Translate

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

হজ্ব করার পর মক্কার বাহিরে সফর করলে বিদায়ী তাওয়াফের বিধান 

হজ্ব করার পর মক্কার বাহিরে সফর করলে বিদায়ী তাওয়াফের বিধান

উত্তর :   হজ শেষে অনেকে সৌদি আরবের বিভিন্ন এলাকায় দুরে বা কাছে বেডাতে যান তখন  একটা কথা খেয়াল করতে হবে যে ঐ এলাকাটি মীকাতের ভিতরে না বাহিরে কারন হাজী সাহেবানদের হজের শেষে বিদায়ী তাওয়াফ করে বের হতে হয় । এটা ওয়াজিব ।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لاَ يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ কাবাঘরে বিদায়ী তাওয়াফ করা ছাড়া যেন কেউ দেশে ফিরে না যায়। (মুসলিম ১৩২৭)

হজ শেষে  বিদায়ী তাওয়াফটি শুধুমাত্র তাদের জন্য যারা মীকাতের বাইরে থেকে আসবেন এবং আবার নিজ দেশে চলে যাবেন তাদের জন্য ওয়াজিব। তাছাডা এ বিষয়ে সর্বসম্মত রায় হল, যারা মক্কাবাসী অথবা বাহিরের লোক মক্কায় বসবাস করেন তাদের বিদায়ী তাওয়াফ করা লাগবে না। হানাফী মাযহাবের মতে মীকাতের ভিতরে অবস্থানকারী লোকজনেরও বিদায়ী তাওয়াফ নেই। যেমন হাদ্দা, বাহরা ও জেদ্দার লোকজনের। তবে মীকাতের বাহিরে অবস্হান কারীদের বা মীকাতের বাহিরে সফর কারীদের বিদায়ী তাওয়াফ লাগবে।

যেমন হজ শেষে অনেকে তায়েফ দাম্মাম তথা মীকাতের বাহিরে সফর করেন তখন  মক্কার থেকে বের হতে হলে তাকে বিদায়ী তাওয়াফ করে বের হতে হবে। এবং সফর শেষে যদি মক্কায় পূনঃ গমন করেন তখন ইহরাম পরেই আগমন করবেন এবং ওমরাহ পালন করবেন এবং পুনঃ দেশে পেরার সময় বিদায়ী তাওয়াফ করেই বের হবেন । এক্ষেত্রে তাকে ২ বার বিদায়ী তাওয়াফ করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন