Translate

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

প্রতিদিন কমপক্ষে কি পরিমান দরূদ পড়া উচিৎ

প্রতিদিন কমপক্ষে কি পরিমান দরূদ পড়া উচিৎ? বুযুর্গানে দ্বীনের মতে দৈনিক কমপক্ষে তিনশত বার দরূদ শরীফ পড়লে ইনশাল্লাহ অধিক পরিমান দরূদ শরীফ পাঠকারীদের অনর্ত্মভুর্ক্ত হবে।  আর জুমআর দিনে অধিক পরিমানে দরূদ শরীফ পড়ার অভ্যাস করা উচিৎ- হাদীস শরীফে আছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: জুমআর দিনে আমার প্রতি বেশী পরিমানে দরূদ পাঠ করসেদিন দরূদে ফেরেশতারাগণ শরীক হন এবং এ দরূদ আমার কাছে উপস্থিত করা হয় । (ইবনে মাজাহ- ওসওয়ায়ে রাসূলে আকারাম- পৃষ্ঠা-২৩৯)

অতএব আমাদের উচিৎ পাচ ওয়াক্ত নামাজের আগে পরে  সংক্ষিপ্ত হলেও ১০০ বার করে  দরূদ শরীফ পাঠের অভ্যাস করা যাতে মাত্র ২/৩ মিনিট সময় লাগেআর মাঝে মাঝে মুহাব্বতের সাথে দরূদে ইব্রাহীমি পাঠ করাএছাড়া উঠতে বসতে,  চলতে ফিরতে, বিনা অযুতেও দরূদ শরীফ পড়া যায়আল্লাহ আমাদের সকলকে অধিক পরিমান দরূদ শরীফ পড়ার তৌফিক দান করূনআমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন