Translate

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

জন্ম ও মৃত্যু দিবস পালন ইসলামী মূল্যবোধ পরিপন্থীঃ

জন্ম ও মৃত্যু দিবস পালন ইসলামী মল্যবোধ পরিপন্থীঃ

বিখ্যাত আলেম ও বিশিষ্ট লেখক মাওলানা ইউসুফ লুধিয়ানবী (রাহ্.) বলেন, “আসলে আগেকার জাতিগুলোর মধ্যে তাদের ধর্ম প্রবর্তক ও মহাপুরুষগণের জন্ম ও মৃত্যু দিবস পালনের রেওয়াজ প্রচলিত ছিল। যেমন খ্রীস্টানরা অদ্যাবধি হযরত ঈসা (আ.)এর জন্ম দিবস পালন করে আসছে। কিন্তু ইসলামী শরীয়ত ‘দিবস পালন’-এর কোন প্রথা প্রবর্তন করেনি। না করার মধ্যে দু’টি হিকমত নিহিত।
 
প্রথম,--- দিবস পালনে যা কিছু করা হয়, তা ইসলামের দাওয়াত, তার রূহ্ ও চরিত্রের সাথে কোন প্রকার সঙ্গতি রাখে না। বস্তুতঃ ইসলাম এই জাহেরী সাজসজ্জা, রং-তামাশা ও শ্লোগানে বিশ্বাসী নয়। ইসলাম এসব হৈচৈ ও রিয়াকারী হতে দরে থেকে নীরবতার সাথে মানুষের ভাবান্তর ঘটায়। অতঃপর বিশুদ্ধ আক্বীদা, সুন্দর স্বভাব-চরিত্র ও নেক আমলের তরবিয়ত দিয়ে মানুষকে মানুষে পরিণত করে। তাই ইসলামের দৃষ্টিতে এসব জাঁকজমক কোন মূল্য রাখে না ৷
 
 দ্বিতীয় হিকমত হল, অপরাপর ধর্মের মত ইসলাম বিশেষ কোন মৌসুমে পল্লবিত হয় না, বরং  সারা বছর তরতাজা থাকে এবং সর্বদা এর ফল-ফুল আহরণ করা যায়। তাই ইসলামের দাওয়াত কোন দিন তারিখে সীমাবদ্ধ নয়।

অপরাপর জাতিসমহ তাদের দু’চারজন মহাপুরুষের জন্ম দিবস পালন করে ক্ষান্ত হয়ে যায় ৷
 
কিন্তু ইসলামের কথা ভিন্ন , ইসলামের রয়েছে অগণিত ব্যক্তিত্ব, যাঁদের আযমত ও মহত্বের সামনে আসমান নতশির, নূরানী ফেরেশ্তাগণের পবিত্রতা নিষ্প্রভ , 
 { 1} ইসলামের অসংখ্য নবী-রাসলের কথা প্রথমে আসে, যাঁরা ছিলেন মানবতার দিশারী 
 
 [ 2 } নবীগণের পরে আসে লক্ষাধিক সাহাবায়ে কিরামের কাফেলা
 
{3 } এরপর আসে প্রতি শতাব্দীর লক্ষ লক্ষ ওলামা-মাশায়েখ  আউলিয়া ও গাউস-কুতুবের জামাআত ৷তাঁরা প্রত্যেকে ছিলেন হিদায়াতের উজ্জ্বল নক্ষত্র ৷
{4} এর পর আমাদের সন্মানীত মাতা-পিতা শুশুর শাশুডী , দাদা-দাদী , নানা-নানী ,ভাই -বোন ,ছেলে সন্তান ইত্যাদি ৷
 
  এবার চিন্তা করে দেখুন, জন্ম-মৃতু দিবস পালনের প্রথা যদি ইসলাম জারি করে দিত, তবে সারা বছরে উম্মতের জন্য নিজস্ব কাজের একটি দিনও কি অবশিষ্ট থাকত? এ জন্য রাসলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী, তাবিঈন থেকে শুরু করে ৬শ’ হিজরী পর্যন্ত কোন উম্মত দিবস পালনের বিজাতীয় প্রথাকে গ্রহণ করেননি ৷
 
কিন্তু আজকে জাতী কোথায়  নিমজ্জিত হচ্ছে আল্লাহই ভাল জানেন ৷ আপনি লক্ষ করে দেখবেন  জিবীতদের পাশাপাশি আজকাল  অনেকে মৃত্যু ব্যক্তির ও জন্ম দিবস পালন করছে ৷ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আরও কত কি  !

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন