Translate

বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

মুসলিম বিশ্ব সম্পর্কে জানুন এবং বুঝুন

বিখ্যাত একজন বিজ্ঞানী বলেছিলেন, "জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে কেবল নুড়ি পাথর-ই কুড়ালাম, সমুদ্র অবগাহন তো অনেক দেরী।" ... সত্যিই জানার রাজ্যটা কিন্তু অনেক বেশি ব্যাপৃত। তথাপি থেমে নেই অদম্য বনি আদমের জ্ঞান স্পৃহার দুর্দমনীয় আগ্রহ। অজানার জগতকে সংকুচিত করার মানসে তাই সবাই এখন সচেতন। নতুন কিছু জেনে সবার সাথে শেয়ার করার দু:সাহস সেই ছোটবেলা থেকেই। ব্লগিং জগতে এসেও তাই এ ঐতিহ্য(!) যাতে ভঙ্গ না হয়, সে জন্য বরাবরই নিরন্তর প্রচেষ্টায় নিমগ্ন! মুসলিম বিশ্বের খুঁটিনাটি কিছু তথ্য তাই উপস্থাপন করছি প্রিয় ব্লগারদের উদ্দেশে। সবার প্রতি আমার আন্তরিক আবদার, প্লিজ ভুলগুলো অবশ্যই শুধরিয়ে দেবেন। নতুন তথ্য যদি আপনার জানা থাকে, তাহলে আমাদের বঞ্চিত করবেননা, এ আমার দৃঢ় বিশ্বাস!

চলুন তাহলে শুরু করা যাক মুসলিম বিশ্বকে জানার ক্ষুদ্র প্রচেষ্টা....


আয়তন :
* পৃথিবীর মোট রাষ্ট্রের আয়তন ১৪ কোটি বর্গ কি.মি.।
* মুসলিম রাষ্ট্রের আয়তন ৩ কোটি ৫০ লক্ষ বর্গ কি.মি.।
* মুসলিম রাষ্ট্রের আয়তনের হার ২৫%।
* আয়তনে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কাজাখিস্তান (২৭ লক্ষ ১৭ হাজার ৩ শ' বর্গ কি.মি.)।
* আয়তনে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র মালদ্বীপ (২৯৮ বর্গ কি.মি.)।


জনসংখ্যা :
* পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি।
* পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার ২৩.১৮%।
* জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া।
* জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র মালদ্বীপ।
* জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর করাচী (পাকিস্তান)।
* মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে সবচে' বেশি মুসলমান বাস করে ভারতে (১৬%)

মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম জনসংখ্যার শতকরা হার :
এশিয়া- ২৪%
ইউরোপ- ১%
আফ্রিকা- ৫৯%
উত্তর আমেরিকা- ১.৫%
দক্ষিণ আমেরিকা- ০.৫০%


রাষ্ট্রসংখ্যা :

* পৃথিবীর মোট রাষ্ট্র ২০৪ টি।
* পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৫ টি।
* পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫ টি।
* OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি।
* সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র- কসোভা (ইউরোপ)।
* পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার ২৬%।


উৎপাদনের ক্ষেত্রে মুসলিম বিশ্ব :

* পেট্রোল উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম উপসাগরীয় আরব দেশগুলো।
* ফসপেট উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম মরক্কো।
* রাবার উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম মালয়েশিয়া।
* টিন উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম মালয়েশিয়া (৩৫%)।
* কার্পাস উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম ইরাক (৮০%)।
* কোলাম্বাইট (ধাতু) উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম নাইজেরিয়া (৯০%)।
* পাম অয়েল উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম মালয়েশিয়া।


সৈন্যসংখ্যার ক্ষেত্রে মুসলিম বিশ্ব :

* পৃথিবীর সকল রাষ্ট্রের মোট সৈন্যসংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ।
* মুসলিম রাষ্ট্রসমূহের মোট সৈন্যসংখ্যা ৮৫ লক্ষ।
* পৃথিবীর মোট সৈন্যসংখ্যার অনুপাতে মুসলিম সৈন্যবাহিনী ২৫%।
* সৈন্যসংখ্যার বিচারে বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তান (সৈন্যসংখ্যা ৫,৮৭,০০০)।


এক নজরে বিশ্ব মুসলিমের অবস্থান :

* বিশ্বের জনসংখ্যার এক পঞ্চমাংশেরও বেশি মুসলিম।
* ৫৭টি ওআইসি ভুক্ত দেশে মুসলিম জনসংখ্যা ১০০ কোটি।
* বাকী দেশসমূহে মুসলিম জনসংখ্যা ৪২ কোটি।


মুসলিম বিশ্বের অর্থনৈতিক অবস্থান :

* ১৩% আভ্যন্তরীণ বাণিজ্য।
* ৮৭% বাণিজ্য বহির্বিশ্বের সাথে।
* সকল মুসলিম দেশ-ই উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত।
* ৫টি মুসলিম দেশ উচ্চ মানব উন্নয়নভুক্ত।
* ২৫টি মুসলিম দেশ মধ্য মানব উন্নয়নভুক্ত।
* ২৭টি মুসলিম দেশ নিম্ন মানব উন্নয়ন ভুক্ত।
* ইউরোপ ও আফ্রিকায় ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
* ৫৭টি মুসলিম দেশ পৃথিবীর ২৩% ভূমির অধিকারী।
* তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলোর রয়েছে বিপুল পরিমাণ উদ্বৃত্ত সম্পদ। এ উদ্বৃত্ত অর্থ পাশ্চাত্যের ব্যাংকগুলোতেই জমা আছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বিশ্বের অন্যান্য শিল্পোন্নত দেশের তুলনায় মুসলিম দেশগুলো শুধু কম উন্নত-ই নয়, তাদের অধিকাংশই দরিদ্র। ১৯টি মুসলিম দেশ (৩৩%) বিশ্ব ব্যাংকের শ্রেণিবিন্যাস অনুযায়ী স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচিত।



সাথেই থাকুন। জানা এবং জানানোর এ কনসেপ্ট অব্যাহত থাকবে ইনশাআল্লাহ.....

২টি মন্তব্য: