Translate

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

মধু জমজম ও কালোজিরা ক্যানসার সারাতে সাহার্য্য করে

জম্ জম্, কালোজিরা ও মধু ক্যানসার সারাতে সাহায্য করে+ একটি সত্য ঘটনা অবলম্বনে,

সৌদি আরব মক্কাস্হ নুজহা কুয়েতি মসজিদের সন্মানীত খতিব শেখ----_ ----
তিনি তার পরিচিত এক ক্যান্সার আক্রান্ত আপারেশনের জন্য  প্রস্তুত এমন এক রুগি জম্ জমের পানি,কালোজিরা ও মধু সেবনে এমন দূরারোগ্য রোগ থেকে মুক্তি পান বলে জুমার খোতবায় বর্ণনা করেন। আমার স্বীয় কানে শ্রবনকৃত।
তিনি বলেন যে, ঐ ব্যক্তি ক্যানসারের যাবতীয় চিকিতসা শেষে,সর্বশেষ চিকিৎসা হিসাবে আপারেশনের সিদ্ধান্ত নেন।এবং ডাক্তার সাহেব ও বিভিন্ন মেডিকেল টেষ্টের মাধ্মে আপারেশনের দিন তারিখও নিদ্বারীত করেন।
এবং আপারেশন পূর্ব প্রস্তুতি হিসাবে কিছু  মেডিসিন ও দেন, যাতে করে অপারেশন ছাকসেশ্ হয়।
কিন্তু আল্লাহর  কুদরত কি ভাবে কাজ করে দেখুন!
ঐ রুগি কিন্তু ধার্মীক ছিলেন এবং সে হিসাবে কোরআন হাদিসের উপর অগাত্ তথা পুর্নাঙ্গ বিশ্বাস ও ছিল তার যে কোরআন-হাদিস এ কালোজিরা মধু ও জমজমের বিশেষ বিশেষ উপকারের কথা  বলা হয়েছে।তাই আরও একবার আল্লাহর উপর ভরসা করে  সর্ব শেষ চিকিতসা হিসাবে কায়মনে এ তিনটি জিনিষ দৈনিক ঔষধের ন্যায়  তিন বার করে শেফার নিয়তে  টাইম টু টাইম্ ৪০ দিন পর্যন্ত সেবন করার পর ডাক্তারের দেয়া সময় মত অপারেশনের জন্য  হাসপাতালে গমন করেন।

এবং সবার সাথে শেষ বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে গমন করেন।
এবং ডাক্তার নার্স সবাই প্রস্তুত।কিন্তু অপারেশনের পূর্বে আবার পরীক্ষা নিরীক্ষার পালা, পরীক্ষা হল, টেষ্ট হল সব হল কিন্তু দেখা গেল যে রুগির অপারেশনের জন্য  সব প্রস্তুত ঐ রুগির শরীরে ক্যানসার তো দূরে থাক ক্যানসারের কোন  জারন্ এর লেশ্ মাত্র ও নেই। সবাই হতভম্ব কি ভাবে কি হল!!
তাহলে কি তাদের পূর্বের পরীক্ষা নিরীক্ষা ভুল ছিল???
না,  তাহয় কি ভাবে!
তখন ডাক্তার নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষ রুগির শ্বরনাপন্ন হয়ে কৌতুহল বশত জানতে চাইলেন যে, তিনি গোপনে অন্য  কোন চিকিৎসা নিয়েছেন কিনা?
তখন ঐ ক্যান্সার আক্রান্ত  রুগি সব ঘটনা খুলে বললেন যে,
তিনি কোরআন হাদিসে যেহেতু এ তিনটি জিনিষে শেফার কথা বলা হয়েছে তাই দৃঢ বিশ্বাসের সাথে শেফার নিয়তে তিনি লাগাতার ৪০ দিন পর্যন্ত নিয়মিত কালোজিরা, মধু, ও জমজমের পানি পান  করেছেন মাত্র। তখন সকলেই একবাক্যে স্বীকার করলেন যে এট তারই ফল।ছোবহানাল্লাহ।

এম এম আবদুল্লাহ ভুঁইয়া
মক্কা, সৌদি আরব।
00966504967863// 01829318114

1 টি মন্তব্য: