Translate

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

নামাযরত অবস্থায় কেউ ডাকলে কী করণীয়?

নামাযরত অবস্থায় কেউ ডাকলে কী করণীয়?

প্রশ্ন
নামাযরত অবস্থায় কেউ যদি ডাকে, তাহলে কী করণীয়? অর্থাৎ নামাযরত ব্যক্তি কিভাবে একথা জানাবে যে, সে নামাযরত আছে?
জবাব
بسم الله الرحمن الرحيم
নামাযরত অবস্থায় কোন ব্যক্তির প্রশ্নের জবাব দেবার নিমিত্তে কোন কিছু বললে বা করলে নামায ভঙ্গ হয়ে যায়। কিন্তু সে নামাযরত একথা জানানোর জন্য কিছু কাজ করতে পারে, এর দ্বারা নামায ভঙ্গ হয় না। যেমন-সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলবে, কিংবা ক্বিরাত একটু জোরে পড়বে, যাতে যে ডাকছে সে বুঝতে পারে যে, লোকটি নামাযরত। তাহলে নামায ভঙ্গ হবে না। {ফাতওয়ায়ে মাহমুদিয়া-১১/৪৯}
দলিল
فى رد المحتارسمع اسم الله تعالى فقال جل جلاله أو النبي صلى الله عليه وسلم فصلى عليه ، أو قراءة الإمام فقال صدق الله ورسوله تفسد إن قصد جوابه الخ وقيد بقصد الجواب لأنه لو لم يرد جوابه بل أراد إعلامه بأنه في الصلاة لا تفسد اتفاقا (رد المحتار، كتباب الصلاة، باب ما يفسد الصلاة-2/381)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
সহকারী মুফতী-জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা
ইমেইল-jamiatulasad@gmail.com
lutforfarazi@yahoo.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন