Translate

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

তাওয়াফের ২ রাকাত নামাজ অাদায়ে সতর্কতা অবলম্ভন জরুরী


তাওয়াফের ২ রাকাত নামাজ অাদায়ে সতর্কতা অবলম্বন করুন।
  -------m m abdullah dhuiyan ----
হজ্ব বা  ওমরাহ তাওয়াফ  শেষে ২ রাকাত নফল নামাজ অাদায় করা সুন্নত,এ ২ রাকাত নামাজ মোকামে ইব্রাহিম বরাবর সহ মসজিদুল হারামের যে কোন স্হানে অাদায় করা যায়। এমনকি  কেউ ভুলে ২ রাকাত অাদায় ব্যতিরেকে সাফা মারওয়াহ সায়ী করার পর স্বরন হওয়া মাত্র অাদায়  করে নিবে।যদিও মসজিদুল হারাম  থেকে বাহির হওয়ার পর স্বরন হয়।যেমনটি  ওমর রাঃ করেছিলেন। তাওয়াফের ২ রাকাত মোকামে  ইব্রাহীমে পডতেই  হবে বাধ্যতা মুলক তা না।

কিন্তু অনেক হাজি সাহেবানদের দেখা যায় যে,তারা  লক্ষ  লক্ষ হাজিদের প্রচন্ড ভিডের মধ্যে ও মোক্বামে  ইব্রাহিমের পাশে তাওয়াফ  শেষে ২ রাকাত নামাজ অাদায় করতে চায় কিন্তু এটা মারাত্বক ভুল।এটা অজ্ঞতা ছাডা কিছুনা।

একে  তো প্রচন্ড ভীডের কারনে অযথা জ্যাম সৃষ্টির কারন হয়,মানুষ কষ্ট পায়, যা হারাম।

দ্বিতীয়ত নামাজের একাগ্রতা নষ্ট হয় ধীরস্হির ভাবে দাডিয়ে,ঠিক ভাবে রুকু সেজদাহ করার সুযোগ ও থাকেনা।

তৃতীয়ত প্রচন্ড ভীডের কারনে পদধলীত হয়ে নিজের প্রাণ নাশের হুমকি থাকে।

সুতরাং  হজের মৌসুমে কেউ মোকামে ইব্রাহিম বা তার অাশ পাশে  নামাজ অাদায় করতে হুশিয়ার থাকার  অনুরোধ করছি।
তাছাডা রমজান/হজ্ব মৌসুম ছাডা  সারা বছর মোকামে ইব্রাহিম সহ কাবার পাশে, হাতিমে কাবায় নামাজ পডার সুযোগ অাছে।কিন্তু হজ্ব মৌসুম/ রমজানে ভীডের সময় সতর্কতা অবলম্ভন জরুরী।এবং দুরবর্তি নিরাপদ জামেলামুক্ত স্তানে ধীরস্হির ভাবে নামাজ পডা বুদ্ধিমানের কাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন