Translate

সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

ফুল রফতানি কল্পে বানিজ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন

ফুল রফতানি কল্পে  বানিজ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন
**************************************
আমাদের দেশের অর্থনিতীকে আরও চাঙ্গা করতে ফুল একটি অর্থকরী ফসল , হিসাবে বিবেচিত , এ ফুল রফতানী করে কোটি কোটি টাকা ইনকাম্ করা যায় ৷ এ ফুলের চাহিদা বহিঃবিশ্বে অনেক ৷  দেশের গার্মেস শিল্পের মত কাচা ফুল ও একটি অর্থকরী ফসল ৷যারা মধ্যপ্রাচ্য সহ বহিঃবিশ্বে ফুলের দোকানে কাজ করেন একমাত্র তারা ছাডা অন্য কেউ তা উপলবব্দি করতে পারবেনা৷ সুতরাং আমি চাই আমাদের দেশের ফুল চাষীরা এ ফুল রপ্তানী করে বৈদেশিক মূদ্রা অর্জন করুক ৷
আর এ জন্যই প্রয়োজন সরকারী ব্যবস্হাপনায় ,  ফুল প্রক্রিয়াজাত করন কল্পে কোল্ড ষ্টোরেজ নির্মান ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বহিঃবিশ্বে  ফুল রফতানী করার সুযোগ সৃষ্টি করে দেয়া ৷
কিন্তু ইদানিং যত সামান্য ফল রফতানী হচ্ছে বা কেউ নিজ উদ্দ্যোগে  করার  চেষ্টা করছেন , বিভিন্ন সমস্যার কারনে তা ও সফলতার মুখ দেখছেনা , তাই যদি   এ সংক্রান্ত বানিজ্যমন্ত্রনালয়   কতৃপক্ষ একটু খেয়াল করলেই অনায়াসে ফুল রফতানী করে বিপুল অর্থ উপার্জন করতে সক্ষম হবে ৷


আজকাল  শুধু মাত্র  সৌদিতে বিভিন্ন দেশ এ ফুল রফতানী  করে থাকে , তন্মধ্যে হোলান্ড , কেনিয়া , মিশর , ভারত -কাশমীর , সিরিয়া , সুদান সহ অন্যান্য দেশ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে তেমন সুযোগ সুবিধা না থাকার কারনে বাংলাদেশী ফুল এখানে আসেনা বললেই চলে ৷




পাঠক লক্ষ করুন নীচের ছবিতে দেখুন এ ধরনের সব ফুলই বাংলাদেশে সহজ লভ্য 






 
 





 
 





 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






প্রক্রিয়া জাত করনের কিছু ছবি


















 
 
 
 





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন