Translate

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বেবী কনসেপ্ট নিয়ে চিন্তা ভাবনার দিন শেষ

👨‍👩‍👦বেবি কনসিভ নিয়ে যারা চিন্তিত আছেন , বা 
যাদের শুক্রাণুর পরিমান কম বা দুর্বল ফলে বাচ্চা আসছে না।
তাদের জন্য একটি জাদুকরী সমাধান হচ্ছে 🔥🔥আলকুশি পাউডার🔥🔥
🛸এতে অসাধারণ কার্যক্ষমতা রয়েছে আলহামদুলিল্লাহ। 

💢আলকুশি বীজের পাউডারের উপকারিতা💢 

🔰পুরুষের বন্ধ্যাত্ব দূরীকরণে :
আলকুশি বীজ প্রজনন সমস্যা উন্নত করতে পারে। এতে বিভিন্ন প্রকার অ্যালকালিয়েড থাকে যা টেস্টোস্টেরন হরমোনকে সংশ্লেষণ করে পুনরুজ্জীবিত করতে পারে। ফলস্বরূপ একটি শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা ও কার্যক্ষমতা বাড়াতে পারে। 

🔰মহিলাদের বন্ধ্যাত্ব দূরীকরণে :
কম টেস্টাটেরন, অস্বাভাবিক ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH), এবং প্রোল্যাকটিন বন্ধ্যাত্বের কারণ।  আলকুশি বীজ গ্রহণ (FSH) এবং প্রোলেকটিন (Prolactin) কমাতে পারে, ফলে এটি মহিলাদের বন্ধ্যাত্বও দূর করতে পারে। 

🔰মস্তিষ্কের কার্যকরিতা বৃদ্ধি :
আলকুশি বীজের সবথেকে শক্তিশালী ফাইটো নিউট্রিয়েন্ট হলো এল্ডোপা নামে এমাইনো এসিড।  এটি ডোপামিন বৃদ্ধির কাজ করে।  আর ডোপামিন মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। 

🔰ডায়াবেটিস প্রতিরোধে:
আলকুশি বীজের পাউডার এর ডি-চিরো ইনোসিটল নামক একটি উপাদান রয়েছে, যা ইনসুলিনের প্রভাব অনুকরণ করতে পারে এবং সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। 

👉আলকুশিতে Levodopa রয়েছে যা রক্তে শর্করা ও কোলেস্টেরলের স্বাস্থ্যকর মাত্র বজায় রাখতে সাহায্য করে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনাও কমিয়ে দেয়। 

🔰অনেক চেষ্টা করেও যাদের বাচ্চা কন্সিভ হচ্ছে না তারা একবার এই পাঊডারটি ট্রাই করে দেখতে পারেন।
ইনশা আল্লাহ সফল হবেন।💯 

সেবনবিধিঃ 
১-২ চা চামচ  পরিমাণ চূর্ণ  ১ কাপ কুসুম গরম দুধ সহ ভরা পেটে সেব্য ৩ মাস
ইনশাআল্লাহ  আল্লাহর মেহেরবানী তে কনসেপ্ট হবেই হবে ইনশাআল্লাহ। 

বিঃদ্রঃ  
রুগির আবস্থা ভেদে সাথে আরও অন্যান্য ভেষজ দিয়ে তৈরী করা  পথ্য ও সেবন করতে পারলে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। 

সৌজন্যে
 ভূঁইয়া ন্যাচরাল হার্বস এন্ড অর্গানিক ফুড সেন্টার বারৈয়ার হাট জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম 
👉আলকুশি পাউডার পেতে
০১৮২৯৩১৮১১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন