

৪. হাশেম (আমের)

৫. আব্দুল মান্নাফ (মুগীরা)

৬. কুসাই (যায়েদ)

৭. কিলাব

৮. মাররা

৯. কাআব

১০. লুআই

১১. গালেব

১২. ফাহার (এর উপাধিই ছিল কুরাইশ এবং এর বংশীয় লোকেরা কুরাইশ বলে পরিচিত)

১৩. মালেক

১৪. নযর

১৫. কায়েস

১৬. কেনানা

১৭. খুজায়মা

১৮. মাদরেকা (আমের)

১৯. ইলিয়াস

২০. মোদার

২১. নাযার

২২. মায়াদ

২৩. আদনান।



নবী সা: এর বংশ পরিচয়ে দ্বিতীয় অংশের ব্যপারে সীরাত রচয়িতাদের মাঝে কিছু মতভেদ রয়েছে। কেউ সমর্থন কেউ মতভেদ আবার কেউ কেউ ভিন্নমত প্রকাশও করেছেন। এ অংশে রয়েছে আদনান থেকে ইব্রাহীম আ: পর্যন্ত পরিচিতি।

দ্বিতীয়াংশের পরিচিতি :

২৪. আওফ

২৫. হামিছা

২৬. সালামান

২৭. আওছ

২৮. পোজ

২৯. কামোওয়াল

৩০. উবাই

৩১. আওয়াম

৩২. নাশেদ

৩৩. হাজা

৩৪. বালদাস

৩৫. ইয়াদলাফ

৩৬. তারেখ

৩৭. জাহেম

৩৮. নাহেশ

৩৯. মাখি

৪০. আয়েয

৪১. আবকার

৪২. ওবায়েদ

৪৩. আদদায়া

৪৪. হামদান

৪৫. সুনবর

৪৬. ইয়াসরেবী

৪৭. ইয়াহাজান

৪৮. ইয়ালহান

৪৯. আরউই

৫০. তাই

৫১. যায়শান

৫২. আইশার

৫৩. আফনাদ

৫৪. আইহাম

৫৫. মাকছার

৫৬. নাহেছ

৫৭. জারাহ

৫৮. সুমাই

৫৯. মাযি

৬০. আওযা

৬১. আরাম

৬২. কায়দার

৬৩. ইসমাঈল

৬৪. ইব্রাহীম।



নবী সা: এর বংশ পরিচয়ের তৃতীয়াংশে কিছু ভুল থাকতে পারে। এ অংশে ইব্রাহীম আ: থেকে আদম আ: এর পরিচয় পাওয়া যায়।

তৃতীয়াংশের পরিচিতি :

৬৫. তারাহ (আযার)

৬৬. নাহুব

৬৭. ছারদা (সারুগ)

৬৮. রাউ

৬৯. ফালেজ

৭০. আবের

৭১. শালেখ

৭২. আরফাখশাদ

৭৩. সাম

৭৪. নূহ আঃ

৭৫. লামেক

৭৬. মাতুশালাখ

৭৭. আখনুখ (মতান্তরে ইদরিস আঃ)

৭৮. ইয়াদ

৭৯. মাহলায়েল

৮০. কায়নান

৮১. আনুশা

৮২. শীশ আঃ

৮৩. আদম আঃ।



[তথ্যসুত্র : ইবনে হিশাম, তালকীহে ফুহমে আহলুল আছার, রাহমাতুল লিল আলামীন, খোলাছাতুস সিয়ার, আর রাহীকুল মাখতুম- পৃষ্ঠা নাম্বার ৬৫]







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন