ক্বওমী সনদের স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গডার এক শক্তিশালী হাতিয়ার --
হাইয়্যাতুল উলইয়ার পরীক্ষা বর্জন করা বা কওমি সনদের স্বীকৃতি বর্জনের ডাক দেওয়া কেমন যেন বউয়ের সাথে রাগ করে নিজের কামাই করা নিজের ঘরের খাবার না খাওয়ার নামান্তর।
পরীক্ষা বর্জন করে কী লাভ হবে আমি ক্লিয়ার না। তাতে সরকারের কিছু যায় আসেনা। নিজেদের পায়ে কুঠারাঘাত করার নামান্তর, এটি আমাদের অধিকার কারো করুণা নয়।
পরীক্ষা বর্জন, হাইয়্যাকে বর্জন, এগুলো করে মারাত্মক ভুল করছে ছাত্র ভাইয়েরা।এ গুলো অদূরদর্শী সিদ্ধান্ত। এবং অতি-আবেগের বহিঃপ্রকাশ।
বর্তমান মৌদি বিরোধী আন্দোলন এর সাথে পরীক্ষা বর্জনের কি সম্পর্ক? বা
হাইয়্যাতুল উলইয়ার সাথে কি সম্পর্ক?
হ্যাঁ, পরীক্ষার তারিখ পেছানোর আবেদন করা যেতে পারে সেটা ভিন্ন কথা। কেউ পরীক্ষা বর্জন করলে সেটা তার ব্যক্তিগত জীবনের জন্যই ক্ষতি কারো কিছুই যায় আসেনা।
সনদের স্বীকৃতি যদিও আমাদের বডরা দীর্ঘ সংগ্রামের পর হাসিনা সরকার থেকে আদায় করে নিয়েছে এটা তো আমাদের অধিকার এটা কারো করুনা নয়।
সরকার আসবে যাবে পরিবর্তন হবে এতে কিছু যায় আসেনা কিন্তু মূল অধিকার আমাদের আদায় করে নিতে হবে যে কোন সরকার থেকে সে যেইই হউক না কেন?
হাইয়্যার পরীক্ষা বর্জন আত্মঘাতি হবে ।
হাটহাজারি পটিয়া মাদ্রাসা সহ যেসব মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছে এতে তাদের নিজেদেরই ক্ষতি হবে । তাই এসব চিন্তা পরিত্যাগ করা উচিৎ ।
আর সনদ বাতিলের দাবিও যৌক্তিক নয় ।
কারণ এ সনদ শায়খুল হাদীস আজিজুল হক রহঃ শায়খুল ইসলাম আহমদ শফি রহঃ শায়খ হারুন ইসলামাবাদী রহঃ, শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরি রহঃ সহ আসংখ্য অগনিত ওলামায়ে কেরামের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল ।
এটা কওমী ওলামা তালাবাদের প্রাপ্য অধিকার । এটা সরকারের দয়া ও দান দক্ষিণা নয় ।
তাই এ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জন সমর্থন আদায়ের চেষ্টা করাও কল্যানকর নহে ।
এ সনদের স্বীকৃতির বিলের প্রতিটি লাইন ও বাক্য ভাল করে পডে দেখুন ছাত্র ভাইয়েরা,
সেখানে কি কি লেখা আছে। একটু অনুধাবনের চেষ্টা করুন আমাদের বডরা খুব বিচক্ষণতার সাথে সেই স্বকৃীতি আদায় করে নিয়েছেন।
আজকে যদি কোন কওমী সনদধারী ওসী হাটহাজারী থানায় থাকত তাহলে কি এ ঘটনা ঘটত?
এ সনদ আমাদের ছাত্রদের ভবিষ্যৎ উজ্জল করার ধার উন্মোচন করেছে।
কিন্তু যারা পিছনের টেবিলে ঘুমিয়ে ঘুমিয়ে মতরখায়ী করতে করতে সময় পার করেছেন তাদের তো কোন ভবিষ্যৎ নেই তাদের স্বীকৃতিরও দরকার কি সনদের ও দরকার কি?
তারা বর্জন করলেও লাভ কি না করলে ও লাভ কি? কিন্তু যারা মেধাবী দেশের জন্য কিছু করতে চায় তাদের জন্য এ স্বীকৃতি অতি গুরুত্বপূর্ণ।
সনদের স্বীকৃতি এ দেশের ক্বওমীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর একটি হাতিয়ার ও বটে। কিন্তু অপরিপক্ক ছাত্রদের সেটা বুঝে আসার করা নয়।
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন