(ক)ভেষজ চিকিৎসা নিতে হলে করনীয় কি?
(খ) যৌন সমস্যার সমাধান কি এক সপ্তাহে সম্ভব?
আজকে আমি এখানে উপরোক্ত দূটি বিষয় নিয়ে আলোচনা করবো।
উত্তর (ক) সর্ব প্রথম যারা ভেষজ চিকিৎসা নিতে হলে করনীয় এ ব্যাপারে জানার চেষ্টা করবো,
যারা আমাদের প্রাকৃতিক চিকিৎসা নিয়েছেন বা নিতে আগ্রহী বা অন্য কোথাও থেকে চিকিৎসা নিতে চান তাদের প্রতি নিবেদন।
আমরা রোগ হলে বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকি এটাই এ ধরণীর সিস্টেম কিন্তু সকলকে একটা কথা বুঝতে হবে যে, যে রোগ দাতা ও মুক্তি দাতা হলেন আল্লাহ তায়ালা ,"ওয়া ইজা মারিয্তু ফা-হুয়া ইয়াস্- ফিন্ " আমরা যখন অসুস্হ হই আল্লাই শেফা দেন,
কেননা আল্লাহু হুয়াশ শাফী" একমাত্র আল্লাহই শেফা দান কারী।
কিন্তু রোগ হলে চিকিৎসা নেয়া সুন্নাতুল আম্বিয়ার অন্তর্ভুক্ত। কিন্তু ডাক্তার কবিরাজ বা ঔষধ শেফা দানকারী নয়। তা একটা উসিলা মাত্র।
তাই দেখা যায় কোন কোন বড ডাক্তার যেখানে ফেইল সেখানে সাধারণ একজন ডাক্তারের চিকিৎসায় আরোগ্য লাভ করেন।
সে হিসাবে কোন ডাক্তার বা কবিরাজ বা চিকিৎসা কে অবগ্ঘা করতে নেই। সব ঔষধ সকলকে কাজ করেনা আবহাওয়া পরিবেশ বয়স মেজাজ সহ রোগ নতুন পুরাতন ইত্যাদি অনেক কারণ থাকতে পারে।সঠিক রোগ ও ডোজ নির্ণয় ও একটা ব্যাপার আছে।
তাছাডা আধ্যাত্মিক বিষয় যেমন ঔষধ সেবনের পর ঐ ঔষধ আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেন যে, সে তার কার্যকরীতা বা ক্ষমতা প্রয়োগ করবে কিনা? আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হলেই সে তার কার্যক্রম প্রয়োগ করেন এবং রুগি সুস্হ হয়ে উঠেন রোগ থেকে মুক্তি লাভ করেন।
এ জন্য যে কোন ডাক্তারের চিকিৎসা নিতে হলে আপনাকে ধৈর্য্যশীল হতে হবে। নিয়মিত আপডেট জানাতে হবে প্রয়োজনে ঔষধ পরিবর্তন পরিবর্ধণ সহ পরামর্শ দিবেন। তাছাডা কোন কোন রোগের জন্য ৩ দিন ১৪ দিন ২১ দিন, ১ মাস থেকে ৩ মাস ৬ মাস ১ বছর এমন কি সারা জীবনও নিয়মিত ঔষধ সেবন করতে হতে পারে।যাকে রোগ নিয়ন্ত্রণে রাখা বলে যেমন ডায়বেটিস প্যাসার এলার্জি ইত্যাদি । তাই বলে এক দিন বা সাপ্তাহ বা এক ফাইল ঔষধ সেবনে কেউ রোগ মুক্তির গ্যারান্টি দিতে পারেনা বা পারবেনা।আমরাও পারিনা।
অনেক সময় দেখা যায় ডাক্তার বলছেন ৩/৬ মাস ঔষধ সেবন করতে হবে এমতাবস্হায় যদি ১/২ মাস সেবনে ঔষধ সেবন বন্ধ করে দেন তখন কি হবে ভেবে দেখুন, না-এধার না- ওধার।
তবে আমরা আমরা সর্বোচ্চ সতর্কতা ও চিন্তা ভাবনা করে চিকিৎসা বা পরামর্শ দিয়ে থাকি।
সুতরাং আল্লাহই শেফাদানকারী এ কথা আমাদের কে মনে প্রানে বিশ্বাস করতে হবে।
তাছাডা ভেষজ চিকিৎসা ধীরগতি হলেও দীর্ঘ স্হায়ী, স্হায়ী চিকিৎসা যা পার্শ্বপ্রতিক্রিয়াহীন। আর যারা দ্রুত আরোগ্য পেতে চান তারা ভেষজ চিকিৎসা বা হোমিওপ্যাথিক চিকিৎসা না নেয়াই শ্রয়।
আর ভেষজ চিকিৎসা এটাই পৃথিবীর সর্ব প্রথম চিকিৎসা যা হযরত আদম আঃ নিজে ব্যবহার করেছিলেন "স্পুরিলীনা "দ্বারায়।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সকল নবী রসুলগন সহ মহামনিষীগন এ প্রাকৃতিক চিকিৎসা গ্রহন করেছিলেন। আর আমাদের প্রিয় নবী সাঃ ও ১২ ভেষজ দিয়ে চিকিৎসা নিয়েছিলেন বলে বিভিন্ন গবেষণার ফুটে উঠে। আজকালও সারা পৃথিবীতে ভেষজ নিয়ে অনেক গবেষণা হচ্ছে, মানুষ আবার প্রকৃতির দিকে ধাবিত হচ্ছে।
বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রম আর গবেষনা করে আসছেন লায়ন ডাঃ আলমগীর মতি,তিনি একটি নাম, একটি ইতিহাস একটি প্রতিষ্ঠান mxn মর্ডান হরাবাল কোং লিঃ এর স্বতাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দেশী বিদেশী আন্তর্জাতিক স্বকৃতী প্রাপ্ত, ইউরোপিয় ইউনিয়নের এ ওয়ার্ড প্রাপ্ত হারবাল চিকিৎসক ও গবেষক।
আমরা মূলত তারই গবেষণা লব্ধ ঔষধ সহ আরও বিভিন্ন নামিদামী দেশী বিদেশী ঔষধ দিয়ে চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে থাকি।সুতরাং আপনাদের যে কোন সমস্যায় ফ্রী পরামর্শ দিতে আমরা কুন্ঠবোধ করবোনা মানব সেবাই পরম ধর্ম বা ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ সে হিসাবে আমরা সদা প্রস্তুত।
(খ) যৌন সমস্যার সমাধান কি আসলে ১ সাপ্তাহে সম্ভব?
হাজারো লাখো মানুষের মনের কথা অনেকে মনে করেন যৌন সমস্যার সমাধান ১ সাপ্তাহে বা ১ মাসেই সম্ভব আসলে কি তাই!কারণ হাটে বাজারে এ রকম অনেক পোস্টার বিজ্ঞাপন দেখতে পাই । আসলে কিন্ত তা সম্পূর্ণ ভূল ধারণা,
কারণ কারো যৌন সমস্যা ১ দিনে বা ১ মাসের সমস্যার কারণে হয়না বরং দীর্ঘ দিনের বিভিন্ন শারিরীক মানসিক সমস্যা রোগ- শোক অনিয়ম,,হস্তমৈথুন, স্বপ্নদোষ ও শরীরের উপর অপকল্পনীয় অত্যাচার সহ অপুষ্টি ইত্যাদির কারনে হয়ে থাকে ।বিশেষত স্বপ্নদোষ আর হস্তমৈথুনের কারনে সৃষ্ঠ যৌন সমস্যা কিন্তু খুব জটিল। অপরিনত বয়সে অপরিপক্ক হওয়ার আগে বা সাথে সাথে যখন হস্তমৈথুন করে যৌন জীবনের শুরুতেই আগাটা ভেঙ্গে দেয়া হয় তখন আসল জিনিষটা হারিয়ে যাওয়ার কারণে যতই চেষ্টা আর চিকিৎসা গ্রহন করুননা কেন একেবারেই ১০০% সুস্হ হওয়ার আশা করা যায়না।তবে হ্যাঁ ৭০% ৮০% সুস্হ হওয়া যায় যদি নিয়মিত অভিজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেয়া যায় কিন্তু তার সমাধান ১ সাপ্তাহ বা ১ মাসের চিকিৎসায় স্হায়ী চিকিৎসা কোন দিন সম্ভব না, তবে হতে পারে তা সাময়িক মাত্র। তবে সেক্সুয়াল সমস্যার জন্য ওয়ানটাইম মেডিসিন একেবারেই অনূচিত অনেক সময় দেখা যায় ওয়ানটাইম মেডিসিনে অভ্যস্হ হলে পরবর্তিতে নৃপুঃ হওয়ারও সম্ভাবনা থাকে ।
তবে স্হায়ী চিকিৎসা নিতে হলে বা স্হায়ী সমাধান পেতে হলে আবস্হা ভেদে দীর্ঘ স্হায়ী যেমন ৩/৬/৯/১২/মাস নিয়মিত চিকিৎসার সাথে বিভিন্ন পুষ্টিকর খাদ্য -পথ্য সেবনের বিকল্প নেই। বাস্তব অভিগ্গতা তাই বলে। কিন্তু অনেক সময় দেখা যায় ২/৩/৪ প্রকারের সমস্যা নিয়ে অনেক রুগি আসেন যেমন পেশাবের সাথে ধাতু যাওয়া ,স্বপ্নদোষ, হস্তমৈথুনের কারনে বীর্য পাতলা , লিঙ্গের সমস্যা টাইমিং সমস্যা ,পেটের পীডাসহ ইত্যাদি নানানবিধ শারিরীক অন্যান্য সমস্যা নিয়ে আসেন আর বলেন যে আমাকে ১/২ সাপ্তাহের মধ্যে ভাল চিকিৎসা দিন।
এখানে একটা কথা স্বরণ রাখতে হবে যে এখানে মূলত পৃথক পৃথক ৪ টা সমস্যা প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসার বিকল্প নেই তাই এক সাথে ৪ টার চিকিৎসা ও সম্ভব না তাই একেকটা করে ধারাবাহিক চিকিৎসা নিতে হবে । প্রত্যেকটির ব্যাপারে ৩ মাসের কোর্স নিলেও ১২ মাসের প্রয়োজন কিন্তু তা না করে ধারাবাহিক চিকিৎসা না করে অনেকে ২ সাপ্তাহ ১ মাস বা ২ মাস ঔষধ সেবন করে ক্ষান্ত হন ফলে তেমন কোন উপকার পান না এবং এতে করে হাকিম কবিরাজ আর হারবাল ঔষধের বদনাম ছডাতে থাকেন।
আপনি হাকিম কবিরাজদের পরামর্শে আবস্হাভেদে কমাজকম ৩/৬ মাস ৯ মাস বা ১ বছর চিকিৎসা নিয়ে দেখুন কি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্হার গবেষণা মতে যৌন দূর্বলতা ধাতুদৌর্বল্য চিকিৎসায় ভাল ফলাফল পেতে হলে যে কোন চিকিৎসা নিয়মিত ধারাবাহিকতা রক্ষা করেই যদি কেউ ১২০ থেকে ১৮০ দিন চিকিৎসা নেন তাহলে আশানুরূপ ফলাফল পেতে পারেন।
যারা ধৈর্য্য ধরে চিকিৎসা নেন তারা আবশ্যই সুস্হ হবেন।অনেক সময় রুগির শারীরিক ও আর্থীক আবস্হা ভেদেও অনেক সময় চিকিৎসা দেয়া হয় প্রাথমিক আবস্হায় নরমাল কমদামী ঔষধ দিয়ে চিকিৎসায় আশানুরুপ ফলাফল না পেলে উচ্ছ পাওয়ারী মেডিসিন প্রয়োগ করতে হয় যেটা সকল ডাক্তারাই করেন ,অনেক সময় রুগিরা অধৈর্য্য হয়ে হারবাল ঔষধের বদনাম করতে থাকে এবং চিকিৎসা থেকে বিরত থাকেন এটা মূলত অজ্ঞতার বহিঃপ্রকাশ হারবাল চিকিৎসাই হল আদি আসল ও নিরংস্কুশ পার্শ প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা ব্যবস্হা বর্তমানে সারা পৃথিবীতে হারবাল গবেষক ও বৈজ্ঞানিকগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তাছাডা রাস্তার পাশে গাডিতে বা বাজারে বিভিন্ন হেন্ডবিল বা কেম্বাচারদের লিকচার শুনে কেউ প্রতারিত না হয়ে রেজিষ্টার্ড/হেকিম কবিরাজ/ ডাক্তারদের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেয়া বুদ্ধি মানদের কাজ।
তাছাডা আমরা
MxN মডার্ণ হারবাল গ্রুপ তথা বাংলাদেশের সর্বপ্রথম ও ১ নং এ লাইসেন্স প্রাপ্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী। ডাঃআলমগির মতি স্যার এর প্রতিষ্ঠিত ও গবেষণাকৃত ঔষুধ / পথ্য সহ দেশী বিদেশী বিভিন্ন ঔষধ/ পথ্য দিয়ে যৌন চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসা /ও ফ্রি পরামর্শ দিয়ে থাকি।
তাছাডা আবস্হা ভেদে বিভিন্ন দেশি- বিদেশী ঔষধ সেবনের মাধমে ও চিকিৎসা সেবা দিয়ে থাকি।অত এব আপনাদের যে কোন সমস্যা যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ
ভূঁইয়া ন্যাচরাল হার্বস
মিরসরাই চট্টগ্রাম
ওয়াতসাফ /ইমু
০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন