Translate

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

ধুমপানের ক্ষতিকর দিক, ধূমপান ছাড়ার উপায় ধূমপান ত্যাগ করার জন্য কয়েকটি উপদেশ :


.
তামাকগাছ এক সময় ভেষজ হিসেবে ব্যবহৃত হতো। মাথাব্যথা, ঠাণ্ডা, কাশির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। তামাকের ভেষজ ব্যবহার ছিল ষোড়শ শতকে। মেক্সিকোর টোব্যাকো (Tobacos) প্রদেশে এর ব্যবহার বেশি ছিল। তামাকের tobacco ইংরেজি শব্দটিও ঐ প্রদেশের নামানুসারে। এক সময় এর পরিচিতি ছিল herbe sainte অথবা পবিত্র গাছ হিসেবে। ফ্রান্সে তখন গাছটি বেশ জনপ্রিয় ছিল (১৫৬৫)। নিকোট (Nicot) নামক এক ব্যক্তি গাছটিকে ফ্রান্সে পরিচিত করান বলে তার নামানুসারে গাছটির ফ্রান্সে নামকরণ হয় Nicotiane. পরবর্তী সময়ে তামাকের কার্যকরী উপাদানেরও নামকরণ করা হয় নিকোটিন (Nicotine).
নিকোটিন হেরোইনের চেয়েও ভয়াবহ। যদি আপনি ধূমপান করেন, তবে মাত্র ৬ সেকেন্ডের মধ্যে তা আপনার মস্তিষ্কে পৌঁছে যাবে, যা হেরোইনের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে। এ জন্য বলা হয়, nicotine is wonderful drug. অথচ ড্রাগ হিসেবে হেরোইন নিষিদ্ধ। আইন প্রয়োগকারী সংস্হা হেরোইন আটকে থাকে ত্রস্ত-ব্যস্ত। কিন্তু' ধূমপান চলে প্রকাশ্যে। তামাক, জর্দা, বিড়ি, সিগারেট বিক্রি হয় যত্রতত্র। তামাকজাত দ্রব্য নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হচ্ছে হেরোইন। নিকোটিন হেরোইনের চেয়ে ভয়াবহ অসক্তি সৃষ্টি করলেও তা নিষিদ্ধ নয়। নিকোটিন সবচেয়ে ক্ষতিকর ড্রাগ বলে বর্তমানে চিহ্নিত। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ এবিউস (National Institute on drug Abuse)-এর মতে Cigarette smoking is now the most serious and most widespread from of addiction in the world –even worse than heroinনিকোটিন সরাসরি আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে প্রভাব বিস্তার করে। ধূমপানের কারণে যে নিকোটিন আমাদের শরীর গ্রহণ করে, তা আমাদের হৃৎপিণ্ডের রক্তনালীকে সঙ্কুচিত করে। যার কারণে বুক ব্যথা ও হার্ট অ্যাটাক হতে পারে। নিকোটিন মস্তিষ্কের রক্তনালীগুলোকে সঙ্কুচিত করে। ফলে ব্রেইন স্ট্রোক হয়ে থাকে। নিকোটিন শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। শরীরের রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। এ ধরনের আরো বহু প্রতিক্রিয়া নিকোটিনের কারণে ঘটে থাকে।

                                               "'"  ধুমপানের ক্ষতিকর দিক  ""

এ ছাড়া তামাকে থাকে চার হাজারেরও বেশি রাসায়নিক উপাদান, যার মধ্যে ১০০টি ক্যান্সার
=================================================
সৃষ্টি করতে পারে। তামাক দ্বারা শুধু যে ফুসফুসের ক্যান্সার হয়, তা কিন্তু' নয়। কিডনি, পাকস্হ'লী
=========================================================
, মুখগহ্বর, গলনালী, মলান্ত্র, জরায়ুমুখ এবং যোনিমুখের ক্যান্সারও সৃষ্টি করতে পারে তামাকজাত
=======================================================
দ্রব্য।


যারা ধূমপান করেন, তারা ধূমপানজনিত ক্ষতিকর বিষয় জানেন না এমন নয়। মূলত, ধূমপান এমন এক ধরনের আসক্তি সৃষ্টি করে, যার কারণে শত ইচ্ছা থাকলেও অনেকে ধূমপান ত্যাগ করতে পারেন না।

তাই কেউ যখন ধূমপান ছাড়ার চিন্তা করেন, তখন তাকে ধূমপানের ক্ষতিকর দিকগুলোকে ইতিবাচক বিবেচনায় মেনে নিতে হবে।

**ধূমপানজনিত রোগগুলোর ভয়াবহতা সম্পর্কে তার পরিষ্কার ধারণা লাভ করতে হবে।

***ধূমপান যে একটি বড় সামাজিক সমস্যা, তা তাকে উপলব্ধি করতে হবে।  কারন বতমানে আন্তজাতীক ভাবে      ধূমপান কে ঘৃনা করা হচ্ছে , এবং সব দেশেই এর বিরুদ্ধে আইন হচ্ছে , কারন  এর ক্ষতি ও ভয়াবহতা মানুষ মারার বোমা - মিজাইল থেকে ও বেশী  **** জাপানের হিরোশিমায় আমেরিকার বোমা নিক্ষেপে ২৬০০০০ হাজার মানুষ মারা গেছে , আর ধুমপানের কারনে প্রতি বছর পৃথিবীতে মারা যায় ত্রিশ লক্ষ লোক ৷যা আমাদের জানা নেই ৷

*** তাকে আরো মেনে নিতে হবে যে, ধূমপান দ্বারা তিনি শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, পরিবার, বন্ধুবান্ধব এবং আশপাশের লোকেরাও তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বরং অন্যরা তার তুলনায় আরও বেশী ক্ষতি হচ্ছে  ৷
,
*****  এটা সমপূন হারাম আজকের যূগে পৃথিবীর সকল আলেম মুফতি গবেষক এ ব্যপারে এক মত,  বিড়ি  সিগারেট পান কারীকে অনেকেই ঘৃনা করে , কারন তার মুখ থেকে পায়খানার দুরগন্ধের চেয়ে  আরও খারাপ  গন্ধ অনুভব করেন অনেকে ,যুক্তি হলো অনেকে টয়লেটে ধুমপান করে , দেখা গেছে পায়খানার গন্ধ ও সিগারেটের  গন্ধের কাছে হার মানায় ৷
**********  ধুমপায়ীদের মুখ, শরীর ,ও কাপড থেকে সব সময় দুরগন্ধ বাহির হয় যদিও ধুমপায়ী বন্ধুরা তা অনুভব করতে পারেনা ৷
 ****  অনেক সময় দেখেছি বা শুনেছি  ধুমপায়ীদের সাথে  মসজিদে নামাজের কাতারে দাঁডালে মুখের  দুগ্ধের কারনে  সহয্য করতে না পেরে নামাজ  ভেঙ্গে অন্যত্র চলে যায় ৷ আবার অনেকে বলেছেন যে নামাজে যখন দাডাই গেলাম , নামাজ না পডে পারলামনা কিন্তু নামাজের খুশুখুজু নষ্ট হয়ে যায় , অনেক সময় অনিশ্চা সত্বেও নামাজের বিতর , ধুমপায়ী ব্যক্তির উপর বদ দোয়া এসে যায় ৷ আবস্হা যদি তাই হয়   , এ লেখা টা পডে  ধুম পায়ীরা একটু  সচেতন হবে ন কি ?
 
 তা ছাডা রসুল সাঃ   বলেছেন তোমরা কাঁচা পিয়াজ বা রসুন খেয়ে মসজিদে এসোনা , কারন এ গন্ধের কারনে মানুষের কষ্ট হয় , আর যে জিনিষে মানুষ কষ্ট পায় তাতে ফেরেশতারা ও কষ্ট পায় ৷
চিন্তা করুন সিগারেটের গন্ধ পিয়াজের গন্ধ থেকে কম না বেশী ? আবশ্যই বেশী  ,, তাই ধুম পান করে ভাল করে ব্রাশ বা মেছওয়াক না করে মসজিদে আসা কতটকু যুক্তি যুক্ত ?

 ****এখানে মনে রাখা দরকার, ধূমপান শুধু ধূমপায়ীকেই ক্ষতি করে না, বরং তার আশপাশের লোকেরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়।

****সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে, যিনি ধূমপান করেন, শুধু তিনিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সমাজের সব শ্রেণীর দায়িত্ব হচ্ছে- ধূমপান প্রতিরোধ করা।

**** প্রকাশ্যে ধুমপান দন্ডনীয় অপরাধ হলেও তা এক ধরণের ধুমপায়ীরা তা মানছে না। সব চেয়ে বেশি অসস্থিকর পরিস্থিতির শিকার হয় যানবাহনে ধুমপান করলে । মাঝে মধ্যে যানবাহনে যাত্রীরা নিষেধ করা সত্বেও ধুমপায়ীরা নিষেধ না শুনে ধুমপান করে যাচ্ছে । এ নিয়ে প্রায় যানবহনে তর্ক বিতর্ক হয়। 
**** প্রবাস জীবনে গাদাগাদী করেই কয়েক জন মিলেই এক রুমে থাকতে হয় , কিন্তু অনেক সময় দেখা গেছে ধূমপায়ী ব্যক্তিরা অধূমপায়ীদের ঘৃনার পাত্র বিধায় রুমে স্হান পান না ৷ অন্যত্র অস্বাস্হ কর পরিবেশেই   তাকে   একাএকি থাকতে হয় ৷

****** গবেষনায় দেখা গেছে প্রতিটি সিগারেটের কারনে ঐ বক্তির ১৫ সেকেন্ড করে হায়াত কমে যায় ৷
****  আর  পৃথিবীতে ধুম পানের কারনে  শুধু মাত্র ফুসফুসের ক্যান্সারে বৎসরে ১৫ লক্ষ লোক মারা যায় ৷ সূত্র বিবি সি নভেম্বর ২০১২ ৷

**** إن في المائة سبعون شخص من 50 مليون مدخن في الولايات المتحدة حاولوا الإقلاع عن التدخين فمتى تحاول أنت يا عبد الله آخى المسلم الإقلاع عن التدخين – الست أحق بذالك منهم   
আমেরিকাতে ৫০ মিলিয়ন লোকের মধ্যে শতকরা ৭০% লোক ধুম পান ত্যাগ করেছে , ধুমপানের ভয়াবহতা অনূধাবন করার পর , আর আপনি কখন ছাডছেন ----------------------------------------?

 ধূমপান ত্যাগ করার জন্য কয়েকটি উপদেশ :


(ক) প্রথমেই নিজেকে একজন অধূমপায়ী হিসেবে চিন্তা করুন।
(খ) ধূমপানের সমস্যাগুলো ইতিবাচকভাবে মেনে নিন।
(গ) ধূমপানের সমস্যাগুলো বন্ধুবান্ধবের সাথে আলোচনা করুন।
(ঘ) ধূমপানের ইচ্ছা ত্যাগ করুন। ধূমপানের ইচ্ছা হলে অন্য কাজে মনোযোগ দিন।
(ঙ) ধূমপানের সময়গুলো চিহ্নিত করুন এবং ওই সময়ে ভিন্ন কিছু করার চিন্তা করুন।
(চ) ধূমপানের ইচ্ছা হলে ইচ্ছামতো ফলফলাদি খান।
(ছ) ভিটামিন-সি জাতীয় জিনিস বেশি বেশি খান।
(জ) মনটাকে সব সময় ইতিবাচক চিন্তার অনুসারী করুন। ।

আপনি কি ধুমপায়ী? তাহলে দেখুন ধুমপানের ২৪টি ক্ষতিকর দিক।

১. ধুমপানের মাধ্যমে যেসব উপার্জন হয়, তা সম্পূর্ন হারাম। কারন, ধুমপানের ব্যবসা করা এবং এর লেনদেন সম্পূর্ন হারাম।
২. ধুমপান মানুষের অপমৃত্যু ঘটায়। আন্তর্জাতিক স্বাস্হ সংস্হা তাদের প্রতিবেদন প্রকাশ করেন যে, সমগ্র পৃথীবিতে ধুমপানের কারনে যত বেশি অপমৃত্যুর ঘটনা ঘটে, অন্য কোন রোগ-ব্যধির কারনে তত বেশি অপমৃত্যু ঘটেনা।
৩. ধুমপানের কারনে ফুসফুসে ক্যান্সার, শরীরে তাপ, প্রদাহ, জ্বালাপোড়া ইত্যাদি দীর্ঘ মেয়াদী রোগব্যাধী দেখা যায়।
৪. ধুমপানের কারনে কন্ঠনালীতে ক্যান্সার হয়।
৫. ধুমপানের কারনে রক্তনালীগুলো দুর্বল হয় এবং অনেক সময় একজন ধুমপায়ীর রক্তের চলাচল বন্ধ হয়ে যায়।
৬. এটি স্মরনশক্তি কমিয়ে দেয় এবং মনোবল দুর্বল করে দেয়।
৭. ইন্দ্রিয় ক্ষমতা দুর্বল করে; বিশেষ করে ঘ্রান নেয়া এবং স্বাদ গ্রহনের ক্ষমতা লোপ পায়।
৮. অতিরিক্ত ধুমপানের কারনে দৃষ্টিশক্তি লোপ পায়।
৯. মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বার বার সে হৃদরোগে আক্রান্ত হয়।
১০ .হার্ডের সাথে সম্পৃক্ত ধমনীগুলো ব্লগ হয়ে যায়।
১১. বক্ষ ব্যাধীতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
১২. রক্তের উচ্চ চাপের কারন হয়।
১৩. যৌনশক্তি বিলুপ্ত হয়।
১৪. হজমশক্তি কমায় এবং ধারনক্ষমতা লোপ পায়, আর তার শরীর ঢিলে হয়ে যায়।
১৫. ধুমপায়ী সব সময় দুর্বলতা অনুভব করে এবং আতঙ্কগ্রস্ত থাকে।
১৬. ধুমপানকারীর ঠোটে মুখে জিহ্বা গলনালি ইত্যাদীতে ক্যান্সার হয়।
১৭. পাকস্হলী ক্ষত হতে থাকে।
১৮. ধুমপানের কারনে যকৃত শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
১৯. ধুমপানের কারনে মুত্রথলিতে ক্যান্সার হয় এবং মুত্রথলি যক্ষায় আক্রান্ত হয়।
২০. কিডনিতে ক্যান্সার হয়।
২১. পেশাব বিশাক্ত হয়।
২২ ধুমপান মৃত্যু ঘটায়, আত্নহত্যা মহা পাপ।
২৩ অর্থ অপচয় ঘটে, অপচয়কারী শয়তানের ভাই।
২৪ অপকার ব্যতীত কোন উপকার নেই।

এতকিছুর পরও একজন জ্ঞানী লোকের জন্য ধুমপান করা  কি উচিৎ...............?  

ধুমপান করা আর পানের সাখে জর্দ্দা খাওয়া ও হারাম।
**************************************


ধুমপানঃ অনেক বছর আগে যখন বিজ্ঞান তেমন উন্নত ছিলনা তখন বেশির ভাগ ইসলামিক বিশেষজ্ঞ বলতেন ধুমপান করা মাকরুহ। আর এর ভিত্তি ছিল একটি হাদিস যেটা আছে সহি বুখারী খন্ড ১, হাদিস নং ৮৫৫. নবীজি বলেছেন কখনো কেউ যদি কাঁচা রসুন বা পেঁয়াজ খায় তাহলে সে যেন আমার কাছ থেকে আর মসজিদ থেকে দূরে থাকে। এই হাদিস উপর ভিত্তি করে ফতোয়া দিয়েছিল ধুমপান মাকরুহ কারণ রসুন আর পেঁয়াজ খেলে মুখে বাজে গন্ধ হয় আর ধুমপান করলেও বাজে গন্ধ হয়।কারণ রসুন আর পিয়াজ খাওয়া মাকরুহ এজন্য ‍সিগারেট খাওয়া মাকরুহ বলেছেন।

কিন্তু এখন বিজ্ঞান উন্নতির ফলে আমরা জানতে পেরেছি ধুমপান করার ফলে অনেক রোগ হয়। যেমন, ফুসফুসের ক্যানসার. ব্রনকাটিস, আলসার, ঠোট কালো, যৌন শক্তি কমে যায়, স্বাস্থ্য খারাপ হবে আরো অনেক রোগ।সিগারেটের প্যাকেটে মধ্যে লেখা থাকে ধুমপান করলে মৃত্যু হয়, ধুমপান করলে হার্ট এটাক হয়, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
 মেডিসিন সাইন্স এর মতে ধুমপান হচ্ছে slow poisoning। আর প্রবিত্র কুরআন বলছে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করনা, সুরা বাকারা, আয়াত ১৯৫
এমন অনেক আয়াতের উপর ভিত্তি করে এখন প্রায় চারশ বিশেষজ্ঞরো বেশি ফতোয়া দিয়েছে ধুমপান করা হারাম।এটা অনেকটা আত্তহত্তার মত।আর সিগারেট আছে নিকোটিন আর টাক। ধুমপান করার ফলে একজন মানুষের প্রায়  দৈনিক ৫০-১০০ টাকা বা ততোধীক টাকা খরচ হয়।
 আর প্রবিত্র কুরআন বলছে পানাহার করো অপচয় করোনা। সুরা আরাফ, আয়াত নং ৩১ । প্রবিত্র কুরআন আরো বলছে, তোমরা অপচয় করোনা, কারণ অপচয় কারি শয়তানের ভাই। সুরা বনী ইসরা্ঈল, আয়াত ২৬-২৭।
ধুমপান করলে পাশের লোকের ক্ষতি হয়। যে ধুমপান করে তার চেয়ে বেশি ক্ষতি হয় তার পাশের লোকের যখন সেই লোক ধোঁয়া ছাডেন ৷ অনেক সময় আমার বাস্তব অভিজ্ঞতার থেকেই বলছি যে ধুম পায়ীর ধোঁয়া আমার নাকে বাজার সঙ্গে সঙ্গে নাকের ডগায় জালাপোডা  করতে থাকে যতক্ষন না আমি সে স্হান ত্যাগ না করি ৷ আবার ব্যাড রুমে ধুম পান করলে ঐ দিনের ঘুম আমার জন্য হারাম হয়ে যায় ৷ তাছাডা যানবাহনে তো একে বারেই আমার সহ্য হয়না , অনেক সময় এ কারনে বুমিও হয়ে থাকে ৷ অনেক বন্ধু বান্ধবের সাথে আলাপ করলে অনেকে এ সমস্যা গুলোর সাথে ঐক্যমত ও পোষন  করেন ৷ <  মানুষ কে কষ্ট দেয়া হারাম ::  আল হাদীস
 :: যার হাত- পা মুখ থেকে অপর মুসলিম নিরাপদ নয় সে সত্যিকার মুমিন নয় ৷ আল হাদীস
,
 এজন্য সিঙ্গাপুর সবার সামনে সিগারেট খাওয়া নিষেধ। দন্ডনীয় অপরাধ ৷ বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় দেশে আইন পাশ করা হয়েছে ৷
 জন সমাগম হয় এমন জায়গা যেমন বাস -ট্রেন  টামিনাল و বিমান বন্দর , আবাসীক হোটেল , রেস্তোরা ,অফিস -আদালত  সহ আরও অনেক জায়গায় ধুম পান নিষিদ্ধ ,তবে অগত্যা ধুম পান করতে হলে নিধারীত স্হানে গিয়েই ধুম পান করতে হয় ৷ অন্যাথায়   শাস্তি স্বরুপ  বিভন্ন অংকের  জরিমানা  গুনতে  হয় ৷


পানঃ শুধু পান খা্ওয়া হারাম নয় কারণ খালি পান করা তেমন ক্ষতি হয়না আর যদি পানের সাথে জর্দ্দা বা তামাক খায় তাহলে হারাম কারণ জর্দ্দা বা তামাকে আছে টাক আর নিকোটিন যা খেলে অনেক ক্ষতি হয় মানুষের, যেটা ধোঁয়ার মাধ্যমে নেয়া হোক বা পানের সাথে চিবিয়ে খাওয়া হোক ।যে কোন ভাবেই তা  হারাম ৷   পান বিক্রেতাকে ধরে দিতে পারলে ২০০০ দিরহাম পুরস্কার?
আমাদের দেশের প্রবাসী ভাইদের যেখানে সেখানে থু থু ফেলার একটা বদ অভ্যাস আছে। প্রবাসে পান খাওয়া নিষিদ্ধ। তারপরেও প্রবাসীরা পান খাওয়া থেকে বিরত নেই। বাসায় পান খেলে কেউ দেখে না। কিন্তু প্রবাসী ভাইয়েরা রাস্তায় পান খেতে বেশী পছন্দ করে। একটার পর একটা সিগারেট  আর পান চিবাতে চিবাতে খোশগল্পে মেতে উঠে। পানের পিচকিগুলো দেয়ালে লাগিয়ে দিয়ে রং করে দেয়। সুন্দর সুন্দর ডাস্টবিন গুলোর চারিদিকে পানের পিচকি দেখলে যে কারো মাথা খারাপ হবে।   বড় বড় সুপার মাকেটের ডাজবিন  , বিল্ডিং এর কোনায় এমন ভাবে পানের পিচকী ফেলে রক্তাক্ত করে ফেলেন যা দেখে পরিস্কার পরিচ্ছন্ন মেজাজী লোকদের মাথা খারাপ হওয়ারই কথা ,
 ক্লিনারদেরকে ডাস্টবিন ও দেয়ালগুলো পরিস্কার করতে দেখি। হয়ত ক্লিনারদের অভিযোগের কারনে দুবাই সরকার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে "এখন থেকে কেউ পান খেলে তার শাস্তি হবে, জরিমানা হবে, আর পান বিক্রেতাকে ধরিয়ে দিতে পারলে   2000 দিরহাম পুরস্কিত করা হবে।


প্রফেসর স্টিভেন স্পাইরোর এই সুপারিশ এমন এক সময়ে এল যখন গবেষণা প্রতিষ্ঠান ‘ক্যান্সার রিসার্চ ইউকে’ বলছে ধূমপান বিরোধী কার্যক্রমের ফলে ব্রিটেনে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ক্যান্সারের হার কমে এলেও দক্ষিণ এশিয়া থেকে আসা গোষ্ঠীর মধ্যে এর কার্যকারিতা খুব একটা দেখা যাচ্ছে না।
আর পৃথিবীতে ধুম পানের কারনে ফুসফুসের ক্যান্সারে বৎসরে ১৫ লক্ষ লোক মারা যায় ৷

লিংক------------- বি বি সি অডিও http://www.bbc.co.uk/bengali/multimedia/2012/11/121129_sg_southasia_smoking.shtml








---------------
آخى المدخن لحظه من فضلك
------------------------
الحمد لله وحده والصلاة والسلام على من لانبى بعده اما بعد----
*فقد اجمع علماء في البلد الحرام المباركة على حرمة التدخين---
واستدلوا على ذالك بكثير من أدلة الكتاب والسنة – منها قوله تعالى ----- ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث – الأعراف الآية 157
ولا يشك احد من العاقل البالغ في خبث الدخان -------------------
وقوله تعالى --------------------------------------------------------
ولاتلقوا بأيديكم إلى التهلكة ---- البقرة الآية –195
وقوله تعالى ------------------------------------------------------
ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ----- النساء – الآية 29

وقد أثبتت الدراسات والتجارب الطبية آن التدخين مهلك وقاتل ولو على المدى البعيد---------------------------------------------------
------------------ وقول النبي صلى الله عليه وسلم --------------
 لا ضرر ولا ضرار – رواه احمد -------- والدخان ضرر على النفس والأسرة والمجتمع والأمة بأسرها-------------



أولا---- من أضرار التدخين على الجهاز التنفسي
----------------------------------------------
*** الإصابة بسرطان الرئة والحنجرة- والتهاب الرئة المزمن-
***بمرض السل الرؤى – والربو المزمن -
*** الاصابة بضيق التنفس – والالتهاب الشعبي المزمن

ثانيا --- من أضرار التدخين على جهاز العصبي
--------------------------------------------------
***-----------الاصابة –بمرض الأرق والتوتر
*** -- ضعف الأعصاب المؤدى إلى شلل الأعصاب
***---------- -- سرعة الغضب – والعصبية الزائدة
***-- -------- ضعف الذاكرة – ووهن النشاط الذهني
*** --- ضعف حاستي- الشم والذوق لأنه رائحة الدخان يظهر من الفم والجسم والثياب ولكن ما عندهم إحساس ---
*** ------------------- ضعف البصر والتهاب الجفون

ثالثا ---- من إضرار التدخين على القلب والجهاز الدوري
--------------------------------------------------------
***--- زيادة ضربات القلب –
*** ---- تصلب الشرايين وارتفاع ضغط الدم
****----- جلطات القلب والأوعية الدموية للمخ
****----- اضطراب الدورة الدموية في الأطراف
**** ----- الاصابة بالذبحة الصدرية والتهاب الشريان
التاجي


رابعا – من اضرارالتدخين على الجهاز الهضمي
---------------------------------------------
*** -- الاصابة بسرطان الفم والبلعوم والمريء والبنكرياس ----
****----------الاصابة بقرحة المعدة والاثنى عشر
**** ---------- الاصابة بمرض الضمور الكبدي

***** --- فقدان الشهية –والوهن - والضعف العام –

خامسا --- من أضرار التدخين على جهاز البولي
----------------------------------------------
***-- الاصابة بسرطان المثانة- وقرحة المثانة
***---- الاصابة بسرطان الكلى - والتسمم البولي

هل تصدق
-----------
**** أن الوفيات الناتجة عن التدخين في كل عام أكثر من الوفيات الناتجة عن جميع الأمراض الفتاكة مجتمعة –
****--- إذا كانت القنبلة الذرية التي ألقيت على يابان فتكت ب 260000 شخص فان التدخين يفتك كل عام بثلاثة ملايين شخص واه على العجب من المدخنين
*****--- ان السيدات والسادة: أن السيجارة الوحدة تحتوى على ما يقرب من 600 مركب كيماوي منها 40 مركبا يسبب مرض السرطان
**** إن في المائة سبعون شخص من 50 مليون مدخن في الولايات المتحدة حاولوا الإقلاع عن التدخين فمتى تحاول أنت يا عبد الله آخى المسلم الإقلاع عن التدخين – الست أحق بذالك منهم



كتبه --- عبد الله نظامي بنغلاديش
المائخذ من الرسائل القسم العلمي
مدار الوطن للنشر
المملكة العربية السعودية
25/12/1430 هجرية
التحذير من الطعن فى الصحابة
------------------------------
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبى بعده أما بعد -------------------------------------------------
*1*اعلم آخى الحبيب – أعزك الله – أن الطعن فى صحابة رسول الله صلى الله عليه وسلم هو طعن فى الحقيقة الطعن فى الإسلام وفى نبى الإسلام وفى القران الذي انزل على نبى الإسلام ------
***------------ أما كونه طعنا فى الإسلام---- فلان الصحابة رضي الله عنهم هم الوسائط الذين نقلوا إلينا الإسلام - والطعن فى الوسائط طعن فى الأصل – والازدراء بالناقل ازدراء بالنقل------------------------------
**** ----------- وأما كون الطعن فى الصحابة طعنا فى القران --------- فلان القران نطق بعدالتهم والثناء عليهم فكان الطعن فيهم يلزم تكذيبا لهذه الآيات التي نطقت بفضلهم و المعلوم أن إنكار الآية من الآيات القران كفر وحكمه خرج عن الملة والدين – أعذنا الله منهم
قال الله تعالى على شاءن الصحابة الكرام -------------- -------------------------
والسابقون الأولون من المهجرين والأنصار والذين اتبعوهم
بإحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنت تجرى تحتها الأنهر خلدين فيها أبدا-- ذالك الفوز العظيم --
التوبة – 100
فكيف يكون هذا الثناء والفوز العظيم لقوم خائنين لله ورسوله كما يصفهم بعض الجهال

***-- وما كونه طعنا في النبي صلى الله عليه وسلم ----
فلانة دلالة على أن النبي صلى الله عليه وسلم لم يحسن اختيار الصحابة . ولم يؤثر فيهم , وهو أيضا تكذيب للنبي صلى الله عليه وسلم .
ومن ذالك ---
=== قال النبي صلى الله عليه وسلم لا تسبوا اصحابى –
فوالذى نفسي بيده لو انفق أحدكم مثل احد ذهبا ما بلغ مد احدهم ولا نصيفه متفق عليه
==== وقال النبي صلى الله عليه وسلم --
لعن الله من سب اصحابى- رواه الطبراني وحسنه الالبانى ----
==== وقال النبي صلى الله عليه وسلم –
واصحابى أمنة لامتى – فإذا ذهب اصحابى أتى امتى ما يوعدون --------------------- رواه مسلم
==== وقال النبي صلى الله عليه وسلم --
إذا ذكر اصحابى فامسكوا -- رواه الطبراني
==== وقال النبي صلى الله عليه وسلم –
ابوبكر في الجنة, وعمر في الجنة , وعثمان في الجنة وعلى في الجنة. وطلحة في الجنة , والزبير في الجنة. وعبد الرحمن في الجنة , وسعد في الجنة . وسعيد في الجنة, وأبو عبيدة بن الجراح في الجنة , رواه احمد; والترمذي بسند صحيح;
ولما قيل لعائشة رضي الله عنها يا أم المؤمنين نال ناس أصحاب رسول الله صلى الله عليه وسلم حتى نالوا من أبى بكر وعمر قالت انقطعت عنهما الإعمال فأحب الله عزوجل ألا ينقطع عنهما الآجر
=== وقال رسول الله صلى الله عليه وسلم .
اصحابى كالنجوم بأيهم اقتديتم اهتديتم ,


=== وقال الله تعالى -- وإذا قيل لهم امنوا كما امن الناس قالوا أنؤمن كما امن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ; البقرة الآية 13 ----------------- والمعلوم أن هذه الآية المقصود من امن الناس هم الصحابة رسول الله رضوان الله عليهم أجمعين فالإيمان الصحابة مرائة للجميع حاضرا كان أو غائبا إلى يوم ألقيامه ,
==== وقوله تعالى – إذ قال لصاحبه لا تحزن إن الله معنا الآية .
هناك المراد لصاحبه هو سيدنا, وحبيبنا, وحبيب محمد صلى الله عليه وسلم , والرئيس العشرة المبشرات ,
والرئيس خلفاء الراشدين,والرئيس هذه الأمة بعد الأنبياء, هو سيدنا ابو بكر الصديق رضي الله عنه .

== وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رائيتمونى أصلى ,
وهناك أيضا باعتبار رؤية صلواة النبي هم الصحابة هم المعيار الحق إلى يوم القيامة
لو يسألك يا عبد الله – يا عبد الرحمن -------------
من الذي راء صلواة النبي , من الذي راءا صيام النبي , من الذي راءا حج النبي , من الذي راءا معاملات النبي , إلى غير ذالك ----------------------------------
لا شئى من الجواب إلا الصحابة رسول الله صلى الله عليه وسلم . فلان الصحابة هم الوسائط الذين نقلوا إلينا الإسلام والإيمان والصلاة و الصيام والحج إلى غير ذالك

قال ابن الجو زى
وإنما يعرف قدر الصحابة رضي الله عنهم وفضائلهم من تدبر أحوالهم وسيرهم وأثارهم في حياة رسول الله صلى الله عليه ؤسلم وبعد موته –
من المسابقة إلى الإيمان والمجاهدة لأعداء الله ورسوله - فلولا هم ما وصل إلينا من الدين أصل ولا فرع- ولا حملنا من الشرائع سنة ولا فرضا – ولا علمنا من أحاديث رسول الله صلى الله عليه وسلم وإخباره وسيرته وأثاره شيئا
النتيجة ======
فمن طعن فيهم وسبهم – فقد خرج من الدين الحنيف ومرق من ملة المسلمين -------
وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم –

كاتب === عبد الله نظامي بنغلاديش
مقيم المملكة العربية السعودية
مكة المكرمة