নারীদের যৌনরস ও যৌন শিথিলতা সমস্যার সমাধানঃ
যে সকল নারী শারীরিক সব কিছু ঠিক থাকার পরও যৌন মিনলের সময় যৌনি পথে পিচ্ছিল জাতীয় যৌন রস বের হয় না, বা কম বের হয় তখন এর কারনে মিলনের সমস্যা হয় ব্যথা হয় মজা পাওয়া যায়না।স্বামী স্ত্রী উভয়ের জন্য অস্বস্তি কর, তাই এ সমস্যার সমাধান করতে করনীয় ঘরোয়া চিকিৎসা
উপাদান ঃ কলা গাছের থো বা থোর বা অনেকে কলাগাছের মোছা বা মোছডা ও বলে থাকে, এর একেবারেই ভিতরের সাদা কচি অংশ টুকু নিয়ে পেষ্ট করে কয়েক চামচ খাটি মধু মিশিয়ে সেবন করুন দৈনিক এক বার ১৫ দিন কমাজকম।
তাছাডা এ থোঁ বা থোর ভিতরের অংশ তথা ফুল গুলোকে রান্ন বা ভাজি বা ভত্তা করে ও এর সাথে খেতে পারেন। এবং কলার বোগলী টা রান্না করে খাওয়ার চেষ্টা করুন কমাজ কম ১৫ দিন।
তবে মাস্ট ইনফোর্টেন থোঁ বা মোছা বা মোছডার ভিতরের সাদা অংশ যেটাকে অনেকে মুধা ও বলে থাকেন। এটাকে পেষ্ট করে মধু সহকারে সেবন করতে হবে ১৫ দিন কমাজকম। বেশী সম্ভব হলে আরও ভাল।
তাছাডা
চিকিৎসা হিসাবে
টিটানিয়াম
সিলানিয়াম
জিংসিং
মাজুন আরদে খোরমা
ইত্যাদি চিকিৎসক এর পরামর্শে সেবন করতে পারেন।
অপর দিকে নারীদের যৌন শিথিলতা দূর করতে কার্যকর
অনেক সময় দেখা যায় যে স্বামী যৌন মিলনে আগ্রহী হলেও স্ত্রী তাতে অনীহা প্রকাশ করে অর্থাৎ যৌন মিলনে অনাগ্রহ বা চাহিদাই থাকেনা।এ জন্য নারীদের যৌন শিথিলতা দূর করতে প্রাথমিক চিকিৎসা হিসাবে ১০০% প্রাকৃতিক এ টিপস টি ব্যবহার করতে পারেন।
সাজনার ডাটা ও পাতা আলাদা করে পাক করে নিয়মিত খাওয়া প্রয়োজনে সাপ্তাহিক ৩-৫ দিন।
তাছাডা সাজনার পাতা চূর্ণ করে চা র মত খাওয়া যেতে পারে তাহলে চমৎকার রেজাল্ট আসবে।
অথবা সাজনার ক্যাপসুল ও সেবন করা যেতে পারে। ফার্মেসিতে পাওয়া যায়।
হরমোনের ঘাটতি পুরন
বন্ধ্যাত্ব চিকিৎসায়
টেস্টেস্টেরন হরমোন নারী পুরুষ,শুক্র, শুক্রানু বৃদ্ধি,ও শক্তিশালী করতে,যৌনশক্তি বাডাতে খাবার ও চিকিৎসা ঃ
১, দৈনিক ১০ টি খেজুর,১০ টি কিসমিস, ২০ টি বাদাম,৩ মাস
২, কালোজিরা ফুলের মধু,কালোজিরা তেল,ও জয়তুন তেল ১ চামচ করে মিশিয়ে সেব্য ৩ মাস।
৩, তাছাডা পদ্ধ ফুলের মধু,আধা সিদ্ধ ডিম,দুধ ৩ মাস সেবনে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেন।
তাছাডা চিকিৎসা হিসাবে
১, মাজুন আরদে খোরমা,জিংসিং ক্যাপ,আর জেলী ক্যাপ,জিংসিং ইকোনো ট্যাব, ব্যবহার করা যেতে পারে।
নারী পুরুষ উভয়ের জন্য
টেস্টোস্টেরণ হরমোন বৃদ্ধি ও যৌন ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর।
নারী পুরুষ উভয়ের যৌন সমস্যায় পানিফল বা শিঙ্গাড়া
পানি ফল অত্যন্ত পুষ্টি কর, যৌন সমস্যা ও মাসিকের গোন্ডগোল দূর করতে কার্যকর। গাছাডা পানি ফলের শাস শুকিয়ে চূর্ণ করে রুটি তৈরী করেও খেতে পারেন।
সৌজন্যে
ভূঁইয়া ন্যাচরাল হার্বস
এম আবদুল্লাহ ভূঁইয়া
০১৮২৯৩১৮১১৪
ইমু ওয়াতসাফ এ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন