Translate

বুধবার, ১৩ জুন, ২০১২

পাহাড়ের জীবন আছে, পাথরেরও জীবন আছে। পাথর ও কি হাঁটতে পারে



ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালীর মরুভূমির এই চলন্ত পাথরের রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা আজো পরিষ্কারভাবে দিতে ব্যর্থ। এখানে হঠাৎ হঠাৎই একশ টনের ওপরের ওজনের পাথরকেও একশ গজ পর্য়ন্ত এগিয়ে যেতে দেখা গেছে। অনেক বিজ্ঞানীর ধারণা এর কারণ হল তীব্র বাতাস এবং মরুর কাদাময় বালির প্রবাহ। কিন্তু তাঁরা ব্যাখ্যা করতে পারেন নি যে কিভাবে পাশাপাশি থাকা দুটি প্রায় একই ওজনের পাথর ভিন্ন গতি এবং ভিন্ন দিকে সরে যেতে পারে। তাছাড়া হিসেবে বলে যে ঐ ওজনের একেকটি পাথর নড়াতে একশ মাইল গতির বায়ূপ্রবাহ দরকার যা ঐ মরুভূমিতে অনুপস্থিত। কাজেই এই ঘটনাটি এখনো প্রকৃতির এক অমিমাংসিত রহস্য হয়ে আছে।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘পাথরের মাঝে এমনও আছে যা আল্লাহর ভয়ে ফেটে যায়, গড়িয়ে পড়ে’ (২:৭৪)। ‘আল্লাহর পথে শহীদদেরকে মৃত বলো না, তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত’ (৩:১৬৯)। ‘আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই আল্লাহর প্রশংসাসহ তাঁর তসবীহ পাঠ করে থাকে কিন্তু তোমারা বোঝ না’ (১৭:৪৪)। ‘পর্বত ও পক্ষীকুল ছিল দাউদের অনুগত, তারা তার সাথে আল্লাহর তসবীহ পাঠ করতো (২১:৭৯)।

অর্থাৎ পাহাড়ের জীবন আছে, পাথরেরও জীবন আছে।

-ফেইসবুক বাংলা কমিকস পেইজ থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন