Translate

রবিবার, ৮ জুলাই, ২০১২

কি লিখবেন ? কিভাবে লিখবেন ? কিছু পরামশ

এমন অনেকে আছে, যাদের লেখার সখ আছে, কিন্তু কি লিখবেন, তা খুঁজে পান নাঅনেক জ্ঞানী লোকও এমন আছেন যারা লিখতে অভ্যস্ত ননলেখার পরামর্শ দিলে তাঁরা কী লিখবেন, কিভাবে লিখবেন, কিভাবে শুরু করবেন, তা খুঁজে পান নাসাহস করে লিখতে বসুন এবং ধৈর্য ধরে লিখে যান
লেখার আছে বিচিত্র ধরনএ যেনো খাবার টেবিলে সাজানো রকমারি খাবারকোনটি দিয়ে শুরু করবেন তা, নিজেই ঠিক করুনতবে প্রতিটি পাত্র থেকেই কিছু কিছু খেয়ে দেখুনতারপর মন আর রুচি যেটির দিকে ছুটে যায়, সেটিকে নিয়েই জেঁকে বসুন
পত্রিকায় লিখুন, সংবাদ তৈরি করে পাঠান, কোনো বিষয়ে মতামত ব্যক্ত করে লিখে পাঠানতথ্য সমৃদ্ধ ফিচার লিখুনপ্রবন্ধ লিখুনকোন পুস্তকের সমালোচনা লিখুনঅন্য ভাষা থেকে কিছু অনুবাদ করুনস্মৃতিকথা লিখুনভ্রমণ বৃত্তান্ত লিখুনকবিতা লিখুনএভাবে হাত পাকা করুন
তারপর আরো এগিয়ে চলুনকোন বিষয়কে কেন্দ্র করে নিবন্ধ রচনা করুনপুস্তিকা লিখুনসামাজিক সমস্যার বিবরণ ও তা সমাধানের জন্যে আপনার দৃষ্টিভঙ্গি তুলে ধরে বই লিখুনআপনার আদর্শ ও মতবাদকে কেন্দ্র করে লিখুনঅন্যদের মতবাদকে সমালোচনা করে লিখুনসেরা মানুষদের জীবনী লিখুনআত্মচিন্তা ও সমাজ ভাবনাকে পুঁজি করে গল্প লিখুনউপন্যাস লিখুন,নাটক লিখুনপ্রবন্ধ লিখুন, নিবন্ধ লিখুন এবং বই রচনা করুন, সমাজ ,অর্থনীতি,রাজনীতি,ভূগোল,ইতিহাস,বিজ্ঞান ইত্যাদি শত বিষয়ের মধ্যে যেটা আপনার পছন্দ,আপনার জন্যে যেটা সুবিদা,সেটাকে নিয়ে
এভাবে সব পাত্র থেকেই কিছু কিছু খেয়ে দেখুন, চেঁটে দেখুনআপনার রুচিই বলে দেবে, কোন খাবারটি আপনার পছন্দেরকোনটি আপনার জন্যে অধিকতর যুৎসই
হ্যাঁ লিখতে থাকুনআস্তে আস্তে লেখা আপনার ভালো লাগবেতখন আপনার কলমই বলে দেবে,আপনি কী লিখবেনএজন্যে আপনার কলমের পরামর্শই যথেষ্টপরামর্শ আদায়ের জন্য কলমের পিছনে লাগুন
কত যে বাধাতবে কলমের পিছনে লাগলেই লেখক হওয়া যায় নালেখক হওয়ার পথে আছে অনেক বাধাঅনেক সমস্যাঅনেক জটিলতাআছে অনেক দুঃখ ,অনেক মুসিবতএসব কিছু ডিঙ্গিয়েই হতে হয় লেখকএগুলো ডিঙ্গাবার দুঃসাহস কি আপনার আছে? লেখক হবার পথে কী কী বাধা আছে জানেন? আছে অন্ধকার পথ, ঢাকনাহীন ম্যানহোল,উদ্যত জগদ্দলআছ কাটাবন, বিষাক্ত ফনিনীআছে নিবীড় বন, হিংস্র নেকড়েআছে রাহাজানআছে খরা, দারিদ্র,তৃষ্ণা,ক্ষুধাম্যানহোলে পড়ে যেতে পারেনজগদ্দলে হোঁচট খেয়ে রক্তাক্ত হতে পারেনবিদ্ধ হতে পারে কাটাঁ, দংশন করতে পারে ফনিনীনেকড়ে রতে পারে তারা, সর্বস্ব লুটে নিতে পারে রাহাজানতপ্ত হতে পারেন খরায়, নিষ্পিষ্ট হতে পারেন দারিদ্রেতারপরেও এ পথে জমাতে চান পাড়ি! তবে নিশ্চয়ই বাহাদুর ব্যক্তি আপনিআসুন আমরা কোলাকুলি করিতারপর কথাটি বলি খোলাখুলি
হয়তো অনেক কাঠখড়ি পুড়িয়ে একটি লেখা তৈরি করেছেনছাপানোর জন্যে পত্রিকায় পাঠিয়েছেনকিন্তু লেখাটি ছাপার জন্যে মনোনীত হয়নি, এমনকি লেখাটি আপনাকে ফেরতও দেয়নিএ রকম অনেকবারই হতে পারেঅনেক চেষ্টা-সাধনা করে হয়তো আপনার দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ন লেখা তৈরি করেছেনকাউকে লেখাটি দেখতে দিয়েছেনতিনি দেখে বলেছেন, এটা কোনো লেখাই হয়নিঅথবা বলবেন, রেখে যান, আমি দেখবোদিন পর আপনি লেখাটি ফেরত আনতে গেলে হয়তো শুনবেন, তিনি লেখাটি খুঁজে পাচ্ছেন নালেখাটি হারিয়ে গেছেঅনেক সাধনা করে আপনি একটি পাণ্ডলিপি তৈরি করলেনএটি প্রকাশ করার জন্যে আপনার মন আনচান করছেএটি নিয়ে-
১. আপনি একজন, দুজন, পাঁচজন, দশজন প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরলেনকিন্তু কেউই এটি প্রকাশ করার জন্যে পছন্দ করলো না অথবা দুএকজন পাণ্ডুলিপিটি প্রকাশ করবেন বলে রেখেছিলেনবছরখানেক পরে খোঁজ নিয়ে দেখরেন, সেটি লা-পাত্তা
২. অথবা প্রকাশক আপনার পাণ্ডুলিপি প্রকাশ করলো, কিন্তু তাতে আপনার নাম নেই, আছে অন্য কারো নামঅথবা
৩. বইটি প্রকাশ করা হয়েছে, চলছেও হরদম, প্রকাশক লাভবানও হচ্ছেন, কিন্তু আপনি হচ্ছেন বঞ্চিত
৪. অথবা কোনো প্রকাশক না পেয়ে আপনি নিজেই বইটি প্রকাশ করলেনকিন্তু ব্যবসা না জানার কারণে বিক্রি করতে পারলেন না
৫. অথবা বিক্রয়ের জন্যে দোকানে দোকানে দিয়েছেন, কিন্তু টাকা আদায় করা আপনার পক্ষে সম্ভব হয়নি
৬. হয়তো আপনার একটা লেখা পত্রিকায় প্রকাশ হয়েছে, তা সরকারের বিপক্ষে যাওয়ায় আপনাকে কারা দণ্ড দেওয়া হলো
এভাবে একজন লেখকের চলার পথে আসতে পারে হাজারো বাঁধাএতে কি আপনি দমে যাবেন? না, কোনো বাহাদুর লেখক কখনো দমতে পারে না, নেতিয়ে পরতে পারে না, পারে না পিছপা হতেকি জানেন ন্, বহু বড় বড় লেখকের লেখা প্রথম দিকে পত্রিকায় ছাপা হতো না? রবীন্দ্রনাথ নিজের লেখা সংশোধন করতেন? ইংরেজদের সর্বশ্রেষ্ঠ লেখক জর্জ বার্নাড শর পাণ্ডুলিপি প্রথমদিকে কোনো প্রকাশকই ছাপতে রাজি হননি? আপনি কি জানেন না, বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ফররুখ আহমদ অনাহারে মৃত্যুবরণ করেছেন? মিশরের জননন্দিত লেখক সাইয়্যেদ কুতুবকে একটি বই লেখার জন্যে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়েছে?
কিন্তু বহু আগে মরে যাবার পরেও এঁরা সবাই বেঁচে আছেন তাঁদের লেখার মধ্যেএঁরা বিশ্ববাসীর প্রিয় লেখকবহুকাল তারা বেঁচে থাকবেন মানুষের হৃদয়েমানুষ উদ্বুদ্ধ হবে তাদের লেখা পড়েবিশ্ববাসী এঁদের ভক্ত অনুরক্ত
ভয় পাবেন না, চিন্তিত হবেন না, থেমে যাবেন না, এগিয়ে চলুনঅটল হোন, সহিষ্ণু হোন, নির্ভীক হোন, ইচ্ছা শক্তিকে প্রবল করুন, সব বাঁধা ডিঙ্গিয়ে চলুনহয়তো একদিন আপনিও হতে পারেন বার্নাড শ, ইলিয়ট, ইকবাল, ফররুখ, শাহ ওয়ালিউল্লাহ, আবুল হাসান আলী নদভী প্রমখের মতো লেখককে জানে, কী সম্পদ লুকিয়ে আছে আপনার মাঝে?http://www.qawmee.com/?p=217
(সংকলিত)  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন