Translate

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

শঙ্খ মনি বা শঙ্খ মুল এর উপকারিতা

শঙ্খমনি     

        এটি প্রাক তিক ভেষজ এর ঔষধী অনেক    উপকারিতা:  রয়েছে।

১. স্নায়ু শক্তি বৃদ্ধি করে। ২. শারীরিক ও যৌন দুর্বলতা কাটায়। ৩. হজম শক্তি বৃদ্ধি করে। ৪. পাতলা বীর্য ঘন করে। ৫. স্তন শুষ্কতা রোধ করে। ৬. উচ্চ বা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে।  যাদের বীর্য একদমই পাতলা, এবং বীর্য উৎপাদন  পরিমাণে কম হয় , এর জন্য বেবি হয় না, তাদের জন্য শঙ্খমণি ও শিমুলের মূল বিশেষ কার্যকরী ভূমিকা রাখে ।  বির্য উতপাদক স্তবক ও শুক্রানু বৃদ্ধি কারক।

এটি একক ভাবে ও সেবন করা যায় কাচা ও চূর্ণ  তাছাডা অন্য ভেষজের সাথে মিশ্রণ করে ও সেবন করা যায়

সৌজন্যে
ভূঁইয়া ন্যাচরাল হার্বস এন্ড অর্গানিক ফুড সেন্টার বারৈয়ার হাট জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম 
০১৮২৯৩১৮১১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন