Translate

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

আবুর হাট মুনিরুল ইসলাম মাদ্রাসা







মিরসরাই উপজেলার অসংখ পীর আওলিয়ার পদাচরণে ধন্য বাবুল ইসলাম নামে মিরসরাই থানার অন্তর্গত "আবুর হাটমুনিরুল ইসলাম মাদ্রাসা" চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি শিক্ষার প্রান কেন্দ্র ।



শতবর্ষী আবুর হাট মুনিরুল ইসলাম মাদ্রাসার নবনির্মিত জামে মসজিদ 





মাদ্রাসা মাঠে একটি আম গাছ , মাশাআল্লাহ কি মনোরম , আল্লাহর নেয়ামত

এক নজরে আবুর হাট মুনিরুল ইসলাম মাদ্রাসা মীরসরাই চট্টগ্রাম.
প্রতিষ্ঠাতা :- মাও: গাজী এলাহী বখ্শ ( র: )
প্রতিষ্ঠাকাল:- ১৯০৯ ইং ১৩৩০ হি: ১৩১২ বাংলা.
1 কিতাব বিভাগ-
জামায়াতে উলা(ফাজিল সমমান
ডিগ্রী)
2 সর্টকোর্স বিভাগ,
3 নূরানী বিভাগ
4 ও হেফজ খানা বিভাগ।
মতাাদর্শঃ
আহলে সুন্নত ওয়াল
জামায়াত।
সিলেবাসঃ
দারুল উলুম দেওবন্দ।
তত্ত্বাবধানেঃ আঞ্জুমানে ইত্তেহাদুল
মাদারিস বাংলাদেশ।
লক্ষ ও উদ্দেশ্যঃ তাওহীদ ও
সুন্নাতে রাসূলের প্রচার প্রসার বিশুদ্ব
আকীদা ও বিশ্বাস
এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষন।
অত্র প্রতিষ্ঠান মিরসরাই থানার বহু পরিচিত , ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ।
প্রতিষ্ঠাতাপরিচালক:- মাও: গাজী এলাহী বখ্শ ( র: ).
২য় পরিচালক :- আল্লামা গোলামুর রহমান (রহ).
বর্তমান মুহতামিম/পরিচালক :- আমার প্রান প্রিয় ওস্তাদ আল্লামা নুরুর হুদা সাঃ দাঃ বাঃ

ও সহকারী পরিচালক আমার প্রিয় বন্ধু , মাওঃ শহিদুল্লাহ ছাঃ
অত্র প্রতিষ্ঠান ১৯০৯ সালে প্রতিষ্ঠা লাভ করে অদ্যাবধী দীর্ঘ ১০৬ বছর পর্যন্ত অসংখ্য আলেম ওলামা উপহার দিয়েছেন এ জাতিকে ।
অত্র প্রতিষ্ঠান এলাকার শিক্ষার্থী ছাডাও দেশের প্রত্যন্ত অঞ্চলের বহু শিক্ষার্থীও রয়েছেন ।
আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরত্তর কামিয়াবী ও সফলতা কামনা করছি ।
শুভ কামনায়
এম এম আবদুল্লাহ ভূঁইয়া
কাটাছরা , মিরসরাই , চট্টগ্রাম
সৌদি প্রবাসী , মক্কা শরীফ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন