Translate

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

মরিয়ম ফুল বেবী কনসেভ ও ডেলীভারীতে কি ভাবে সেবন করবেন

মরিয়ম ফুলের কাহিনী- ফুলের নাম-“মরিয়ম ফুল”, মরু অঞ্চলের ক্ষণজন্মা উদ্ভিদ মরিয়ম ফুল, বৈজ্ঞানিক নাম- Anastatica hierochuntica । এই ফুলকে হযরত ঈসা (আঃ) এর মায়ের নাম নামানুসারে “মরিয়ম ফুল বা মরিয়ম বুটি”, নবী সাঃ এর কন্যা ফাতিমার নামানুসারে “ফাতিমার হাত বা হ্যান্ড অব ফাতিমা” এবং এর বৈশিষ্ট্য অনুসারে “পুনরুত্থান উদ্ভিদ” বলা হয়।

কারণ এই ফুল দেখতে খটখটে শুকনো ও মরা মনে হয়। কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তরতর করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এ এক আশ্চর্য ফুল ।

শতাব্দীর পর শতাব্দী ধরে এর ব্যবহার হয়ে আসছে আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। অত্যন্ত দূর্লভ এই ফুলের উপকারিতা বিশেষ করে গর্ভবতী নারীদের প্রসবকালীন সময়ে এই ফুলের ব্যবহার এক রকম আবশ্যক। ঐতিহ্যবাহী ধাত্রীরা শত শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়ের বেদনা লাঘব করার জন্য এই ফুলের ব্যবহার করছেন।নরমাল ডেলীভারীতে খুব কার্যকর। 

এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে বেবি কন্সিভ করতে সহায়তা করে এবং লেবার পেইন কমাতে সাহায্য করে।

শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এর ব্যবহার হয়ে থাকে। ইসলাম ধর্মের বিভিন্ন মনীষী এর ব্যবহারের উপর অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এবং বাতলে দিয়েছেন এর ব্যবহারের সবচেয়ে কার্যকর পদ্ধতিসমূহ। খ্রীষ্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলেও এর কথা বর্ণনা করা হয়েছে বলে অনেকে বর্ননা করেছেন।তবে সত্যতা যাচায় সম্ভব হয়নি।


। এটি কোরআন হাদিসের কোন কথা নয় বরং  ভেষজ চিকিৎসা হিসাবে  বিবেচিত। 


সেবনবিধিঃ  
ডেলীভারী নরমাল ডেলিভারিতে মরিয়ম ফুল 

যারা ডেলীভারীর জন্য  ব্যবহার করবেন একটি ফুল কে পরিস্কার  গরম পানিতে ডুবন্ত করে ভিজিয়ে রাখবেন কিছু সময় পর এটি অটোমেটিক  ফুটে যাবে  এর পর ঐ পানি টুকু এক কাপ করে কিছু সময় পর পর  সেবন করতে হবে। 
আর 
বেবী কনসেভ করতে মরিয়ম ফুল 

যারা কনসেভ করানোর জন্য  ব্যবহার করবেন তারা রাতে হালকা নরমাল পানিতে ভিজিয়ে রাখবেন  ফুলটি ফুটে গেলে উঠিয়ে নিন এবং  ঐ পানি থেকে যত টুকু পারনে ভোর বেলা ফজরের নামাজের আগে শেষ  রাতে  সেবন করুন  এবং  রতি কার্য সম্পাদন করুন। এ ভাবে নিয়মিত  কয়েক দিন করতে থাকুন। ফুলটি পানি থেকে উঠানোর পর সুষ্ক স্হানে রেখে দিন  দেখবেন এটি আবার আগের মত হয়ে গেছে,  আবার ভিজিয়ে  রাখুন ঐ নিয়মে সেবন করতে  থাকুন। 

এখন আপাদত বড ছোট ও মাঝারী সাইজের মরিয়ম ফুল পাওয়া যাবে ইনশাআল্লাহ। 

সৌজন্যে
 ভূঁইয়া ন্যাচরাল হার্বস 
০১৮২৯৩১৮১১৪ 
ইমু ওয়াতসাফ এ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন