Translate

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

নূরুলগনি ইসলামীক একাডিমী কাটাছরা; মিরসরাই এর আত্বপ্রকাশ

মানুষের ঘরে ঘরে পবিএ কোরআন হাদিসের বাণী পৌঁছানোর অনেক মাধ্যম থাকলে ও তার মধ্যে অন্যতম প্রন্থা হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ,
আর এ সব দ্বীনি প্রতিষ্ঠান গুলো আকাশের তারকা রাজীর মত বাংলাদেশ সহ সারা বিশ্বে বিক্ষিপ্ত ভাবে ছিডিয়ে ছিটিয়ে আছে. আর এ সকল প্রতিষ্ঠানই আলেম ওলামা , মুফতি মোহাদ্দেছ , ইমাম , খতিব, ইসলামী দার্শনীক উপহার দিয়ে থাকেন , সে হিসাবে দ্বিনি প্রতিষ্ঠানের গুরুত্ব অত্যন্ত বেশী .

তাছাডা ছদকায়ে জারিয়াহ স্বরুপ কিছু একটা করার স্বপ্ন বহুদিনের ,




এ জন্যই মহান আল্লাহ তায়ালার উপর পূর্নাঙ্গ ভরসা করে একটি প্রতিষ্ঠান গডার মনোস্হ করেছি , এ জন্য সকল ইসলামী কলামিষ্টদের দোয়া ও পরামর্শ কামনা করছি ,

উক্ত প্রতিষ্ঠানের নাম করন করা হয়েছে ; নূরুল গনী ইসলামী একাডিমী ;




উক্ত প্রতিষ্ঠানের এক নজরে কার্যক্রম
==============================

[ ১ ] নূরানী কিন্ডার গার্ডেন বিভাগ [ নার্শারী ] ৩ বৎসর ৷
[ ২ ] হেফজ বিভাগ [ পূর্নাঙ্গ কোরআন ]
[৩ ] শোবায়ে মুতাফাররাক্বাহ বিভাগ , ---------- ১ বৎসরে দুই/ তিন বৎসরের সিলেবাস সমাপ্তি করন
শুধু মাত্র বয়স্ক মেধাবী ছাএদের জন্য ,
[ ৪ ] স্ট কোর্স বিভাগ ৩ /৫ বৎসর শুধু মাত্র জেনারেল শিক্ষিতদের জন্য বিশেষ কোর্স
[ ৫ ] কারিগরী শিক্ষা বিভাগ যেমন কম্পিউটার, মোবাইল সার্ভিসিং টেইলারিং
[৬] দাপন-কাফন সমপন্ন করন বিভাগ [ নিজ এলাকাতে সিমাবদ্ব ]
[৭ ] গরীব-মেধাবী ছাএদের জন্য বিশেষ সূবিধা থাকবে





যূগ উপযূগী সিলেবাস/ প্রনয়ন করত ২০১২সালের প্রারম্ভে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনের
জন্য কায্যক্রম এগিয়ে যাচ্ছে

সকলের কাছে দোয়া ও পরামর্শ কামনা করছি

বিশেষত ;-
যুগ উপযোগী সিলেবাস প্রনয়নের ব্যপারে সরাসরি বই কিতাবাদীর নাম সহ উল্লেখ করতে পারেন
সাদরে বিবেচনা সহ গ্রহন করা হবে ৷


যোগাযোগের ঠিকানা
======================
প্রতিষ্ঠাতা পরিচালক;---- এম, আবদুল্লাহ ভূঁইয়া
নুরুলগনী ইসলামী একাডিমী
গ্রাম ;--- উওর কাটাছরা
পোঃ ;--- ভরদ্বাজ হাট
উপজেলা ;-- মিরসরাই
জেলা ;----- চট্টগ্রাম
মোব: ০০৯৬৬৫৬১৩৫১২২৪
অথবা ০০৮৮০১৮১৮২০৯৫৪৪
email-  abduallah.nezami@yahoo.com
gmail- abdullahnezami123@gmail.com
- blog -  http://www.sonarbangladesh.com/blog/DaliaNuzha/62243

২টি মন্তব্য: