Translate

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

এম এম আবদুল্লাহ ভূঁইয়া জীবনী ( ভায়োডাটা)


#সংক্ষিপ্ত বায়োডাটা #
(১) নাম-: এম এম অাবদুল্লাহ ভুঁইয়া
    পিতা -:গনি অাহমদ ভূঁইয়া
(২) স্হায়ী ঠিকানা-:
গনি আহমদ ভূঁইয়া বাডি
গ্রাম-: উত্তর কাটাছরা
পোঃ- ভরদ্বাজ হাট
থানা জোরার গন্জ
উপজেলা -: মিরসরাই
জেলা -: চট্টগ্রাম
(৩) জন্ম তারিখ-:১০/৯/১৯৬৯
(৪) শিক্ষাগত যোগ্যতা -:
(ক) প্রাইমারী উত্তর কাটাছরা প্রাথমিক বিদ্যালয় (১৯৭৬-১৯৮১) ১ম -- ৫ম, ১ম স্হান  অধিকারী।
(খ) আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসা মিরসরাই চট্টগ্রাম, ১ ম শ্রেনী থেকে জমাতে ছাহারম পর্যন্ত  স্টার মার্ক নিয়ে ১ম স্হান অধিকারী (১৯৮২-১৯৯০)।
(গ)উল্লেখ্য  অত্র প্রতিষ্ঠানে অধ্য়ন কালীন সময়ে প্রতি বছর বার্ষিক মাহফিলের সময় ৩ টি পুরুস্কার অর্জন।যেমন ক্লাসে ১ম স্হান, স্টার মার্ক তথা সমগ্র মাদরাসায় সর্বোচ্ছ মোমতাজ নাম্বার সহ, ও ছহি শুদ্ধ  কেরাতের উপর) এবং
  (ঘ) জমাতে  নাহুমে (তথা ৫ম শ্রনীতে ) ৬ টি পুরুস্কার অর্জন।
যেমন
১.ক্লাসে ১ ম স্হান তথা জৈয়দ জিদ্দান
২.কুল মাদরাসা নাম্বার ওয়ান তথা মোমতাজ
৩. ক্লাসে সর্বোচ্ছ উপস্হিতি।
৪. সুন্দর কেরাত বা তেলাওয়াত।
৫. হুছনে ছিরত তথা ভাল ও উন্নত চরিত্রের জন্য।
৬.সুন্দর হস্তলিপীর জন্য।
(ঙ ) জামেয়া ইসলামিয়া পটিয়া
জমাতে ছুয়াম - উলা  স্টার মার্ক নিয়ে জৈয়দ জিদ্দান তথা ১ম স্হান।
(চ) দাওরাহ হাদিস তথা  (মাষ্টার্স)
জামেয়া  ইসলামিয়া পটিয়া ২য় স্হান।
সন-: ১৪১৪ হাজরী ১৯৯৩ ইং।
উল্লেখ্য জমাতে হাসতুম, পান্জুম, ছুয়ম ও উলায় জৈয়দ্ জিদ্দান তথা ১ ম স্হান অধিকারী সহ মোমতাজ তথা স্টার মার্ক প্রাপ্ত।
(৫) দাওয়াতুল ইসলাম দাখিল  মাদরাসা মিরসরাই থেকে দাখিল। ২ বিষয়ে লেটার মার্ক সহ, বাংলাদেশ  মাদরাসা বোর্ড থেকে ২য় স্হান।
(৬) শিক্ষকতা-: (১৯৯৩-২০০০) সিনিয়র শিক্ষক মাদরাসা হোছাইনিয়া অাজিজুল উলুম রাজঘাটা, লোহাগাডা, চট্টগ্রাম।
(৭) পদবি -:  (ক) নাজেমে দারুল ইকামা   (১৯৯৫-২০০০) 
(খ) সদস্য মজলিসে আমেলা
(গ) সাধারণ সম্পাদক ক্যাপিটেশন গ্রান্টস  সমাজ কল্যান অধিদপ্তর কর্তৃক তথা এতিমখানা বা অনাথ বিভাগ।
(ঘ) সহকারী হিসাব অডিটর।
(৮) সুপার এডমিন-:  দৈনিক ক্বওমী কন্ঠস্বর  ।
ও আন্তর্জাতিক সাংবাদিক "দৈনিক ওলামা কন্ঠ"।
(৯) প্রতিষ্ঠাতা পরিচালক নুরুলগনি ইসলামি একাডিমী কাটাছরা মিরসরাই চট্টগ্রাম।
( প্রতিষ্ঠা সন ১/১/২০১৮)
(১০) সংস্থা -:  প্রাক্তন জেনারেল সেক্সেটারী ও প্রতিষ্ঠাতা মিরসরাই ইসলাম প্রচার সংস্থা চট্টগ্রাম।  (১৯৮৫-১৯৯৪)
(১১) কেশিয়ার :- উত্তর কাটাছরা ছাত্র কল্যান সমিতি ১৯৮০-১৯৮৬।
(১২) লেখক গবেষক ব্লগার এ্যান্ড অনলাইন ইসলামী এক্টিভিষ্ট।
(১৩) এডমিন:- নূরুলগনি ইসলামি একাডেমী কাটাছরা চট্টগ্রাম। 
(১৪) এডমিন :- প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম।
(১৫) এডমিন :- mxn মর্ডান হারবাল কোং মিরসরাই চট্টগ্রাম।
(১৬) এডমিন:- খাঁটি মধুর সন্ধানে
(১৭) এডমিন:- পিউর মধুর সন্ধানে
(১৮) এডমিন dxn abdullah bhuiyan bd ।
(১৯)এডমিন :- এম এম আবদুল্লাহ ভূঁইয়া
(২০) এডমিন দাওয়াত তাবলিগ মিরসরাই
(২১)  ব্যক্তিগত ব্লগ,
m m abdullah bhuiyan
bloge spot. com
(২২) ব্লগার, bd today. com "এম এম আবদুল্লাহ ভূঁইয়া" শিরোনামে
(2৩) ব্লগার" সোনার বাংলাদেশ ব্লগ" এম এম আবদুল্লাহ ভূঁইয়া  এ শিরোনামে।
(২৪) ৩ সন্তানের জনক  ( শহিদুল ইসলাম মাহদী ও নাফিজুল ইসলাম মাছরুর  ও সুমাইয়া আক্তার (২৫) ১ ভাই ও ৫ বোনের মাঝে বড।
(২৬) জি মেইল :-
abdullahnezami123@gmail.com
(২৭)  লেখিত বইসমূহ :-
(১) প্রাকৃতিক মধু সংক্রান্ত গবেষনা পত্র
(২) স্বপ্ত রত্ন  (ছাপানোর অপেক্ষারত)
(৩) তাবলীগ সম্পর্কে অবান্তর প্রশ্নের জবাব। (সম্পাদনা কৃত প্রস্তুত)
(৪) "স্বপ্ন দিয়ে বোনা " ১২১ জন ব্লগার কর্তৃক লেখিত বইয়ের ১২৭ পৃষ্ঠায় প্রবন্ধ " যৌতুক প্রথা নারী নির্যাতনের অন্তর্ভুক্ত।
(2৮)  প্রবাস জীবন :-
(2000-2018)
ফুলের দোকান ম্যানেজমেন্ট ও প্লোরেষ্ট এ দায়িত্বে।
অস্হায়ী ঠিকানা-:
Dalia  flower shop nuzha
থানা নুজহা জারওয়াল্
    মক্কা সৌদিআরব,
পদবী -: florest and management ।
(২০০০-২০১৮)
+01829318114
মোব: ০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩ অ্যান্ড ওয়াতসাফ।
          ধন্যবাদন্তে
এম এম অাবদুল্লাহ  ভুঁইয়া  
      মক্কা সৌদি অারব।
২৭/১২/২০১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন